টুকরো খবর
ঝড়-জলে ক্ষতি লাভপুরের গ্রামে
ভেঙে পড়েছে টিনের চাল। ছবি: সোমনাথ মুস্তাফি।
তীব্র দাবদাহের মধ্যে মঙ্গলবার ঝড়বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। সাময়িক স্বস্তি মিললেও ওই দিনের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে লাভপুরের তিনটি পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকেল সাড়ে ৫টা নাগাদ থিবা, কুরুন্নাহার, চৌহাট্টা-মহোদরী ২ পঞ্চায়েত এলাকার উপর দিয়ে ঝড় বয়ে যায়। তাতে নাঙ্গলহাটা, ভেড়িয়া, আরার, নাওতাড়া প্রভৃতি গ্রামের বহু বাড়ির চাল উড়ে গিয়েছে। সব থেকে বেশি ক্ষতি চৌহাট্টা-মহোদরী ২ পঞ্চায়েত এলাকায়। ভেড়িয়া গ্রামের মিলন মণ্ডল, বুদ্ধদেব মুখোপাধ্যায়, তাঁতিনা পাড়ার গৌতম কবিরাজ, আরার গ্রামের নিত্য বাগদিরা বলেন, “এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য মেলেনি। ঘরদোরের পাশাপাশি ফসলেরও ক্ষতি হয়েছে। পঞ্চায়েত প্রধান প্রতিমা বাগদি বলেন, “৬টি গ্রামের প্রায় ৩০টি বাড়ি সম্পূর্ণ এবং শতাধিক বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ধানেরও।” লাভপুরের বিডিও অনাবিল দত্ত জানান, তিনটি পঞ্চায়েত এলাকার ৫২টি বাড়ি সম্পূর্ণ ও ৭০০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০টি ত্রিপল বরাদ্দ হয়েছে। ফসলের ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ব্লক কৃষি দফতরকে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে।

হোটেল গড়তে সায় চাই বিশ্বভারতীরও
ভবিষ্যতে শান্তিনিকেতনে কোনও হোটেল বা আবাসন তৈরি হলে সেগুলির নির্মাণ-নকশা সম্পর্কে বিশ্বভারতী-কর্তৃপক্ষের মতামতও নেওয়া হবে বলে মুখ্যসচিব সমর ঘোষ বুধবার জানিয়েছেন। শান্তিনিকেতনের পরিবেশ অক্ষুণ্ণ রাখার ব্যাপারে বিশ্বভারতীর রেজিস্ট্রার মণিমুকুট মিত্র এ দিন মহাকরণে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন। মুখ্যসচিব পরে জানান, বিশ্বভারতীর চার পাশে অপরিকল্পিত ভাবে বড় বড় হোটেল, বাড়ি, এমনকী শপিং মল পর্যন্ত গড়ে উঠছে বলে রেজিস্ট্রার অভিযোগ করেছেন। রেজিস্ট্রারের বক্তব্য, পারিপার্শ্বিক এই বাতাবরণ শান্তিনিকেতনের ঐতিহ্য এবং ভাবধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মুখ্যসচিব তাঁকে বলেছেন, শান্তিনিকেতনে কোনও বাড়ির নির্মাণ-নকশার অনুমোদন দেওয়ার আগে সংশ্লিষ্ট পুরসভা সেগুলির ব্যাপারে শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ আনতে বলে। এখন থেকে সেই ছাড়পত্র দেওয়ার আগে নির্মাণ-নকশাগুলির ব্যাপারে শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন কর্তৃপক্ষকে বিশ্বভারতীর মতামত নিতে বলবে রাজ্য সরকার।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম মহম্মদ সানাউল্লা শেখ (৩৪)। নলহাটি থানা এলাকায় তাঁর বাড়ি। মঙ্গলবার রাতে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক পারাপার করার সময়ে একটি ট্রাক ওই যুবককে ধাক্কা মেরে পালিয়ে যায়। প্রথমে তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি ফের রামপুরহাটে ফিরিয়ে আনা হলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.