টুকরো খবর
তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ
কংগ্রেসের পরে এ বার তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল দুর্গাপুরে। শুক্রবার পুরসভার ৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ছেঁড়া অবস্থায় দেখতে পান বাসিন্দারা। এই ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫ নম্বর ওয়ার্ডের কাশীরাম দাস রোডে এবং ২৮ নম্বর ওয়ার্ডের এইচএফসি বস্তিতে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু আচার্য ও দেবব্রত সাঁইয়ের সমর্থনে সম্প্রতি পোস্টার লাগায় তৃণমূল। শুক্রবার দুই ওয়ার্ডের দু’টি জায়গায় দুষ্কৃতীরা পোস্টার ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবব্রতবাবু দাবি করেন, তাঁর ওয়ার্ডে পোস্টার ছেঁড়ার সময়ে স্থানীয় তৃণমূল সমর্থকেরা এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। দেবব্রতবাবুর অভিযোগ, “সিপিএম বাইরে থেকে দুষ্কৃতীদের এনে এই কাজ করিয়েছে।” তাঁদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে সিপিএমের প্রাক্তন বিধায়ক তথা এ বারের পুরভোটে প্রার্থী বিপ্রেন্দু চক্রবর্তীর দাবি, “সিপিএম এই কাজ সমর্থন করে না। এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে। পুলিশ তদন্ত করলেই তা জানা যাবে।” পুলিশ জানিয়েছে, সুনীল বাল্মিকী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জেরা করে প্রকৃত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল এবং ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সৌরিন দাসের সমর্থনে লাগানো একাধিক ফ্লেক্স ছিঁড়ে দিয়েছিল দুষ্কৃতীরা। ৩২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী লক্ষ্মীমণি হাঁসদাকে প্রার্থীপদ তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

কয়লা-সহ ধৃত ২
অসম থেকে ঝাড়খণ্ডগামী কয়লা বোঝাই একটি লরি আটক করল দুর্গাপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে লরির চালক ও খালাসিকে। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক বীরেন্দ্র সিংহ ও খালাসি শ্রবণ সিংহ লরির কয়লা বিক্রি করার মতলব করেছিল। পুলিশের সন্দেহ হওয়ায় তারা দু’জনকে আটক করে লরির মালিকের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ জানতে পারে, বেশ কয়েক দিন ধরে মালিকের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখেনি ওই দু’জন। এর পরেই পুলিশ তাদের গ্রেফতার করে।

পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়ার চাকদোলা সেতুতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামল ঘোষ (৪২)। বাড়ি কেন্দা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে চেপে এ দিন শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।ওই সেতুতে একটি লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

প্রিমিয়ারে জয়ী দোমহানি গ্রিন
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লিগের শুক্রবারের খেলায় বিজয়ী হল দোমহানি গ্রিন। তারা দোমহানি ব্লু-কে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ব্লু দল সব উইকেট হারিয়ে ১০৩ রান করে। জবাবে গ্রিন ৩ উইকেটে হারিয়ে জয়ের রান তুলে নেয়। ৬৬ রান করে এ দিনের ম্যাচের সেরা বিজয়ী দলের সোমনাথ মুখোপাধ্যায়।

হারল আরইউসি
ভ্রাতৃ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় বিজয়ী হল ঠাকুরপুকুর এসসি। তাঁরা আমবাগান তারকাঁটা মাঠে আরইউসি-কে ১-০ গোলে হারায়। এ দিনের একমাত্র গোলদাতা অবিনাশ বাদ্যকরই খেলার সেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.