পুরভোটে নজরবন্দি হলদিয়া

ওয়ার্ড ১৮ রামগোপালচক, রায়রাঙাচক ও রঘুনাথচক নিয়ে এই ওয়ার্ড। এ বার ভোটার ৪৪৮৫। বুথ ৬টি। তফসিলি সংরক্ষিত আসন।
রাস্তা কেমন রায়রাঙাচক দক্ষিণ, রঘুনাথচকের অধিকাংশ রাস্তাই মোরামের। মূল রাস্তা শুধু পাকা ঢালাই।
জলের হাল বনবিভাগের উদ্যোগে এলাকায় কিছু টাইমকল বসেছে। তবে, তা পর্যাপ্ত নয়। জলকষ্ট রয়েছে।
পথবাতি মূল রাস্তা ছাড়া কোথাও পথবাতি নেই। বালুঘাটা-ব্রজলালচকের পিচ রাস্তায় পথবাতি রয়েছে।
নিকাশি ঢালাই রাস্তা যেখানে রয়েছে সেখানে নর্দমা আছে। অন্যত্র বেহাল নিকাশি।
সাফাই সাফাইকর্মীদের দেখা যায় না বিশেষ। কাঁচা নর্দমায় জল জমে দুর্গন্ধ ছড়ায়।
বিশেষ চাহিদা পর্যাপ্ত পানীয় জলের সরবরাহই মূল চাহিদা।
নাগরিকের চোখে এতদিন ভোট দিয়েও পুরসভার কাছ থেকে কিছু পাইনি।
মনোরঞ্জন বেরা, অবসরপ্রাপ্ত শিক্ষক।
কাউন্সিলর বলেন যা করণীয়, করেছি। কিছু চাহিদা রয়েছে। আগামীদিনে সেটাও পূরণ হবে।
গৌরী আদক, সিপিআই।
বিরোধী মত গ্রামের থেকেও নিকৃষ্ট এই ওয়ার্ড। কিছুই করেনি বামবোর্ড আর তাদের কাউন্সিলর।
তুষার মণ্ডল, তৃণমূল।
 
ওয়ার্ড ১৯ বারঘাষিপুর, ভবানীপুর (দক্ষিণ), নিবেদিতা কলোনি, রঘুনাথচক (উত্তর) নিয়ে ওয়ার্ড। ভোটার ৩৮৯৮। বুথ ৪টি। মহিলা সংরক্ষিত আসন।
রাস্তা কেমন বারঘাষিপুরের অধিকাংশ রাস্তাই মোরামের। ভিতরের দিকে রাস্তা কাঁচা।
জলের হাল নিবেদিতা কলোনি, বারঘাষিপুরের কিছু এলাকায় জলের সংযোগ পৌঁছেছে। সুতোর মতো জল পড়ে।
পথবাতি জেল থেকে স্টেডিয়ামের রাস্তা ও বারঘাষিপুরের কিছু এলাকায় পথবাতি রয়েছে। অন্যত্র অন্ধকার।
নিকাশি কলোনি এলাকায় নর্দমা থাকলেও বেহাল নিকাশি। মিলনের কাছে রাস্তায় জল জমে।
সাফাই মাঝমধ্যে সাফাই কর্মীরা আসে। কিন্তু নিকাশি বেহাল হওয়ায় দূষণ সমস্যা রয়েই যায়।
বিশেষ চাহিদা নিকাশির উন্নয়ন ও পানীয় জল সরবরাহ।
নাগরিকের চোখে পানীয় জল ও নিকাশির সমস্যা রয়েছে। সার্বিক উন্নয়ন চাই আমরা।
বিল্ব বেরা, প্রাক্তন বন্দরকর্মী।
কাউন্সিলর বলেন কাউন্সিলরকে পাওয়া যায়নি। সিপিএম প্রার্থী নমিতা ভুঁইয়া প্রামাণিকের দাবি এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে।
বিরোধী মত প্রোমোটারিতে ব্যস্ত কাউন্সিলর। দল থেকে বহিষ্কৃত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ।
দুর্গা মান্না, তৃণমূল।
 
ওয়ার্ড ২০ ক্ষুদিরামনগর কলোনি ও হাতিবেড়্যা নিয়ে ২০ নম্বর ওয়ার্ড। এ বার মোট ভোটার সংখ্যা ২৮৯৪। বুথ ৩টি।
রাস্তা কেমন ক্ষুদিরামনগরে ঢালাই রাস্তা। মূল রাস্তা পিচের। ভিতর দিকে অবশ্য অধিকাংশ রাস্তা মোরামের।
জলের হাল কলোনি এলাকায় টাইমকলের সংযোগ পৌঁছেছে। অন্যত্র টিউবওয়েল, যা প্রায়ই খারাপ হয়ে যায়।
পথবাতি হাতিবেড়্যায় কোথাও পথবাতি নেই। ক্ষুদিরামনগরে থাকলেও রক্ষণাবেক্ষণ হয় না।
নিকাশি অধিকাংশ এলাকায় নর্দমা নেই। বাড়ির জল জমে নিচু জমিতে। এইচআইটি-র পশ্চিমে কাঁচা নর্দমা।
সাফাই সাফাইকর্মী প্রয়োজনের তুলনায় কম। কলোনির ভিতরে জঞ্জাল জমে থাকে।
বিশেষ চাহিদা পাকা রাস্তা তৈরি ও পানীয় জল সরবরাহ।
নাগরিকের চোখে জল, পথবাতি-সহ এলাকার অনেক চাহিদাই পূরণ হয়নি।
গৌরাঙ্গ শাসমল, অবসরপ্রাপ্ত শিক্ষক।
কাউন্সিলর বলেন জলের চাহিদা পূরণ করতে গিয়ে পথবাতির সমস্যা রয়ে গিয়েছে।
বিকাশ জানা, সিপিএম।
বিরোধী মত যারা এলাকার দায়িত্বে ছিল, তারা মানুষের চাহিদা পূরণ করতে পারেনি।
তপন আদক, তৃণমূল।

তথ্য: দেবমাল্য বাগচি


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.