পাচারকারীদের কবল থেকে তিন কিশোরীকে উদ্ধার করল পুলিশ। ওই ঘটনায় গ্রেফতার হয়েছে তিন জন। পুলিশ জানায়, ধৃতদের নাম কানু ভট্টাচার্য, মায়া দাস ও মিতা দাস। পাটুলির অশোক রো এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত তারা। পুলিশ জানায়, চাকরির লোভ দেখিয়ে দক্ষিণ শহরতলির বিভিন্ন এলাকা থেকে ১৬-১৭ বছরের তিন কিশোরীকে এনে ওই বাড়িতে রাখা হয়েছিল। পাচারের আগেই পুলিশ উদ্ধার করে তাদের।
|
কয়েক জন মত্ত যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক তরুণী। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে যাদবপুরের সুকান্ত সেতুর কাছে পেশায় সাংবাদিক এক বন্ধুর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। অভিযোগ, মোটরবাইকে এসে চার যুবক তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। বাধা দিতে গেলে আক্রান্ত হন তাঁর বন্ধুও। বুধবার যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়।
|
মাসদুয়েক আগে একবালপুরে এক যুবক-খুনের ঘটনায় জড়িত অভিযোগে দু’জন গ্রেফতার হল। সোমবার রাতে, উত্তরপ্রদেশের মিরাট থেকে। বুধবার যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ জানান, ধৃতদের নাম খুরশিদ আলম ওরফে দিলীপ ও মানোয়ার আলম ওরফে শেখ চাঁদ। মূল অভিযুক্ত কানা সঞ্জয় এখনও ফেরার। ধৃত খুরশিদ তারই ভাই। মিরাট থেকে কলকাতায় আনার পরে বুধবার দুই ধৃতকে আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়। ধৃতদের ২৫ মে পর্যন্ত পুলিশি হেফাজত দেন বিচারক। এর আগে, একই ঘটনায় চার জন গ্রেফতার হয়েছিল। পুলিশ জানায়, ১০ মার্চ রাতে ময়ূরভঞ্জ রোডের বাসিন্দা আনোয়ারুল হক ওরফে লালকে গুলি করে খুন করা হয়। কানা সঞ্জয়, খুরশিদরা ওই ঘটনায় জড়িত রয়েছে বলে অভিযোগ।
|
কলকাতার বড়তলা থানা এলাকা থেকে বুধবার বিকেলে প্রচুর জাল নোট-সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম দীপক মণ্ডল ও পুষ্পেন্দ্রকুমার গুপ্ত। তাদের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ধৃতদের কাছে ১০ লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে।
|
পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত নাসির খানের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে দেয়। সরকারি আইনজীবী জামিনের আবেদনের বিরোধিতা করে জানান, ওই মামলার মূল অভিযুক্ত কাদের খান এখনও অধরা। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। এই অবস্থায় নাসিরকে জামিন দেওয়া হলে মামলাটি নষ্ট হয়ে যেতে পারে। |