 |
 |
হাসিনা বানু। দশম শ্রেণি,
কল্যাণনগর বিদ্যাপীঠ |
নারগীস সুলতানা। দশম শ্রেণি,
কল্যাণনগর বিদ্যাপীঠ |
|
চয়নিকা বিশ্বাস। সপ্তম শ্রেণি, কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় |
 |
 |
অরুণিমা মণ্ডল। সপ্তম শ্রেণি,
চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির |
অম্লান মজুমদার।
অষ্টম শ্রেণি,
দুর্গাপুর পাবলিক স্কুল |
|
তানিয়া আকতার। দশম শ্রেণি, কল্যাণনগর বিদ্যাপীঠ |
 |
 |
অসিত বর্মন। সপ্তম শ্রেণি,
কল্যাণনগর বিদ্যাপীঠ |
সায়ন মণ্ডল। দশম শ্রেণি,
বর্ধমান পুর উচ্চ বিদ্যালয় |
|
জিনিয়াস জিন্দাবাদ
তোমরা যখন এর পরের জিনিয়াস জিন্দাবাদ পড়বে, তখন নিশ্চয়ই ঝমঝমিয়ে বৃষ্টি থাকবে।
আর বৃষ্টি মানেই তো প্যাচপেচে কাদা। সেই কাদা অন্যের গায়ে না ছুড়ে, তোমরা বরং এক কাজ করো।
ভেবে ফেলো, ওই কাদা দিয়ে তুমি এমন কী বানাতে পারো, যা মানুষের কাজে লাগবে। যাতে
অন্যের
উপকার হবে। সেটা হতে পারে খুব ছোট কিছু, আবার বিরাট কোনও জিনিসও হতেই পারে।
তোমার
ভাবনা লিখে পাঠিয়ে দাও ৯ জুনের মধ্যে।
খামের উপর লেখো
জুন-এর জিনিয়াস জিন্দাবাদ,
রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১ |
|