|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
দক্ষতার দৃষ্টান্ত নতুন ভাবনায় |
মৃণাল ঘোষ |
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের ছাত্রছাত্রীদের কাজের বার্ষিক প্রদর্শনী হল সম্প্রতি টাউন হলের প্রদর্শনী কক্ষে। নতুন ভাবনা ও আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন অনেক উদীয়মান শিল্পী। তপনকুমার মহারাণার শুকনো পাতায় তৈরি ভাস্কর্যটি অভিনবত্বের অসামান্য দৃষ্টান্ত। নজর কাড়ে ঈষিতা চক্রবর্তীর ‘সেভ টাইগার’ শীর্ষক পোস্টারধর্মী কাজটিও। আলোকচিত্র হিসেবে রাম ঘোষের ‘রিফ্লেকশন’ বিশেষ উল্লেখযোগ্য। লুনাকা সম্পথ-এর পেনসিল ও ওয়াশে আঁকা চায়ের দোকানের দৃশ্যটি স্বাভাবিকতার আঙ্গিকে দক্ষতার দৃষ্টান্ত। এ রকম আরও অনেক ভাল কাজ ছিল প্রদর্শনীতে। |
|
প্রদর্শনী চলছে
সিমা: সঞ্জীব, সন্তোষ, তুষার প্রমুখ ৩০ জুন পর্যন্ত।
মাইরেজ গ্যালারি: ‘এক্সপ্রেশনস’ কাল শেষ।
তাজ বেঙ্গল: বিদুলানাথ ২১ পর্যন্ত।
ইমামি চিজেল: ‘সামার রাইমস’ ২২ মে পর্যন্ত।
অ্যাকাডেমি: পুষ্পিতা ২২ মে পর্যন্ত।
অনন্যা ভট্টাচার্য ২২ মে পর্যন্ত।
অভ্র চৌধুরী ২২ মে পর্যন্ত।
সুশান্ত, শুভেন্দু প্রমুখ ২২ মে পর্যন্ত। ‘হারমোনি’ ২২ মে পর্যন্ত।
সঞ্জয় দে ২৯ মে পর্যন্ত।
পরেশ, প্রদীপ প্রমুখ ২৯ মে পর্যন্ত।
সঞ্জয়, কল্যাণ প্রমুখ ২৯ মে পর্যন্ত।
শ্রীআর্ট গ্যালারি: ‘সামার শো’ ২৮ মে পর্যন্ত। |
|
|
|
|
|