টুকরো খবর |
থানায় ওসি-কে হুমকি, অভিযুক্ত তৃণমূল নেতা
নিজস্ব সংবাদদাতা |
জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে একবালপুর থানা এলাকার কয়েক জনকে গ্রেফতার করা হয়েছিল। তার জেরে একবালপুর থানায় ঢুকে ওসি-কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বন্দর এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশের তরফে ইতিমধ্যে শাসক দলের ওই নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, জুয়ার বিরুদ্ধে অভিযান এবং কয়েক জনকে গ্রেফতারের ঘটনাটি মঙ্গলবারের। ধৃতদের মধ্যে এক জনকে ছাড়ানোর জন্য থানায় হাজির হন স্থানীয় তৃণমূল নেতা ইলিয়াস ইলাহির ছেলে। ওসি-র সঙ্গে তাঁর বচসা হয়। বুধবার সেই ঘটনার জেরে খোদ ইলিয়াস দলবল নিয়ে থানায় গিয়ে ওসি-কে হুমকি দেন বলে অভিযোগ। ইলিয়াস-সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। কলকাতা পুলিশের এক কর্তা বলেন, “ওসি বিষয়টি তাঁর ঊর্ধ্বতন অফিসারদের জানান। তাঁরাই ওসি-কে মামলা করার নির্দেশ দেন।” স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, জুয়া রুখতে গিয়ে পুলিশ এলাকার এক মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করেছিল। ইলিয়াস তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ওসি-কে অনুরোধ করেছিলেন। ইলিয়াসের ছেলে থানায় গেলে ওসি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। ওসি কেন দুর্ব্যবহার করলেন, তা জানতেই ইলিয়াস বুধবার ওই থানায় যান। তখনই দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়।
|
গৃহবধূ ‘ধর্ষণে’ গ্রেফতার দুই |
শ্যামপুকুরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই ভাই সুশোভন কুণ্ডু ও দিলীপ কুণ্ডুকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে, শ্যামপুকুর থানা এলাকা থেকে। পুলিশ জানায়, সুশোভন ও দিলীপ শ্যামপুকুরের একটি মেসের দোতলায় ভাড়া থাকেন। স্বামী ও দুই মেয়েকে নিয়ে একতলায় থাকেন ওই গৃহবধূ। অভিযোগ, মাসখানেক আগে ওই গৃহবধূকে ধর্ষণ করেন সুশোভন। ওই গৃহবধূ পুলিশকে জানান, ঘটনার দিন তিনি ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন। অভিযোগ, জোর করে তাঁকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন সুশোভন। দিলীপকে সিঁড়িতে পাহারা দিতে বলা হয়। শনিবার শ্যামপুকুর থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন গৃহবধূ। রবিবার আদালতে তোলা হলে বিচারক সুশোভন ও দিলীপকে ২৯ মে পর্যন্ত পুলিশি হেফাজত দেন।
|
বোমাবাজি |
দু’দল দুষ্কৃতীর মধ্যে বোমাবাজির জেরে শনিবার রাতে দমদম পার্কের লালকুঠি অঞ্চলের বস্তিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি বাড়িতে বোমার টুকরো পড়ে বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, এলাকা দখল নিয়ে কিছু দিন ধরে দু’দল দুষ্কৃতীর মধ্যে গোলমাল চলছে। তারই জেরে এই বোমাবাজি। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। বাসিন্দাদের অভিযোগ, মাঝেমধ্যেই হাঙ্গামা হলেও পুলিশ দোষীদের ধরছে না। দুষ্কৃতীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।
|
বাইরে থেকে জেলে মাদক ছুড়তে গিয়ে যুবক গারদে |
বিকেল গড়াতে না-গড়াতেই আলিপুর জেলের পাঁচিল টপকে গাঁজা ও হেরোইন ছুড়ে দিতে গিয়ে রবিবার ধরা পড়ে গেল এক যুবক। পুলিশ জানায়, ধৃতের নাম সমর বিশ্বাস ওরফে ছোট্টু। ওই যুবকের বাড়ি লেক এলাকায়। তার কাছে ৭৫০ গ্রাম গাঁজা এবং ৩০ গ্রাম হেরোইন পেয়েছে পুলিশ। সমর আগেও এমন কাজ করছে কি না, জানার চেষ্টা চলছে। |
|