ইলিয়াস কাশ্মীরি ‘নেই’, মানল রাষ্ট্রপুঞ্জ
সংবাদসংস্থা • রাষ্ট্রপুঞ্জ |
২৬/১১ কাণ্ডের অন্যতম সন্দেহভাজন জঙ্গি ইলিয়াস কাশ্মীরিকে ‘মৃত’ বলে মেনে নিল রাষ্ট্রপুঞ্জ। আল কায়দার সঙ্গে জড়িত জঙ্গিদের এক সদ্যপ্রকাশিত তালিকায় এই পরিবর্তন করা হয়েছে। ১০ মে রাষ্ট্রপুঞ্জের আল কায়দা সংক্রান্ত কমিটি কাশ্মীরির বিষয়ে এই তথ্য সংশোধন করে। নতুন প্রকাশিত তালিকায় লেখা রয়েছে, “১১ জুন পাকিস্তানে নিহত হয়েছে হরকত-উল-জিহাদ আল-ইসলামি-র (হুজি) কম্যান্ডার ইলিয়াস কাশ্মীরি।” গত বছরের ৩ জুন পাকিস্তানে মার্কিন ড্রোন হানায় নয় জঙ্গি নিহত হয়েছিল। তাদের মধ্যে কাশ্মীরিও ছিল বলে অনুমান করা হয়েছিল। এর আগে অবশ্য একাধিক বার কাশ্মীরির নিহত হওয়ার খবর প্রচার হলেও পরে তা ভুল বলে জানা যায়। কিন্তু এ ক্ষেত্রে পরে হুজিও এক বিবৃতিতে জানায়, “৩ জুন, ২০১১ পাকিস্তানে ড্রোন হানায় শহিদ হয়েছেন ৩১৩ ব্রিগ্রেডের নেতা ইলিয়াস কাশ্মীরি।” আমেরিকাকে এ জন্য সে সময় প্রতিশোধের হুমকিও দিয়েছিল তারা। সুতরাং, বলা যায় কাশ্মীরির মৃত্যুর প্রায় এক বছর পর তাকে মৃত বলে মেনে নিল রাষ্ট্রপুঞ্জ। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিদের তালিকায় অবশ্য এখনও নাম রয়েছে ইলিয়াস কাশ্মীরির।
|
শ্রীলঙ্কার প্রাক্তন সেনাপ্রধানকে মুক্তির নির্দেশ
সংবাদসংস্থা • কলম্বো |
জেলে বন্দি শ্রীলঙ্কার প্রাক্তন সেনাপ্রধান শরৎ ফনসেকাকে মুক্তির নির্দেশ দিলেন প্রসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। ফলে প্রায় দু’বছর পর মুক্তি পেতে চলেছেন ২০১০-এর প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপক্ষের প্রতিদ্বন্দ্বী ফনসেকা। ২০০৯-এ এলটিটিই জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের পরই প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তৎকালীন সেনাপ্রধান ফনসেকা। এক বিবৃতিতে তিনি বলেন, ২০০৯-এর মে মাসে কিছু প্রাক্তন এলটিটিই জঙ্গি যুদ্ধ শেষ করতে সাদা পতাকা নিয়ে সেনার কাছে আসেন। কিন্তু সেনা তাঁদের হত্যার নির্দেশ দেয়। এই মন্তব্যের জেরে ‘হোয়াইট ফ্ল্যাগ’ মামলায় দোষী সাব্যস্ত হন ফনসেকা। অভিযোগ, মানুষকে রাষ্ট্রের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। ২০১০-এর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরই তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন রাজাপক্ষে। এ সপ্তাহে ফনসেকার স্ত্রী জানান, তাঁর সাজা মকুব করার ইচ্ছে প্রকাশ করেন রাজাপক্ষে।
|
ইতালি ও জাপানে ভূমিকম্প, মৃত ছয়
সংবাদসংস্থা • রোম |
ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ইতালি। রিখ্টার স্কেলে ছয় মাত্রার এই কম্পনে প্রাণ হারিয়েছেন ছ’জন। আহতের সংখ্যা পঞ্চাশেরও বেশি। অন্য দিকে আজ বিকেল সাড়ে চারটে নাগাদ আট মিনিটের ব্যবধানে পরপর দু’বার ভূমিকম্প হয় জাপানেও। প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম উপকূলে ৬.২ ও ৬ মাত্রার এই দুই ভূকম্পে অবশ্য ক্ষয়ক্ষতি হয়নি জাপানে।
মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, ইতালিতে এ দিন ভূমিকম্পের উৎসস্থল ছিল বোলোনিয়ার ৩৬ কিলোমিটার উত্তরে ফিনালে এমিলিয়া অঞ্চলের মাটির ৫.১ কিলোমিটার গভীরে। ভোর চারটে নাগাদ এই ভূমিকম্পে আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন অনেক মানুষ। এই কম্পনের পর বেশ কয়েকটি ছোট কম্পনও অনুভূত হয় ওই এলাকায়। ভূকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি।
|
প্রেসিডেন্ট হতে চান ম্যাডোনা
সংবাদসংস্থা • লন্ডন |
মারণাস্ত্র তৈরিতে খরচ হচ্ছে প্রচুর জাতীয় অর্থ। তাই আমেরিকার প্রেসিডেন্ট হলে সবার আগে ‘অতিরিক্ত খরচ’ বন্ধ করবেন পপ-তারকা ম্যাডোনা। ৫৩ বছর বয়সী ওই তারকা বলেন, “এক দিনে কিছু বদলানো যায় না। আমি তাই একটু বেশি সময় প্রেসিডেন্ট পদে থেকে শিক্ষা ও শিল্প ক্ষেত্রের জন্য বেশি অর্থ বরাদ্দ করব।”
|
শিকাগোয় তিন জঙ্গি গ্রেফতার
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
প্রেসিডেন্ট বারাক ওবামার শহর শিকাগোতেই ধরা পড়ল তিন সন্দেহভাজন জঙ্গি। তারা শিকাগোয় ন্যাটো গোষ্ঠীর আসন্ন শীর্ষ সম্মেলনে মামলার ছক কষেছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ব্রায়ান চার্চ, জারেড চেস ও ব্রেন্ট বেটার্লি নামে ওই তিন ব্যক্তি ‘ব্ল্যাক ব্লক’ গোষ্ঠীর সদস্য। |