টুকরো খবর
জয়েন্টের ফল বেরোচ্ছে আজ
এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ, বৃহস্পতিবার প্রকাশিত হবে। এ দিন বেলা ৩টের পরে ওয়েবসাইট এবং এসএমএস মারফত ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। এ বার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ১৫ এপ্রিল। যে-সব ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল: http://results.banglarmukh.gov.in, www.calcuttatelephones.com, www.exametc.com, www.indiaresults.com, www.wbresults.co.in, rediff.com/exams, www.wbjeeb.in। এর মধ্যে www.exametc.com-এ প্রার্থীর রোল ও মোবাইল নম্বর নথিভুক্ত করে রাখা যাবে বলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর জানান। তা হলে ফল বেরোনোর সঙ্গে সঙ্গে এসএমএসে র্যাঙ্ক জানা যাবে। এসএমএসে ফল জানতে WBJEE লিখে স্পেস দিয়ে রোল নম্বর পাঠাতে হবে এই সব নম্বরে: ৫৭৩৩৩, ৫৬৭৬৭৫০, ৫৬৩০০, ৫৭৮২৭২৮।

গ্রামে পুলিশের ‘ভলান্টিয়ার’
গ্রামে গ্রামে মাওবাদী-সহ সন্দেহভাজনদের আনাগোনা হলে তাদের উপরে নজর রাখতে ‘গ্রাম পুলিশ ভলান্টিয়ার’ বাহিনী তৈরি করছে রাজ্য। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। স্বরাষ্ট্র দফতরের এই প্রস্তাবের মূল লক্ষ্য তৃণমূল স্তরে সন্দেহজনক কাজের উপরে নজরদারি বাড়ানো। এই উদ্দেশ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এক জন ‘গ্রাম পুলিশ ভলান্টিয়ার’ নিয়োগ করা হবে। নেওয়া হবে মোট ৩৩৫১ জন গ্রাম পুলিশ ভলান্টিয়ার। তাঁরা মাসে ২২ দিন কাজ পাবেন। দৈনিক ভাতা ৩১০ টাকা। ১৪ দিন কাজের পরে এক দিনের বিরতি। কারা কাজ পাবেন, তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বাধীন কমিটি ঠিক করবে। অবশ্য কাজ পাওয়ার জন্য কী যোগ্যতা লাগবে, তা জানানো হয়নি।

মন্ত্রীদের সময়ে পৌঁছতে নির্দেশ
সরকারের বর্ষপূর্তি উৎসবে সব মন্ত্রীকে ‘সময়মতো’ উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, ১৯ মে মিলনমেলা প্রাঙ্গণে বিকেল চারটেয় ওই অনুষ্ঠান শুরু হওয়ার কথা। মমতা বুধবার মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রীকে তা মনে করিয়ে দিয়েছেন। এবং বলেছেন পৌনে চারটের মধ্যে মিলনমেলায় পৌঁছে যেতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.