তাঁতের শাড়ির ব্যাবসা বাড়াতে উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
তাঁতের শাড়ির ব্যবসা বাড়াতে ও তা সঠিক দামে ক্রেতাদের হাতে পৌঁছে দিতে উদ্যোগী হল প্রশাসন। নদিয়ার হরিনঘাটা, ফুলিয়া, কৃষ্ণনগর ও মায়াপুরে চারটি নতুন বিপণন কেন্দ্র খোলা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর, দু’কোটি টাকা ব্যায় করে বিপণনকেন্দ্রগুলি তৈরি করা হবে। জেলাশাসক অভিনব চন্দ্রা বলেন, “ফুলিয়া ও শান্তিপুরের তাঁতের শাড়ি কিনতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ আসেন। তাঁরা সঠিক দামে শাড়ি পান না। আমরা খোঁজ নিয়ে জেনেছি একই শাড়ির জন্য একেক জনের কাছ থেকে একেক রকম দাম নেওয়া হয়।” শান্তিপুর ও ফুলিয়ার তাঁতের শাড়ি তাদের নিত্যনতুন নক্সা, সূক্ষ্ন কাজ, কাপড়ের মানের জন্য বিখ্যাত। বহু মানুষ আছেন যাঁরা শুধুমাত্র তাঁতের শাড়ি কিনতেই নদিয়ায় আসেন। কিন্তু দামে কোনও নিয়ন্ত্রণ না থাকায় অনেকসময়েই খরিদ্দারেরা প্রতারিত হন। জেলাশাসক বলেন, “বাইরে থেকে এসে লোকে যাতে ঠিক দামে শাড়ি কিনতে পারেন তাই এই উদ্যোগ। খুব কম লাভেই শাড়ি বিক্রি করা হবে বিপণন কেন্দ্রগুলিতে।” ওই কেন্দ্রগুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীকে। জেলার তাঁত ব্যবসায়ীরাও খুশি এই উদ্যোগে। শান্তিপুর তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির সম্পাদক তারক দাস বলেন, “এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে যে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে দায়িত্ব দেওয়া হবে দেখতে হবে তারা যেন সঠিক হয়।”
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গ্রাহক পরিষেবা উন্নত করতে কলকাতায় ‘ইউনিয়ন এক্সপিরিয়েন্স’ নামে একটি প্রকল্প চালু করছে রাষ্ট্রায়ত্ত ইউনিয়ন ব্যাঙ্ক। তাদের দাবি, এর মাধ্যমে কম সময়ে ব্যাঙ্কের কাজ সারতে পারবেন গ্রাহক। সেল্ফ সার্ভিস পাসবুক প্রিন্টার, কিউ ম্যানেজমেন্ট সিস্টেম, চেক ডিপোজিট মেশিনের সুযোগ নিতে পারবেন তাঁরা। ১৮ মে প্রকল্পটি চালু হবে। সূচনা করবেন ব্যাঙ্কের সিএমডি দেবব্রত সরকার। চালু হবে সল্টলেক সিটি শাখায়। এই শাখার চিফ ম্যানেজার পার্থসারথি মজুমদারের দাবি, ইতিমধ্যে দেশের ১০৫টি শাখায় তা চালু হয়েছে। কলকাতায় এই প্রথম। এই শাখার চিফ ম্যানেজার পার্থসারথি মজুমদারের দাবি, ইতিমধ্যে দেশের ১০৫টি শাখায় তা চালু হয়েছে। কলকাতায় এই প্রথম।
|
শেয়ারের মূল্যবন্ধনী পরিবর্তনের পাশাপাশি, আরও বেশি সংখ্যক শেয়ার বাজারে আনার সিদ্ধান্ত নিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরও প্রায় ৮.৪০ কোটি শেয়ার বাজারে ছাড়বে মার্কিন সংস্থাটি। মোট শেয়ারের পরিমাণ হবে ৪২.১৪ কোটি। আগে মূল্যবন্ধনী ২৮-৩৫ ডলার থাকলেও এখন তা হবে ৩৪-৩৮ ডলার। ১৮ মে তা বাজারে আসতে পারে বলে ইঙ্গিত। পরিমাণের তুলনায় কয়েক গুণ বেশি আবেদন জমা পড়বে বলেই ধারণা।
|
রাজারহাটে জমি বিক্রি বৈদ্যুতিন নিলামে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজারহাটে জমি বিক্রিতে স্বচ্ছতা আনতে নয়া পদক্ষেপ করছে রাজ্য। ‘ই-অকশন’ বা বৈদ্যুতিন নিলাম পদ্ধতিতে জমি বিক্রি হবে। হিডকো সিএমডি দেবাশিস সেন জানান, এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, রিটেল ও রেস্তোরাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। বুধবার মার্চেন্টস চেম্বারের সভায় দেবাশিসবাবু জানান, বিষয়টি নিয়ে এ মাসে পরিচালন পর্ষদের বৈঠকে কথা হবে। |