টুকরো খবর
গ্রামে ফিরে আটক ‘অপহৃত’
পাঁচ বছর আগে এক কিশোরকে ‘অপহরণ’ করার অভিযোগে ইতিমধ্যেই জেল খেটেছেন অভিযুক্তেরা। শুক্রবার সেই কিশোর বাড়ি ফেরার পরে পুলিশ দাবি করল, অপহরণের অভিযোগ আদৌ সত্যি নয়। কিশোরকে নিয়ে যাওয়া হল থানায়। শুরু হল জিজ্ঞাসাবাদ। ওই কিশোরের নাম রবিউল মণ্ডল। ক্যানিং থানার নারায়নগড় গ্রামের ঘটনা। দক্ষিণ ২৪ পরগণার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বাড়ুই বলেন, “ওই কিশোরকে রবিবার আলিপুর আদালতে তোলা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানিয়েছে, ২০০৭ সালে ওই গ্রামে একটি চুরির ঘটনায় অভিযুক্ত রবিউলকে এক শিক্ষকের বাড়িতে রাখা হয়েছিল। ওই শিক্ষক-সহ কয়েকজনের বিরুদ্ধে রবিউলকে অপহরণ করার অভিযোগ করেছিলেন তার বাবা সাত্তারআলি মণ্ডল। পুলিশ শিক্ষক-সহ দু’জনকে গ্রেফতার করে। তাঁরা কিছুদিন জেলও খাটেন। গ্রামে ফিরে রবিউল পুলিশকে জানান, অপহরণের অভিযোগ ঠিক নয়। কাকা তাকে উওরপ্রদেশে পাঠিয়েছিলেন।

হাসপাতালে ‘শ্লীলতাহানি’
চিকিৎসাধীন এক বধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের এক চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে। গত বুধবার চণ্ডীতলার গোবরার বাসিন্দা ওই বধূকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই রাতেই অসীম বন্দ্যোপাধ্যায় নামে হাসপাতালে চতুর্থ শ্রেণির ওই কর্মী শ্লীলতাহানি করেন বলে শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বধূর বাবা। আগেই অভিযোগ জানানো হয়েছিল বিএমওএইচ রুনা সামন্তের কাছেও। বিএমওএইচ বলেন, “ঘটনার কথা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে। বিভাগীয় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে ওই কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

অধ্যক্ষ ঘেরাও
প্রথম বর্ষের পড়ুয়াদের ভর্তির ‘কনসেশন’-এর দাবিতে অশোকনগরের নেতাজি শতবার্ষিকী মহবিদ্যালয়ের অধ্যক্ষ সুধানাথ চট্টোপাধ্যায়কে শনিবার বিকাল থেকে ঘেরাও করে রাখে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি, কলেজের প্রথম বর্ষের প্রায় ১৬০০ পড়ুয়ার কনসেশনের ব্যবস্থা করতে হবে। কলেজ সংগঠনের অভিযোগ, কলেজ কতৃপক্ষকে আগে এই বিষয়ে বহুবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরই এই অধ্যক্ষ ঘেরাওয়ের সিদ্ধান্ত। অধ্যক্ষ সুধানাথ চট্টোপাধ্যায় বলেন, “প্রথম বর্ষের জন্য ইতিমধ্যেই ৭৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু সংগঠনের দাবি আরও ৬০ হাজার টাকা বরাদ্দ করতে হবে। সেটা কীভাবে সম্ভব বুঝতে পারছিনা।”

অপমৃত ৩ পড়ুয়া
ঘরের কড়িকাঠ থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া এক এমএ পরীক্ষার্থী ছাত্রী বুল্টি সাঁতরা-র (২০) ঝুলন্ত দেহ উদ্ধার হল শনিবার আরামবাগের পৈসারা গ্রামে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর শনিবার পরীক্ষা ছিল। বীরভূমের সাঁইথিয়াতেও এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অভীক পাল (১৮)। অস্বাভাবিক মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের এক ছাত্রের। মৃতের নাম আবদুল আজিজ আমন (২৩)। বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে। শুক্রবার রাতে মেচেদা স্টেশনের রেললাইন থেকে দেহ উদ্ধার হয়।

রাস্তা অবরোধ
প্রতিবেশীর বাড়িতে ‘অসামাজিক’ কাজকর্মের অভিযোগ জানাতে যাওয়া ১২ জন মহিলাকে থানায় আটকে রাখা নিয়ে শনিবার তুলকালাম বাধল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার বেড়াচাপা-গড়পাড়ায়। পুলিশের বিরুদ্ধে মহিলাদের হেনস্থা করার অভিযোগে রাত পর্যন্ত বেড়াচাপা-হাড়োয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত র্যাফ নামাতে হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.