অফিসের ব্যস্ত সময়ে হাওড়া সেতুর মুখে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি ট্যাক্সি। শুক্রবার সকাল ১০টা নাগাদ এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় হাওড়া স্টেশন সংলগ্ন জি আর রোড এলাকায়। পুলিশ জানায়, ট্যাক্সিটি হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। আগুন লাগলে ট্যাক্সির দু’জন যাত্রীই অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। দমকলের দু’টি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তবে তার আগেই ট্যাক্সিটি সম্পূর্ণ পুড়ে যায়। পুলিশের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে।
|
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন জোট সরকার যদি সরকারি অফিসে কর্মী সংকোচনের চেষ্টা করে, তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন শরিক কংগ্রেসের বিধায়ক অসিত মিত্র। শুক্রবার খাদ্য ভবনে আইএনটিইউসি অনুমোদিত কর্মী সংগঠনের তরফে জোট সরকারের প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে এক অনুষ্ঠানে অসিতবাবু বলেন, “নতুন সরকারের আমলে নভেম্বর মাসে অর্থ দফতর বিভিন্ন দফতরে একটি নির্দেশ পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, ‘নো-ওয়ার্ক, নো-পে’ ভিত্তিতে গ্রুপ সি ও গ্রুপ ডি-র যে কর্মীরা কাজ করছেন তাঁদের দায়িত্ব সরকার আর নেবে না। আমরা ওই নির্দেশ অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। না হলে আন্দোলনে নামব।” ওই সংগঠনের সম্পাদক সমীর সেন বলেন, “রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২০ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে।”
|
আকাশে ওড়ার পরেই বাতানাকূল ব্যবস্থা বিকল হওয়ায় জরুরি অবতরণ করল একটি বিমান। ৬৫ জন যাত্রী নিয়ে শুক্রবার দুপুরে কলকাতা থেকে ঢাকা যাচ্ছিল বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারের উড়ান। দুপুর ১২টা ৫৬ মিনিটে ওড়ে সেটি। বাতানুকূল ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় ১টা ৮ মিনিটে বিমানটি আবার কলকাতায় ফিরে জরুরি অবতরণ করে। বিমান সারিয়ে ৪টে ৫০ মিনিটে সেটি ঢাকা উড়ে যায়। তত ক্ষণে অবশ্য ৫ জন যাত্রী তাঁদের টিকিট বাতিল করে দেন।
|
এক সংস্থার ট্রেডমার্ক নকল করে বল বিয়ারিং বিক্রির অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বৃহস্পতিবার নেতাজি সুভাষ রোড, মহাত্মা গাঁধী রোড, বড়বাজার এবং হেয়ার স্ট্রিট থানার বেশ কিছু দোকানে তল্লাশি চালিয়ে এক কোটি টাকার নকল বল বিয়ারিং বাজেয়াপ্ত হয়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডেপুটি কমিশনার দেবব্রত দাস শুক্রবার জানান, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা কেউ দোকান-মালিক, কেউ দোকানের ম্যানেজার, কেউ ডিলার।
|
আগামী রবিবার, ২০ মে দুপুর ২টোর পরিবর্তে সকাল ৭টা থেকেই চলবে মেট্রো। শুক্রবার মেট্রো রেল কর্তৃপক্ষ জানান, ওই দিন সিভিল সার্ভিস পরীক্ষা আছে। সে জন্যই এই ব্যবস্থা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে মেট্রো কর্তৃপক্ষকে ওই দিন সকাল থেকে ট্রেন চালাতে অনুরোধ করা হয়েছিল।
|
ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর জেরে শুক্রবার কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকল শিয়ালদহ দক্ষিণ শাখায়। পূর্ব রেল সূত্রে খবর, দুপুর ১২টা নাগাদ শিয়ালদহ ও পার্ক সার্কাসের মাঝে আপ লাইনে এক ব্যক্তি কাটা পড়েন। তাঁর বয়স ৩০-৩৫ বছরের মধ্যে। পুলিশ এসে দেহটি উদ্ধার করার পরে ফের ট্রেন চলাচল শুরু হয়। এর জেরে এ দিন তিনটি ট্রেন দেরিতে চলেছে। |