|
|
|
|
বর্ষপূর্তিতেও কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা একটা সময় ছিল বামপন্থীদের বাঁধা বুলি। বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত বইয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই স্মৃতি উস্কে দিলেন। তিন বছরের জন্য ঋণের সুদ নেওয়া মুলতুবি রাখার ঘোষণা সহ-বেশ কয়েকটি বিষয়ে কেন্দ্রীয় অসহযোগিতার অভিযোগ তুলে বেশ কিছু দিন ধরেই সরব ছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার লিখিত ভাবে তাঁর তীব্র অসন্তোষের কথা জানিয়ে দিলেন তিনি।
রাজ্যের ঘাড়ে চেপে বসা বিপুল পরিমাণ আর্থিক বোঝার হাত থেকে বাঁচার জন্য তিন বছর সুদ নেওয়া মুলতুবি রাখতে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে নতুন সরকার। মমতার কথায়, ‘আমরা কোনও রকম অসাংবিধানিক বা অভূতপূর্ব দাবি জানাচ্ছি না। ঋণগ্রস্ত কোনও কোনও রাজ্য সরকারকে এই ধরনের রেহাই দেওয়ার পূর্ব দৃষ্টান্ত আছে আমাদের দেশে’। বইয়ে তিনি লিখেছেন, ‘আমাদের দুর্ভাগ্য, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তরে বারে বারে আলোচনা করা সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত কোনও সুবিচার পাইনি। পেলেও কবে পাব, কতটা পাব, বা আদৌ পাব কি না, সে সম্পর্কে এখনও পর্যন্ত আমাদের স্পষ্ট ধারণা নেই। অতএব যে তিমিরে এক বছর আগে আমরা প্রবেশ করেছিলাম, সেই আর্থিক আঁধার এখনও এতটুকুও কাটেনি। পূর্বসূরির (পড়ুন বামফ্রন্ট সরকার) তৈরি করা অরাজকতা আর কেন্দ্রের বধির কর্ণযুগলের মাঝখানে থেকেই আমাদের দিন অতিবাহিত করতে হচ্ছে। কঠিন থেকে কঠিনতম হচ্ছে রোজকার চ্যালেঞ্জ। এই ভবিতব্যকে শিরোধার্য করেই আমাদের বের করকে নিতে হচ্ছে এগিয়ে চলার পথ’।
এই বইয়েই অবশ্য মুখ্যমন্ত্রী ‘সবিনয়ে’ দাবি করেছেন, ‘প্রায় প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের লক্ষ্যমাত্রা পেরিয়ে যেতে সক্ষম হয়েছি। এই অল্প সময়ে আমাদের প্রাক্-নির্বাচনী প্রতিশ্রুতি রূপায়ণে আমরা একশো শতাংশ সফল হয়েছি। এই বই আমাদের সকলের কর্মযজ্ঞের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও প্রামাণ্য দলিল।’ তবে বাম আমলের ‘ব্যর্থতা’ এবং মাত্র এক বছরের সময়সীমাকে দেখে তাঁর সরকারের কর্মযজ্ঞের মূল্যায়ন করার অর্থ ‘সত্যকে বিকৃত করার নামান্তর’ হবে বলেও মনে করেন মমতা। তাঁর সরকারের সব কৃতিত্বও একা তাঁকে দেওয়াটা উচিত নয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে ১৫০ পাতার বই। পরিবর্তনের এক বছরে সরকারের বিভিন্ন দফতরের ‘সাফল্য’ তুলে ধরতে এ দিন মিলনমেলা প্রাঙ্গণে বর্ষপূর্তির উৎসবে যে বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, তার নাম রাখা হয়েছে ‘প্রত্যাশা থেকে প্রাপ্তি’। ঝাঁ-চকচকে ছাপা, লেখার সঙ্গে তথ্য আর রেখাচিত্রের মিশেলে সরকারের এই নতুন সংস্করণে যা দাবি করা হয়েছে, তার সঙ্গে বাস্তবের মিল কতটা, তাই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সাফল্যের প্রচারে নতুন সরকার ১০০ এবং ২৪০ দিনের মাথায় আগে যে দু’টি বই প্রকাশ করেছিল, গুণগত মান আর পেশাদারিত্বের ছোঁয়ায় ‘একসঙ্গে এক বছর’-এর উপস্থাপনা নিঃসন্দেহে অনেক বেশি আকর্ষণীয়। বইটির দাম করা হয়েছে ১০০ টাকা। |
|
|
|
|
|