সম্পাদকীয়...
শবরীর প্রতীক্ষা
নির্বাচনে জয়ী হইয়া ক্ষমতায় আসিবার প্রথম এক বছরকে মধুচন্দ্রিমার কাল বলিয়া অভিহিত করিবার রীতি সুপ্রচলিত। কথাটির সরলার্থ: সুসময়। সত্য বটে। সফল নায়ক (বা নায়িকা) ‘আজ আমি জয়ী’ বলিয়া গদিস্থিত হইয়াছেন, হাতে নূতন রাজদণ্ড (বা রানিদণ্ড), পরবর্তী নির্বাচন দীর্ঘ পাঁচ বছর পরে সে বড় সুখের সময়। সত্য বলিতে কী, সেই সুখ মধুচন্দ্রিমা অপেক্ষা কিঞ্চিৎ অধিক বাস্তব। বিশেষত, মধুচন্দ্রিমায়, আর যাহাই থাকুক, স্বাধীনতার কণামাত্রও নাই গাঁটছড়াটিকে যে অবধি মধুর বলিয়া মনে হয়, সেই অবধিই সুখের পরিসীমা। অন্য দিকে, আপাতত ভোটচিন্তা হইতে মুক্ত নূতন প্রশাসক অন্তত কিছু কাল স্বাধীনতা ভোগ করিয়া থাকেন। বস্তুত, এই স্বাধীনতার সদ্ব্যবহার করিতে প্রশাসক কতটা সক্ষম হইলেন, জনমনোরঞ্জনের তোয়াক্কা না করিয়া দেশের তথা রাজ্যের দীর্ঘমেয়াদি উন্নতির স্বার্থে কতটা বলিষ্ঠ ও অপ্রিয় সিদ্ধান্ত লইতে পারিবেন, তাহার উপরেই প্রথম এক বছরের মহিমা নির্ভর করে। ইহার পরে আগামী ভোটের ছায়া পড়িতে থাকিবে, আগামী ক্রমে আসন্ন হইবে, ছায়া ক্রমে দীর্ঘতর হইবে, জনমনোরঞ্জনের তাগিদ ক্রমে সর্বগ্রাসী হইবে। প্রশাসকের স্বাধীনতা তাহার কৃষ্ণপক্ষে প্রবেশ করিবে। সেই অর্থে, আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁহার সরকারের শুক্লপক্ষের শেষ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার বলিয়াছেন, এক বছরে তাঁহার সরকার বিস্তর কাজ করিয়াছে। সেই কাজের হিসাব লইয়া আরও বিস্তর সওয়াল-জবাব চলিয়াছে। স্বাভাবিক, বাঙালির কথা তো ফুরায় না। কাজের হিসাব নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু মৌলিক প্রশ্নটি হিসাবের নয়, মানসিকতার। বিরোধী নেত্রী হিসাবে অসামান্য সাফল্যের অধিকারিণী মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্য প্রশাসক হিসাবে সফল হইয়াছেন? নেতি-নির্ভর বিরোধিতার রাজনীতি হইতে তিনি কি ইতি-নির্ভর মানসিকতায় উত্তীর্ণ হইয়াছেন? জনমনোরঞ্জনের সহজ পথ ছাড়িয়া উন্নয়নের কঠিন সাধনায় ব্রতী হইয়াছেন? উত্তর সম্পূর্ণ সন্তোষজনক নহে। কিছু কিছু ক্ষেত্রে শুদ্ধির প্রচেষ্টা দেখা গিয়াছে, আত্মশুদ্ধিরও। শিক্ষায় দলীয় এবং সরকারি হস্তক্ষেপের সর্বগ্রাসী আলিমুদ্দিন-পন্থা হইতে সরিয়া আসিবার কিছু লক্ষণ মিলিতেছে। জেলা ও নিম্নতর স্তরের প্রশাসনকে তৎপর ও কর্মঠ করিয়া তুলিবার একটি আশাব্যঞ্জক উদ্যোগ শুরু হইয়াছে। বিভিন্ন সরকারি দফতরের কাজের মূল্যায়নের ধারাবাহিক উদ্যোগ চলিতেছে। এমনকী জমি নীতির ক্ষেত্রেও প্রাথমিক ‘জেদ’ শিথিল করিবার কিছু সুলক্ষণ মিলিয়াছে। আপাতত এইটুকুই ভরসা। কিন্তু শুধু এই আংশিক ভরসার উন্মেষ ঘটিতেই এক বছর অতিক্রান্ত হইলে প্রকৃত পরিবর্তন ঘটিতে তো একটি শতাব্দীর প্রয়োজন হইবে, তত সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকিতে পারে, পশ্চিমবঙ্গের আছে কি? চৌত্রিশ বছরের জগদ্দল শাসনের অবসান ঘটাইবার পরে স্থিত হইতে হয়তো কিছু বাড়তি সময় লাগে, সেই হিসাবে নূতন সরকারের শুক্লপক্ষ হয়তো আরও এক বছর চলিতে পারে, কিন্তু আর বিলম্ব নয়। জননেত্রী এই বার প্রশাসক হউন। পশ্চিমবঙ্গ প্রতীক্ষায়। শবরীর প্রতীক্ষা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.