ওয়ার্ড ৭ |
প্রিয়ম্বদা, মঞ্জুশ্রী, তালপুকুর পূর্ব, কুমারচক নিয়ে এই ওয়ার্ড।
এ বার ভোটার ৫৩২১।
বুথ ৭টি। আসনটি তফসিলি সংরক্ষিত। |
রাস্তা কেমন |
তালপুকুরের কাছে পিচের রাস্তা সঙ্কীর্ণ। কুমারচকের দক্ষিণের অধিকাংশ রাস্তা মোরামের। |
জলের হাল |
এলাকায় লাইন রয়েছে। তবুও অধিকাংশ বাড়িতেই টাইমকলের জল নেই। |
পথবাতি |
অধিকাংশ এলাকায় পথবাতি রয়েছে। কুমারচক দক্ষিণ ও পূর্বে পথবাতি নেই। |
নিকাশি |
নর্দমা আছে। ফলে নিকাশির সমস্যা নেই। খাল থাকলেও সংস্কার হয় না। |
সাফাই |
রাস্তা নিয়মিত সাফাই হয়। কিন্তু নর্দমা সপ্তাহে মাত্র একদিন সাফাই হওয়ায় দুর্গন্ধ ছড়ায়। |
৭ নম্বর ওয়ার্ডে সংস্কারের অভাবে মজেছে খাল। |
বিশেষ চাহিদা: বাড়ি-বাড়ি পানীয় জলের সরবরাহ। |
নাগরিকের চোখে
এলাকায় কাজ কিছুটা হয়েছে। পানীয় জল সরবরাহ প্রয়োজন। -মলয় হালদার, কলেজ পড়ুয়া।
কাউন্সিলর বলেন
কাউন্সিলর বলেন: সাধ্যমতো কাজ করেছি। কুমারচক বন্দর এলাকার মধ্যে পড়ায় সমস্যা হয়েছে। -তাপসী মণ্ডল, সিপিএম।
বিরোধী মত
কাজে পক্ষপাতিত্ব হয়েছে। ভোট আসতেই জল সংযোগের ফর্ম বিলি হচ্ছে। - সৌমিত্র মণ্ডল, তৃণমূল।
|
ওয়ার্ড ৮ |
সিপিটি মার্কেট, হাউসিং ও দুর্গাচক পূর্ব এলাকা নিয়ে এই ওয়ার্ড।
এ বার মোট
ভোটার সংখ্যা ৩৮১৪। বুথ ৫টি। |
রাস্তা কেমন |
রাস্তা ভালই। কলোনিবাজারে সরু। সিপিটি মার্কেটের বেহাল রাস্তা সংস্কার হচ্ছে সম্প্রতি। |
জলের হাল |
টাইম কলের সংযোগ আছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ হয় না বলে অভিযোগ। |
পথবাতি |
অধিকাংশ এলাকাতেই পথবাতি রয়েছে। পূর্বপল্লির বেশ কিছুটা এলাকা আঁধারে থাকে। |
নিকাশি |
নিকাশি ব্যবস্থা ভাল নয়। সামান্য বৃষ্টিতেই সিপিটি মার্কেট ডুবে যায়। |
সাফাই |
রাস্তাঘাট সাফাই হয় নিয়মিত। কিন্তু বাজার এলাকায় জঞ্জাল জমে দুর্গন্ধ ছড়ায়। |
৮ নম্বর ওয়ার্ডে আবর্জনার স্তূপ। |
বিশেষ চাহিদা: সুষ্ঠু নিকাশি ব্যবস্থা। দুর্গাচক বাজার জঞ্জালমুক্ত করা। |
নাগরিকের চোখে
সর্বত্র পথবাতি নেই। নিকাশি ব্যবস্থা গড়ে তোলা আশু প্রয়োজন। -রাজু মান্না, ব্যবসায়ী।
কাউন্সিলর বলেন
৯০ ভাগ রাস্তার কাজ হয়েছে। তবে সর্বত্র নর্দমা করতে হবে। -বিমল মাজি, সিপিএম।
বিরোধী মত
এমনিতে ভাল মানুষ। কিন্তু সার্বিক উন্নয়নে ব্যর্থ। বিপিএল তালিকায় অনিয়ম হয়েছে। -প্রতীক শাসমল, তৃণমূল।
|
ওয়ার্ড ৯ |
দুর্গাচক পশ্চিম, পাত্রপাড়া, এ -সি-জি-এফ ব্লক, পাতিখালি,
নিউ কলোনি নিয়ে ওয়ার্ড। ভোটার ৭১৫৬। বুথ ৯টি। মহিলা সংরক্ষিত। |
রাস্তা কেমন |
ভোটের আগে কিছু রাস্তার সংস্কার হয়েছে। ভিতর দিকের রাস্তাগুলি এখনও বেহাল। |
জলের হাল |
সংযোগ আছে, কিন্তু অধিকাংশ বাড়িতেই টাইম কলের জল আসে না। ছায়ানটের গলিতে টাইম কলও নেই। |
পথবাতি |
পথবাতি রয়েছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আলো জ্বলে না অনেক সময়। |
নিকাশি |
সরু নর্দমায় নিকাশি সমস্যা, কলোনি এলাকায় যা প্রকট। নিউ কলোনিতে খাল সংস্কার হয়নি। |
সাফাই |
নিয়মিত সাফাই হয় না। বিশেষ করে জঞ্জাল জমে নর্দমাগুলি রুদ্ধ। |
৯ নম্বর ওয়ার্ডে চলছে রাস্তার কাজ । |
বিশেষ চাহিদা: পানীয় জল সরবরাহ ও নিয়মিত সাফাই অভিযান। |
নাগরিকের চোখে
সুতোর মতো জল পড়ে। আর নর্দমা পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধ ছড়ায়। -অরুণ সামন্ত, স্কুল শিক্ষক।
কাউন্সিলর বলেন
কিছু রাস্তা সংস্কার হয়েছে। সমস্যা সব সমাধান করা যায় না। উন্নয়ন চলতেই থাকে।-সুভাষ করণ, সিপিএম।
বিরোধী মত
সম্পন্ন ব্যক্তিরা বিপিএল তালিকায়। আমাদের সাংসদ এখন উদ্যোগী হয়ে কাজ করছেন। - হেলেন করণ, তৃণমূল।
|
ছবি তুলেছেন আরিফ ইকবাল খান।
তথ্য: দেবমাল্য বাগচি |