টুকরো খবর
বিমা-কর্তাকে ধরার নির্দেশ আদালতের
ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় বিমা সংস্থার এক কর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন বিচারক। দুর্ঘটনা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বনানী চক্রবর্তী শুক্রবার এই নির্দেশ দেন। ১৮ জুন পরবর্তী শুনানির দিন ওই সংস্থার ডিভিশনাল ম্যানেজারকে যাতে ট্রাইব্যুনালের সামনে হাজির করানো হয়, তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। ২০০৮ সালের ২১ অগস্টের ঘটনা। মৃতের পরিবারের আইনজীবী মানস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই দিন বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম জলেশ্বরতলার কাছে একটি ট্রেলারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত ঝাড়খন্ডের গারোয়াল থানার বনগিসী গ্রামের বাসিন্দা বসন্ত পান্ডের মৃত্যু হয়। এর পরে ক্ষতিপূরণের টাকা পেতে মৃতের স্ত্রী সন্ধ্যাদেবী বর্ধমানের দুর্ঘটনা সংক্রান্ত ওই ট্রাইব্যুনালে মামলা করেন। সন্ধ্যাদেবী ও পরিবারের অন্যান্য সদস্যদের ৬০ দিনের মধ্যে মোট ৬ লক্ষ ৮২ হাজার ১০৪ টাকা দিতে বিমা সংস্থাকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। কিন্তু পরিবারের সদস্যেরা তা পাননি। বিমা সংস্থাকে বার বার ওই টাকা মিটিয়ে দিতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এমনকী বিমা সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে মৃতের পরিবারকে দিতেও নির্দেশ দেওয়া হয়। তবু তাঁরা ক্ষতিপূরণের টাকা পাননি। শেষে শুক্রবার ট্রাইব্যুনাল এই গ্রেফতারি পরোয়ানা জারি করল।

বিদ্যুতের কল সেন্টারে ক্ষোভ
সময় মতো বেতন না মেলায় ক্ষুব্ধ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির বর্ধমান জোনাল কল সেন্টারের কর্মীরা। তাঁদের অভিযোগ, প্রতি মাসে ১০ তারিখের মধ্যে বেতন দেওয়া হবে বলে তাঁদের নিয়োগকারী বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছিল বিদ্যুৎ বণ্টন কোম্পানি। কিন্তু প্রতি মাসেই তা নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। বর্ধমান ও বীরভূম মিলিয়ে মোট ২৪৪ জন কল সেন্টার কর্মী ভুক্তভোগী। শুক্রবার কোম্পানির বর্ধমান-বীরভূমের জোনাল ম্যানেজার স্বপনকুমার দে-র কাছে স্মারকলিপি দেন তাঁরা। স্বপনবাবু বলেন, ‘‘রাজ্যে পাঁচটি জোনেই কল সেন্টারের কর্মীরা কয়েক মাস ধরে নির্দিষ্ট দিনে বেতন পাচ্ছেন না। সম্প্রতি আমরা কল সেন্টারগুলির ঠিকাদার বদলেছি। নতুন ঠিকাদার সংস্থা ব্যাঙ্কের কিছু সমস্যায় নির্দিষ্ট সময়ে বেতন দিতে পারছে না। বৃহস্পতিবার শিলিগুড়ি কল সেন্টারের কর্মীরা বেতন পেয়েছেন। বর্ধমানের কর্মীদের এ দিনই বেতন দেওয়ার কথা ছিল। সম্ভবত শনিবারই তা মিলবে।” ঠিকাদার সংস্থার সিনিয়র রিজিওনাল ম্যানেজার সঞ্জয় সেনগুপ্ত বলেন, ‘‘রাজ্যে পাঁচটি জোনের মধ্যে বর্ধমান ও মেদিনীপুর ছাড়া সর্বত্রই কল সেন্টার কর্মীরা বেতন পেয়ে গিয়েছেন। মোট ১,৫৩৪ জন কর্মীর বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকায় সমস্যা দেখা দিয়েছে। আমরা চাইছি, একটি ব্যাঙ্কের মাধ্যমে বেতন দিতে। আগামী মাসে ব্যবস্থা হবে।”

সমবায় ভোট নিয়ে তৃণমূলে ফের গোষ্ঠীদ্বন্দ্ব
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ঋণদান সমিতির ভোটে লড়াই করবে তৃণমূলের দু’টি গোষ্ঠী। শুক্রবার ছিল এই ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সময়সীমা পার হওয়ার পরে দেখা যায়, ৪৭টি আসনের সব ক’টিতেই প্রার্থী দিয়েছে তৃণমূল প্রভাবিত দুই সংগঠন ‘বর্ধমান বিশ্ববিদ্যালয় শিক্ষাবন্ধু সমিতি’ ও ‘বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতি’। সব আসনে প্রার্থী দিয়েছে বামপন্থী কর্মচারীদের সংগঠন ‘শিক্ষা গণতন্ত্রীকরণ সংস্থা’ও। একই রাজনৈতিক দলের সমর্থক হয়েও পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেওয়া প্রসঙ্গে ইউনিভার্সিটি কর্মচারী সমিতির নেতা শৈলেন্দ্রনাথ ঘোষের দাবি, ‘‘একমাত্র আমরাই আইএনটিটিইউসি অনুমোদিত সংগঠন। তবে দলের অন্য গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করেই প্রার্থী দিতে চেয়েছিলাম আমরা। ওরা তাতে রাজি না হওয়ায় আলাদা ভাবে লড়তে হচ্ছে।” পক্ষান্তরে, শিক্ষাবন্ধু সমিতির নেতা সাধন দত্ত, সীতারাম মুখোপাধ্যায়দের দাবি, “ওই সংগঠনটির কোনও সমর্থনই নেই। তাই তাঁদের প্রার্থী দিতে দেওয়া হয়নি। এই নির্বাচনে আমরাই জিতব।” তৃণমূলের দুই গোষ্ঠীই সব আসনে প্রার্থী দেওয়ায় খুশি বামপন্থী কর্মচারীরা। তাঁদের সংগঠনের নেতা বুদ্ধদেব মণ্ডল, আকাশ চট্টোপাধ্যায়দের দাবি, “টানা ৩৬ বছর আমরা এই সমবায়ের ক্ষমতায় রয়েছি। এ বারও আমাদের জয় নিয়ে কোনও সংশয় নেই।”

জোড়া খুনে দু’টি নাম বাদ দেওয়ায় প্রশ্ন
বর্ধমানের প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা এবং ওই দলেরই নেতা কমল গায়েন হত্যার তদন্তে সিআইডি নিরপেক্ষ নয় বলে অভিযোগ উঠল। এফআইআরে নাম থাকা সত্ত্বেও তিন অভিযুক্তকে তদন্তকারী অফিসার কী ভাবে চার্জশিট থেকে বাদ দিলেন, শুক্রবার সেই প্রশ্নও ওঠে কলকাতা হাইকোর্টে। ওই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে উচ্চ আদালতে। সেই জনস্বার্থের মামলায় আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় এ দিন হাইকোর্টে বলেন, সিআইডি যে নিরপেক্ষ তদন্ত করছে না, তার প্রমাণ আছে। যে-ভাবে এফআইআরে নাম থাকা অভিযুক্তের নাম এ ভাবে চার্জশিট থেকে বাদ দেওয়া যায় না। তা করতে পারে শুধু আদালত। তদন্তকারী অফিসারের ‘মুভমেন্ট ডায়েরি’ এবং তদন্তের জেনারেল ডায়েরি হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। কিন্তু এ দিন তা জমা পড়েনি। তবে সরকারের পিপি দেবাশিস রায় আদালতে দু’টি রিপোটর্র্ জমা দেন। জনস্বার্থের মামলার আইনজীবী সুব্রতবাবু এ দিনই তাঁর বক্তব্য শোনার আর্জি জানান। অন্য জনস্বার্থের মামলার আইনজীবী বিকাশ ভট্টাচার্য অবশ্য মামলাটির পরবর্তী শুনানি ৮ জুন করতে আবেদন জানান। ডিভিশন বেঞ্চ জানায়, ৮ জুন শুনানি হবে।

হাসপাতালে অভিযুক্ত
আদালতে হাজির করানোর আগেই হাসপাতালে ভর্তি করাতে হল অভিযুক্তকে। কাটোয়ার কাছারিপাড়ায় গৃহকর্ত্রী বিজলি দাসকে (৫৩) খুনের অভিযোগে ধৃত অশোক দাসকে শুক্রবার সকালে প্রথমে শারীরিক পরীক্ষার জন্য কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে তিনি দাবি করেন, “আমি নির্দোষ। প্রকৃত অপরাধীকে আড়াল করতেই আমাকে ফাঁসানো হয়েছে।” গত ১৬ মার্চ রাত সাড়ে ৯টা নাগাদ কাছারি পাড়ায় নিজের বাড়িতেই মৃতদেহ মেলে বিজলিদেবীর। এর পর থেকে দফায় দফায় জেরা করা হয় অশোকবাবু, বিজলিদেবীর ছেলে সন্দীপ এবং জামাই মিঠু মণ্ডলকে। কুকুর এনে তল্লাশিও চলে। কিন্তু প্রমাণের অভাবে কাউকেই গ্রেফতার করা যায়নি। শেষ পর্যন্ত ঘটনার দু’মাসের মাথায় একটি সাইকেলের সূত্র ধরে অশোকবাবুকে গ্রেফতার করা হয়। কাটোয়া পুরসভার পিছনে স্কুল কম্পাউন্ড রোডের প্রথম গলিতে অশোকবাবুর নিজের বাড়ি। বৃহস্পতিবার বিকেলে সেখান থেকেই তাঁকে ধরা হয়।

প্রিমিয়ারে জয়ী দোমহানি গ্রিন
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লিগের শুক্রবারের খেলায় বিজয়ী হল দোমহানি গ্রিন। তারা দোমহানি ব্লু-কে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ব্লু দল সব উইকেট হারিয়ে ১০৩ রান করে। জবাবে গ্রিন ৩ উইকেটে হারিয়ে জয়ের রান তুলে নেয়। ৬৬ রান করে এ দিনের ম্যাচের সেরা বিজয়ী দলের সোমনাথ মুখোপাধ্যায়।

মজুরের মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক খেতমজুরের। পুলিশ জানিয়েছে, মৃত রবি রায়ের (৪৮) বাড়ি পূর্বস্থলীর চকরাহাটপুর গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি পাট খেত থেকে তাঁর দেহ উদ্ধার করে পূর্বস্থলী থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে চাঁপাহাটি গ্রামে একটি পাট খেতে কাজ করতে গিয়েছিলেন রবিবাবু। তার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিন সন্ধ্যায় স্থানীয় লোকজন খবর পান, খেতেই রবিবাবুর মৃতদেহ পড়ে রয়েছে।

হারল আরইউসি
ভ্রাতৃ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় বিজয়ী হল ঠাকুরপুকুর এসসি। তাঁরা আমবাগান তারকাঁটা মাঠে আরইউসি-কে ১-০ গোলে হারায়। এ দিনের একমাত্র গোলদাতা অবিনাশ বাদ্যকরই খেলার সেরা।

এএসআই ধরতে পরোয়ানা
বারবার শমন পাঠানো সত্ত্বেও আদালতে না আসায় এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কালনা এসিজেএম আদালত। ২০০৮ সালের ২০ ফেব্রুয়ারি বর্ধমান-নবদ্বীপ রাস্তায় বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগে পূর্বস্থলীর ডালিম শেখের বিরুদ্ধে মোটর ভেহিক্যালস আইনের নানা ধারায় মামলা দায়ের করেছিলেন শিবশঙ্কর বাউরি নামে ওই এএসআই। চালকের ড্রাইভিং লাইসেন্সও তিনি বাজেয়াপ্ত করেন। কিন্তু আদালতের শমন পেয়েও তিনি সাক্ষ্য দিতে আসেননি। গত বছর ১৬ মার্চও তাঁ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তা ফেরত এসেছিল। তা-ও তিনি হাজির হননি। বর্তমানে তিনি পাণ্ডবেশ্বর থানায় কর্মরত। বিচারক মধুমিতা রায় তাঁকে গ্রেফতার করে অবিলম্বে এজলাসে হাজির করানোর জন্য বর্ধমানের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.