‘রিলেশনশিপ স্ট্যাটাস’টা বদলে গিয়ে ‘ম্যারেড’ লেখামাত্র আধ ঘণ্টার মধ্যে দেড় লক্ষ ‘লাইক’!
ফেসবুকের জনক নিজের বিয়ের খবরটা ফেসবুকে দিলে এমনই হওয়ার কথা! ‘রিলেশনশিপ স্ট্যাটাস’, ‘লাইক’, ‘ফ্রেন্ড লিস্ট’-এর মতো শব্দগুলোর মানে পাল্টে গিয়েছে তাঁরই দৌলতে। সেই মার্ক জুকেরবার্গের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’-এ এখন লেখা আছে, “ম্যারেড টু প্রিসিলা চ্যান”।
২৮ বছরের জন্মদিনে সম্ভবত নিজেকে এই উপহারটাই দেবেন বলে ঠিক করেছিলেন বিশ্বের কনিষ্ঠতম ধনকুবের। গত সোমবার ছিল তাঁর জন্মদিন। তার পর শেয়ার বাজারে ফেসবুকের বিপুল আগমন। সবশেষে বিয়ে।
সান ফ্রান্সিসকো মেডিক্যাল কলেজ থেকে স্নাতক হয়ে কালই ক্যালিফোর্নিয়ায় ফিরেছেন প্রিসিলা। তাঁর ডাক্তার হওয়ার খুশিতে মার্ক ফেসবুকে লেখেন, “তোমার জন্য গর্বিত ডাক্তার চ্যান।” কিন্তু তখনও কেউ ভাবেননি এ সপ্তাহেই এত বড় চমক দিতে চলেছেন জুকেরবার্গ। এক হাজার ৭০০ কোটি ডলারের মালিকের বিয়েতে নিমন্ত্রিতদের তালিকা কিন্তু খুবই ছোট। ১০০ জনেরও কম। যাঁরা এসেছিলেন, তাঁরা প্রথমে ভেবেছিলেন প্রিসিলার ডাক্তার হওয়া উপলক্ষেই বোধহয় পার্টি দিচ্ছেন মার্ক। আচমকা বিয়ের আয়োজন দেখে চমকে যান তাঁরা। |
নবদম্পতি। স্ত্রী প্রিসিলার সঙ্গে ফেসবুকের কর্ণধার। ছবি: এপি। |
মার্ক আর প্রিসিলার প্রথম দেখা হয় ন’বছর আগে হার্ভার্ডে। একটা পার্টির শেষে দু’জনেই দাঁড়িয়েছিলেন বাথরুমে যাওয়ার লম্বা লাইনে। কিছু দিন আগেই এক মার্কিন পত্রিকাকে প্রিসিলা বলেন, প্রথম আলাপে মার্ককে মোটেই মনে ধরেনি তাঁর। জুকেরবার্গ তখন হার্ভার্ডের ক্লাস কেটে তিন বন্ধু ডাস্টিন মস্কোভিৎজ, এডওয়ার্ড স্যাভেরিন ও ক্রিস হিউকে নিয়ে ফেসবুক তৈরিতে মত্ত। এক দিন হার্ভার্ডের ক্যাম্পাসে বসে মার্ক তাঁর ফেসবুকে কর্মী নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। পাশ দিয়ে যাচ্ছিলেন প্রিসিলা। মার্ক ডেকে বলেন, “তুমি ফেসবুকে কাজ করতে চাও?” রাজি হয়ে যান প্রিসিলা। সেই মেয়েটার আঙুলেই আজ নকশা করা রুবি বসানো আংটি পরিয়ে দিলেন মার্ক।
ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে মার্কের বাড়ির বাগানেই বসেছিল বিয়ের আসর। এমনিতে স্যুট-টাই মোটেই পছন্দ নয় মার্কের। রোড শো হোক বা শেয়ার বাজারে ফেসবুকের আইপিও ছাড়া সর্বত্রই তাঁকে দেখা যায় টুপিওলা জ্যাকেট আর জিন্সে। বিয়ের আসরে তাঁকে দেখা গেল ঘন নীল স্যুট, সাদা জামা আর নীল টাইয়ে। প্রিসিলার পরনে সাদা গাউন। ন’বছর আগে প্রথম বার ঘুরতে বেরিয়ে একটা ইঁদুরের মতো দেখতে চকলেট খেয়েছিলেন দু’জনে। আজ ভোজে সেই চকলেটও ছিল। |