টুকরো খবর
এত ড্র দেখে বিরক্ত হলেন কাসপারভও
মাত্র ২৫ চালে আরও একটা ড্রয়ের পরে আনন্দ-গেলফাঁ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ গেমটা কাটাছেঁড়া করতে গিয়ে চমকে উঠলাম গ্যারি কাসপারভকে কমেন্ট্রি করতে দেখে! অন্য অনেকে থাকলেও কাসপারভ আলাদা ব্যাপার। এত ড্র গেম দেখে তিনি হতাশ এবং মনে করছেন, যত ড্র হবে তত সুবিধে গেলফাঁর। হয়তো গুটিয়ে থাকার স্ট্র্যাটেজি থেকেই প্রতিপক্ষকে একটা ঝটকা দেবেন গেলফা। আর তাতেই বাজিমাত হবে। আনন্দও অসাধারণ প্রস্তুতির জন্য কাসপারভের প্রশংসা পেল। কিন্তু আনন্দের এ বারে মানসিকতা আর হালকা চালে খেলা কাসপারভের পছন্দ হচ্ছে না। আমি কিন্তু এখনও মনে করি, বারোটা গেমই যদি ড্র হয়ে টাইব্রেকারে যায় ম্যাচ, তা হলে র্যাপিড চেসে আনন্দ যে কোনও দিন গেলফাঁর চেয়ে অনেক এগিয়ে। কাসপারভও তো বলেছেন দেখলাম, আনন্দ পিছিয়ে পড়লেও সমতায় ফিরে আসতে পারে, যেটা গেলফাঁ হয়তো পারবে না। বিপক্ষের ভাল পজিশনকে আনন্দের অকেজো করে দেওয়ার ক্ষমতাও কাসপারভের নজর কেড়েছে। যেমন এ দিনই সাদা ঘুটিতে গেলফাঁ কুইন্স পন ওপেনিং করলে আনন্দ চিরাচরিত স্লাভ ডিফেন্স নিল। কিন্তু ১৪ নম্বর চালে নিজের একটা বোড়ে খাইয়ে একটা নতুন চাল দিয়ে বিপক্ষকে হতাশ করে দিল। আরও ১১ চাল পর গেলফাঁর ড্র মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না।

দিন্দাদের উত্তরসূরি খুঁজতে এলেন পাটিল
বাংলা থেকে রণদেব বসু, অশোক দিন্দা, সামি আহমেদের পর কে? উত্তর খুঁজতে শহরে এলেন সন্দীপ পাটিল। ঠিক হল, ব্যাটসম্যান নয়। দরকার বোলার। স্পিন হোক বা পেস। পেসারের ক্ষেত্রে পাটিল মাপকাঠি ঠিক করেছেনঘণ্টায় অন্তত ১৩০ কিমি গতি। স্পিনারের ক্ষেত্রে সন্দীপের বক্তব্য, মুরলী বা সুনীল নারিন না হলেও চলবে। কিন্তু সঠিক অ্যাকশন মেনে বল ঘোরানোর ক্ষমতা চাই। আজ, শনিবার ইডেনে শুরু হচ্ছে বোর্ডের ‘ট্যালেন্ট হান্ট’ প্রোগ্রাম। আবেদন পড়েছে দু’হাজার। দু’দিনের শিবির। বাছাইদের পাঠানো হবে জাতীয় অ্যাকাডেমিতে। পাটিল বলছিলেন, “বাংলা থেকে সৌরভের পর মনোজ, দিন্দারা উঠে এসেছে। ওদের মতো আরও প্রতিভাকে তুলে আনতে চাই।” পাশাপাশি এ দিন সিএবি-র সাব-ডিভিশন কোচিং ক্যাম্পের উদ্বোধনও করলেন পাটিল। বললেন, “যে সিদ্ধান্ত সিএবি নিয়েছে, তাকে সম্মান জানাতেই হবে।”

অলিম্পিকে মেরি কম
একমাত্র ভারতীয় মহিলা বক্সার হিসেবে লন্ডন অলিম্পিকে নামার যোগ্যতা পেলেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম। লন্ডন অলিম্পিকেই প্রথম বার মেয়েদের বক্সিং হবে। তিন বিভাগে লড়াই ৫১ কেজি, ৬০ কেজি এবং ৭৫ কেজি। মেরি কম অংশ নেবেন ৫১ কেজি বিভাগে।

ফাইনালে স্পোর্টিং
সাত বছর পর সিএবি লিগের ফাইনালে স্পোর্টিং ইউনিয়ন। শুক্রবার সেমিফাইনালে বিএনআরকে ২৪০ রানে হারাল তারা। প্রথমে ব্যাট করে স্পোর্টিং তোলে ৪৮৩। জবাবে বিএনআর শেষ ২৪৩ রানে। স্পোর্টিংয়ের সোহম ঘো তিন উইকেট তোলেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.