একটি বুনো দাঁতাল হাতি ঢুকে পড়ায় রবিবার রাতে আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম শহরে। কয়েকশো এলাকাবাসীর তাড়া খেয়ে হাতিটি শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে ঘুরে বেড়াতে থাকে। পরে খবর পেয়ে ঝাড়গ্রামের ফরেস্ট-রেঞ্জ অফিসার পার্থপ্রতিম ত্রিপাঠীর নেতৃত্বে বন দফতরের লোকজন আসেন। হাতিটিকে তাড়াতে গিয়ে হিমসিম খেতে হয়। তবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলেই বন দফতর সূত্রের দাবি। ঝাড়গ্রামের ফরেস্ট-রেঞ্জ অফিসার পার্থপ্রতিম ত্রিপাঠী জানান, ‘রেসিডেন্সিয়াল’ হাতিটি কিছুদিন ধরেই শহর লাগোয়া লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। বন দফতর সূত্রের খবর, সপ্তাহ খানেক আগে দশ-বারোটি দলমার হাতির একটি ছোট-দল গিধনির দিক থেকে ঝাড়গ্রামের লাগোয়া জঙ্গল হয়ে চাঁদড়ার দিকে চলে যায়। দলমার হাতিরা কোনও এলাকায় ঢুকলে ‘রেসিডেন্ট’ বা স্থানীয় হাতিরা সাময়িক ভাবে অন্যত্র সরে যায়। সেই কারণেই স্থানীয় দাঁতালটি লোকালয় সংলগ্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে বন দফতরের অনুমান। ঝাড়গ্রাম শহরে হাতি ঢুকে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও একাধিকবার জঙ্গল থেকে শহরে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।
|
ডুয়ার্সের খট্টিমারির জখম দাঁতালের চিকিৎসার জন্য কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে চিকিৎসক আনানোর নির্দেশ দিলেন বনমন্ত্রী হিতেন বর্মন। ১৮ মার্চ খুঁটিমারি জঙ্গলে দাঁতালটিকে খুঁড়িয়ে চলাফেরা করতে দেখেন বনকর্মীরা। মেডিক্যাল টিম গঠন করে ২০ মার্চ দুটি কুনকি এনে হাতিটিকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কয়েকদিন দাঁতালটি ভাল থাকলেও ফের খোঁড়াতে শুরু করে। এপ্রিল মাসের মাঝামাঝি ফের ব্যথা কমানোর ওষুধ ও ভিটামিন দিয়ে চিকিৎসা হয়। সম্প্রতি ফের দাঁতালটিকে খোঁড়াতে দেখা যাচ্ছে। দাঁতালটির নিয়মিত চিকিৎসা প্রয়োজন বলে দাবি করেছেন পরিবেশ প্রেমীরা। বনমন্ত্রী বলেন, “কী ধরনের চিকিৎসা হচ্ছে তা নিয়ে রিপোর্ট চেয়েছি। দাঁতালটিকে সুস্থ করে তুলতে বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা করানোর কথা বলেছি।” উত্তরবঙ্গের বনপাল মনীন্দ্রচন্দ্র বিশ্বাস বলেন, “যে চিকিৎসা হচ্ছে তাতে ফল মিলছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আসার জন্য কর্তাদের কথা হয়েছে। চিড়িয়াখানা সহ হাতি বিশেষজ্ঞদের পাঠানোর অনুরোধ করা হয়েছে।”
|
বনবস্তিতে পাট্টা বিলির ক্ষেত্রে আইন সংশোধনের পক্ষে সওয়াল করবেন রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন। রবিবার দুপুরে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমারহাট রাভা বস্তিতে ৫৯ জন বনবস্তি বাসিন্দাকে পাট্টা বিলি করে তিনি। মন্ত্রী বলেন, “বাম আমলে বন আধিকার আইন ২০০৬ মেনে বনবস্তিতে জমির অধিকার দেওয়া হয়নি কেন্দ্রীয় বন দফতরের সঙ্গে আলোচনা করে পাট্টা বিলির নিয়ম সরল করা যায় কি না দেখব।”
|
এক সপ্তাহ পর অবশেষে চাগল ধরতে গিয়ে খাঁচাবন্দি হল চিতাবাঘ। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মরাঘাট চা বাগানে। কাজে যাওয়ার সময়ে বাগানের মাঝে খাঁচাবন্দি চিতাবাঘটি দেখতে পান শ্রমিকরা। সপ্তাহ দুয়েক আগে চা পাতা তোলার সময়ে আচমকা এক মহিলা শ্রমিককে চিতাবাঘটি আক্রমণ করে। গত সপ্তাহে চিতাবাঘ ধরতে ছাগলের টোপ দেওয়া হয়। পূর্ণ বয়স্ক চিতাবাঘটি গরুমারায় ছাড়া হয়েছে।
|
গোয়াল থেকে জ্বালানি আনতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হল এক বধূর। শুক্রবার সন্ধ্যায় গোঘাটের মির্গা-চাতরা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম কবিতা বারিক (৩৭)।
|