টুকরো খবর
নয়া সাঁইবাড়ি কমিশনের পক্ষে সওয়াল হাইকোর্টে
কোনও বিষয়ে এক বার বিচার বিভাগীয় কমিশন গড়া হলেই যে ফের তদন্ত কমিশন গড়া যাবে না, তেমন কোনও বাধ্যবাধকতা নেই বলে কলকাতা হাইকোর্টে সওয়ালে জানানো হল। বর্ধমানের সাঁইবাড়ি হত্যাকাণ্ড নিয়ে প্রাক্তন বিচারপতি অরুণাভ বসুর নেতৃত্বে নতুন তদন্ত কমিশন গড়া হয়েছে। ওই তদন্ত কমিশন গঠনকে চ্যালেঞ্জ জানিয়ে আইনজীবী সমরাদিত্য পাল বলেন, সরকার আগেই ওই বিষয়ে একটি তদন্ত কমিশন গঠন করেছিল। তাদের রিপোর্টও জমা পড়েছে। সমরাদিত্যবাবুর বক্তব্য, কোনও ঘটনায় সমাজে আলোড়ন হলে সাধারণত তখনই বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেয় সরকার। সাঁইবাড়ির ঘটনা বহু পুরনো। এখন তার তেমন প্রাসঙ্গিকতাও নেই। তাই নতুন করে এই তদন্ত উদ্দেশ্যপ্রণোদিত। সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই ঘটনার তদন্তে নতুন বিচার বিভাগীয় কমিশন গড়তে কোনও বাধা নেই। যদি কোনও ফৌজদারি মামলায় কেউ দোষী সাব্যস্ত হয় এবং সাজা হয়ে যায়, তা হলে সেই বিষয়ে আর মামলা করা যায় না। কিন্তু একই বিষয়ে দু’বার বিচার বিভাগীয় তদন্ত করা যাবে না কেন? তদন্ত রিপোর্ট পাওয়ার পরে কী হবে, সেটা পরের কথা। তিনি বলেন, আগে এক বার তদন্ত হয়েছে। তার রিপোর্ট বিধানসভায় জমা পড়েনি। রাজ্য সরকার ওই রিপোর্টের ভিত্তিতে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। বরং বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে সাঁইবাড়ি নিয়ে ফৌজদারি মামলা প্রত্যাহার করে নেয়। কল্যাণবাবু বলেন, রাজ্য সরকার যদি পুনরায় তদন্ত করায়, তাতে আপত্তির কোনও অবকাশই নেই। বিচারপতি দীপঙ্কর দত্ত সাঁইবাড়ি নিয়ে ফৌজদারি মামলা প্রত্যাহার করা ঠিক বলে মনে করেন না। তিনি বিষয়টিকে যথাযথ বলতে পারেননি। আজ, বৃহস্পতিবার ফের শুনানি হবে।

গরমের ছুটি এগিয়ে আনার দাবি মাদ্রাসার
প্রচণ্ড গরমের কারণে রাজ্যের সমস্ত স্কুলে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হলেও সেই তালিকায় নেই মাদ্রাসাগুলি। প্রতিবাদে বুধবার প্রধান শিক্ষিকা ও জেলা স্কুলসমূহের পরিদর্শকের দফতরে বিক্ষোভ দেখালেন বর্ধমান কুলগড়িয়া গার্লস হাই মাদ্রাসার শিক্ষিকা ও ছাত্রীরা। ওই মাদ্রাসার শিক্ষিকা লুৎফা বেগম, রুকসানা বেগমদের ক্ষোভ, “মুখ্যমন্ত্রী রাজ্যের স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনলেও মাদ্রাসাগুলিতে এই ছুটি নিয়ে কোনও সার্কুলার আসেনি।” ওই মাদ্রাসার প্রধান-শিক্ষিকা কিসমত আরা খন্দকারের বক্তব্য, ‘‘সরকারি নির্দেশিকা না আসায় আমার পক্ষে ছুটি দেওয়া সম্ভব হচ্ছে না। প্রখর রোদের মধ্যেও আমাদের স্কুলে আসতে হচ্ছে। এমনকী পরীক্ষা পর্যন্ত নিতে হচ্ছে।” স্কুলের ছাত্রী সাবিনা ইয়াসমিন, আসমিনা খাতুনরাও বলে, ‘‘আমাদের মধ্যে অনেককেই দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে মাদ্রাসায় আসতে হয়। গরমে আসা-যাওয়া করতেও খুব কষ্ট হয়।” জেলা স্কুল পরিদর্শকের দফতর সূত্রে জানানো হয়েছে, স্কুলসমূহের পরিদর্শক আব্দুল হাই সম্প্রতি অবসর নিয়েছেন। তাঁর পদে এখনও কেউ যোগ না দেননি। দফতরের এক কর্মী জানান, ওই মাদ্রাসার শিক্ষিকাদের দেওয়া স্মারকলিপি উচ্চ শিক্ষা দফতরে পাঠিয়ে দেওয়া হবে।”

কংগ্রেসে যোগ তিন সিপিএম জনপ্রতিনিধির
সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মঙ্গলকোটের ভাল্যগ্রাম পঞ্চায়েতের তিন সদস্য। বুধবার কাটোয়ার মহকুমাশাসকের কাছে লিখিত ভাবে এ কথা জানিয়েছেন তাঁরা। ভাল্যগ্রামের উত্তর ব্রহ্মপুরের নীলিমা ঘোষ, কুলসুনো গ্রামের হাফিজুর রহমান শেখ ও বুঁইচি গ্রামের জগন্নাথ ঘোষ নামে ওই তিন সদস্য এ দিন দুপুরে কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছেও যান। ভাল্যগ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস ও তৃণমূলের দখলে রয়েছে। ১৭ জন সদস্যের এই পঞ্চায়েতে কংগ্রেস ৭টি, তৃণমূল দু’টি এবং সিপিএম ৮টি আসনে জয়ী হয়েছিল। কিছু দিন আগে পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের জিতেন লোহার পদত্যাগ করেন। তাঁর অভিযোগ ছিল, কংগ্রেস প্রধান তাঁকে উন্নয়নের কাজ করতে দিচ্ছেন না। এ দিন সিপিএম সদস্যদের দলত্যাগ প্রসঙ্গে কাটোয়ার মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম বলেন, “ওই তিন পঞ্চায়েত সদস্য তাঁদের সিদ্ধান্তের কথা আমাকে জানিয়েছেন। বিষয়টি আমি মঙ্গলকোটের বিডিও-কে জানাচ্ছি।” কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “সিপিএমের প্রতি আস্থা হারিয়ে ওই তিন সদস্য আমাদের দলে যোগ দিয়েছেন।” সিপিএমের ভাগীরথী-অজয় জোনাল কমিটির সম্পাদক দুর্যোধন সর অবশ্য বলেন, “ওই পঞ্চায়েত সদস্যদের দলত্যাগের বিষয়ে আমার কিছু জানা নেই।”

বর্ধমানে জোড়া খুনে নতুন তদন্তের দাবি
প্রদীপ তা এবং কমল গায়েন হত্যাকাণ্ডের চার্জশিটে সিআইডি তিন অভিযুক্তকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফের তদন্তের দাবি জানালেন প্রদীপবাবুর ভাই প্রবীর তা। গত ২২ ফেব্রুয়ারি ওই জোড়া খুনের পরে প্রবীরবাবুই বর্ধমান থানায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। গত বৃহস্পতিবার সিআইডি বর্ধমান সিজেএম আদালতে চার্জশিট পেশ করলে দেখা যায়, ঘটনাস্থলে ছিলেন না জানিয়ে তিন জনকে ছাড় দেওয়া হয়েছে। আপত্তি তুলে প্রবীরবাবুর আইনজীবী কমল দত্ত বুধবার ওই আদালতেই নতুন করে তদন্তের আর্জি জানান। অভিযুক্তদের আইনজীবী বিশ্বজিৎ দাসের পাল্টা দাবি, সিআইডি তদন্ত করেই চার্জশিট দিয়েছে। ফের তদন্তের প্রয়োজন নেই। সিজেএম ইয়াসমিন আহমেদ জানিয়েছেন, আগামী ৩০ মে এই নিয়ে শুনানি হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.