টুকরো খবর |
ঝাড়খণ্ডে জাল নোট-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
হায়দরাবাদ থেকে আসা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) সঙ্গে যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বাবলু শেখ নামে এক ব্যক্তিতে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, হাদরাবাদে জাল নোটের কারবারে যুক্ত বাবলু। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের ঝিকরহাটিতে। তার কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্র চক্রবর্তী বলেন, “হায়দরাবাদে জাল নোট কারবারে অন্যতম অভিযুক্ত বাবলু।” এ দিন বাবলুকে জঙ্গিপুর আদালতে তোলা হয়। বিচারকের নির্দেশে তাকে হায়দরাবাদ নিয়ে যাওয়া হচ্ছে।
|
পঞ্চায়েতে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পরিচয়পত্রের দাবিতে ঘণ্টা চারেক পঞ্চায়েত প্রধানের ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁতশিল্পীরা। বুধবার ধুবুলিয়া-১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পরে পুলিশ গিয়ে প্রধানকে উদ্ধার করে। অভিযোগ, “তাঁতশিল্পীদের পরিচয়পত্র অনেক দিন পঞ্চায়েত কার্যালয়ে এসে গিয়েছে। কিন্তু তা বিলি করা হচ্ছে না।” পঞ্চায়েত প্রধান তৃণমূলের চিত্ত পোদ্দার বলেন, “বিলির আগে তালিকা তৈরিতে সময় লেগেছে। কাল বিলি হবে।”
|
স্বামীকে পুড়িয়ে মারায় গ্রেফতার স্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না বলে বেশ কিছু দিন ধরেই এক সঙ্গে থাকেন না তাঁরা। সেই স্বামীকে কৌশলে শ্বশুরবাড়িতে ডেকে এনে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে। সোমবার অগ্নিদগ্ধ রাজেন্দ্র পান্ডে (৩০) নামে ওই যুবককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানেই মারা যান তিনি। তাঁর মৃত্যুকালীন জবানবন্দিতে এমনই কথা জানিয়ে গিয়েছিলেন ওই যুবক। তার ভিত্তিতেই এ দিন তাঁর স্ত্রী সুমিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাঁর শ্বশুর ধীমান পাইন পলাতক। জঙ্গিপুরের এসডিপিও উইংডেন ভুটিয়া বলেন, “ওই যুবক মারা যাওয়ার আগে পুলিশকে জানায় কীভাবে তাঁর স্ত্রী ও শ্বশুর তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে। তার ভিত্তিতেই ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।”
|
লরির ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
লরির ধাক্কায় হয়েছে বাইক চালক ও আরোহীর। আরও একজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে সুতির কানুপুর-বহুতালি রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম কেতাবুদ্দিন শেখ (৪২) ও রুমা খাতুন (৮)। বাড়ি সাদিকপুরের চাঁদমারি গ্রামে। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান কেতাবুদ্দিন। রুমাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে সেখানেই মারা যায়।
|
অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে হাজরা বিবি (২৫) নামে এক মহিলার। বুধবার তাঁর কানুপুরের বাড়ি থেকে খানিকটা দূরে রাস্তায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃতার বাবা আবদুল্লা শেখের অভিযোগ, সফিকুল রোজই মারধর করত হাজরাকে। মদত দিতেন সফিকুলের মা ও দুই বোন। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠায়। পুলিশের অনুমান, হাজরা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন।
|
|
রোদ্দুরে উড়বে ঘুড়ি। বহরমপুরে ছবিটি তুলেছেন গৌতম প্রামাণিক। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে নবম শ্রেণির এক ছাত্রের। তার নাম উৎপল বিশ্বাস (১৪)। বাড়ি মাজদিয়ায়। বুধবার সকালে রেডিও সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসাপাতালে ভর্তি করানো হলে সেখানেই মারা যায় সে।
|
অস্ত্র উদ্ধার |
রাস্তার পাশ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কৃষ্ণনগরের ঘুর্ণির পেয়াদাপাড়ার রাস্তায় পিস্তলটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলর অসিত সাহা বলেন, “মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে লরি থামিয়ে লুঠপাঠের চেষ্টা করে। স্থানীয় যুবকেরা প্রতিবাদ করলে তারা পালিয়ে যায়। তিনজন ধরাও পরে। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।” পুলিশ জানায়, তদন্ত হচ্ছে।
|
গাড়িতে আগুন |
৩৪ নম্বর জাতীয় সড়কে ধুবুলিয়ার চৌগাছার কাছে বুধবার একটি গাড়িতে আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে। আগুন লাগার কারণ বলতে পারেনি পুলিশ ও দমকল। |
|
কে শোনে কার কথা! ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়। |
|