পুরভোটে নজরবন্দি হলদিয়া
ওয়ার্ড ৭
প্রিয়ম্বদা, মঞ্জুশ্রী, তালপুকুর পূর্ব, কুমারচক নিয়ে এই ওয়ার্ড।
এ বার ভোটার ৫৩২১। বুথ ৭টি। আসনটি তফসিলি সংরক্ষিত।
তালপুকুরের কাছে পিচের রাস্তা সঙ্কীর্ণ। কুমারচকের দক্ষিণের অধিকাংশ রাস্তা মোরামের।
এলাকায় লাইন রয়েছে। তবুও অধিকাংশ বাড়িতেই টাইমকলের জল নেই।
অধিকাংশ এলাকায় পথবাতি রয়েছে। কুমারচক দক্ষিণ ও পূর্বে পথবাতি নেই।
নর্দমা আছে। ফলে নিকাশির সমস্যা নেই। খাল থাকলেও সংস্কার হয় না।
রাস্তা নিয়মিত সাফাই হয়। কিন্তু নর্দমা সপ্তাহে মাত্র একদিন সাফাই হওয়ায় দুর্গন্ধ ছড়ায়।

৭ নম্বর ওয়ার্ডে সংস্কারের অভাবে মজেছে খাল।
বিশেষ চাহিদা: বাড়ি-বাড়ি পানীয় জলের সরবরাহ।
নাগরিকের চোখে
এলাকায় কাজ কিছুটা হয়েছে। পানীয় জল সরবরাহ প্রয়োজন। কলেজ পড়ুয়া।

কাউন্সিলর বলেন
কাউন্সিলর বলেন: সাধ্যমতো কাজ করেছি। কুমারচক বন্দর এলাকার মধ্যে পড়ায় সমস্যা হয়েছে। সিপিএম।

বিরোধী মত
কাজে পক্ষপাতিত্ব হয়েছে। ভোট আসতেই জল সংযোগের ফর্ম বিলি হচ্ছে। তৃণমূল।

ওয়ার্ড ৮

সিপিটি মার্কেট, হাউসিং ও দুর্গাচক পূর্ব এলাকা নিয়ে এই ওয়ার্ড।
এ বার মোট ভোটার সংখ্যা ৩৮১৪। বুথ ৫টি।

রাস্তা ভালই। কলোনিবাজারে সরু। সিপিটি মার্কেটের বেহাল রাস্তা সংস্কার হচ্ছে সম্প্রতি।
টাইম কলের সংযোগ আছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ হয় না বলে অভিযোগ।
অধিকাংশ এলাকাতেই পথবাতি রয়েছে। পূর্বপল্লির বেশ কিছুটা এলাকা আঁধারে থাকে।
নিকাশি ব্যবস্থা ভাল নয়। সামান্য বৃষ্টিতেই সিপিটি মার্কেট ডুবে যায়।

রাস্তাঘাট সাফাই হয় নিয়মিত। কিন্তু বাজার এলাকায় জঞ্জাল জমে দুর্গন্ধ ছড়ায়।


৮ নম্বর ওয়ার্ডে আবর্জনার স্তূপ।
বিশেষ চাহিদা: সুষ্ঠু নিকাশি ব্যবস্থা। দুর্গাচক বাজার জঞ্জালমুক্ত করা।
নাগরিকের চোখে
সর্বত্র পথবাতি নেই। নিকাশি ব্যবস্থা গড়ে তোলা আশু প্রয়োজন।
ব্যবসায়ী।

কাউন্সিলর বলেন
৯০ ভাগ রাস্তার কাজ হয়েছে। তবে সর্বত্র নর্দমা করতে হবে।
সিপিএম।

বিরোধী মত
এমনিতে ভাল মানুষ। কিন্তু সার্বিক উন্নয়নে ব্যর্থ। বিপিএল তালিকায় অনিয়ম হয়েছে।
তৃণমূল।

ওয়ার্ড ৯
দুর্গাচক পশ্চিম, পাত্রপাড়া, এ -সি-জি-এফ ব্লক, পাতিখালি,
নিউ কলোনি নিয়ে ওয়ার্ড। ভোটার ৭১৫৬। বুথ ৯টি। মহিলা সংরক্ষিত।
ভোটের আগে কিছু রাস্তার সংস্কার হয়েছে। ভিতর দিকের রাস্তাগুলি এখনও বেহাল।
সংযোগ আছে, কিন্তু অধিকাংশ বাড়িতেই টাইম কলের জল আসে না। ছায়ানটের গলিতে টাইম কলও নেই।
পথবাতি রয়েছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আলো জ্বলে না অনেক সময়।
সরু নর্দমায় নিকাশি সমস্যা, কলোনি এলাকায় যা প্রকট। নিউ কলোনিতে খাল সংস্কার হয়নি।
নিয়মিত সাফাই হয় না। বিশেষ করে জঞ্জাল জমে নর্দমাগুলি রুদ্ধ।

৯ নম্বর ওয়ার্ডে চলছে রাস্তার কাজ ।
বিশেষ চাহিদা: পানীয় জল সরবরাহ ও নিয়মিত সাফাই অভিযান।
নাগরিকের চোখে
সুতোর মতো জল পড়ে। আর নর্দমা পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধ ছড়ায়।
স্কুল শিক্ষক।

কাউন্সিলর বলেন
কিছু রাস্তা সংস্কার হয়েছে। সমস্যা সব সমাধান করা যায় না। উন্নয়ন চলতেই থাকে।
সিপিএম।

বিরোধী মত
সম্পন্ন ব্যক্তিরা বিপিএল তালিকায়। আমাদের সাংসদ এখন উদ্যোগী হয়ে কাজ করছেন।
তৃণমূল।
ছবি তুলেছেন আরিফ ইকবাল খান।
তথ্য: দেবমাল্য বাগচি


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.