বাঁদর নিয়ে খেলা, আটক মাদারিকে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
বাদরের খেলা দেখানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করে বন দফতরের হাতে দিলেন রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠন উত্তর দিনাজপুর ‘পিপল ফর অ্যানিম্যাল সোসাইটি’র সদস্যরা। শুক্রবার সম্পাদক গৌতম তাঁতিয়ার নেতৃত্বে সদস্যরা রায়গঞ্জের নলপুকুর এলাকা থেকে বাদর সহ নদিয়ার বাসিন্দা রবিউল শেখ নামে ওই ব্যক্তিকে আটক করেন। গৌতমবাবু বলেন, “ওই ব্যক্তি বাদর বেঁধে রেখে খেলা দেখাচ্ছিল।” |
পরিবেশ-মামলা নিয়ে শুনানি |
পরিবেশ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি হচ্ছে না দীর্ঘ দিন। পাশাপাশি, যে কোনও রকমের জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দীর্ঘ দিন ঝুলে রয়েছে। সপ্তাহে দু’দিন পরিবেশ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানির জন্য হাইকোর্টে অন্তত তিনটি ডিভিশন বেঞ্চ গড়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। শুক্রবার পাঠানো ওই চিঠিতে সুভাষবাবু জানান, আগে হাইকোর্টে পরিবেশ সংক্রান্ত জনস্বার্থ মামলার নিয়মিত শুনানি হত। কয়েক বছর ধরে ওই সব মামলা নিয়মিত তালিকাতেও থাকছে না, শুনানিও হচ্ছে না। অন্য দিকে, হাইকোর্ট যে সব নির্দেশ দিচ্ছে রাজ্য সরকার সেগুলি কার্যকরও করছে না। |
সর্পদষ্ট হয়ে মৃত্যু যুবকের |
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার বাসিন্দা উজির খান (৩৭) নামে ওই যুবক ঘুমের মধ্যে সর্পদষ্ট হন। আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। |