বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করল শ্রীরামপুরের রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতি। তাদের উদ্যোগে সামিল হয় হুগলি জেলা পুলিশও। জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী জানান, জেলার প্রতিটি থানায় এবং ফাঁড়িতে থ্যালাসেমিয়া সচেতনতা সংক্রান্ত বোর্ড লাগানো হবে। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে শ্রীরামপুর থানায় ওই ধরনের একটি বোর্ড লাগানোও হয়। সেটির উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) অমিতাভ বর্মা।
থানা চত্ত্বরের পাশাপাশি শ্রীরামপুর টাউন হলেও অনুষ্ঠান হয়। সেখানে থ্যালাসেমিয়া প্রতিরোধ নিয়ে আলোচনা করেন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিটের মেডিক্যাল অফিসার চিকিৎসক সায়নদীপ আঢ্য। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। থ্যালাসেমিয়া আক্রান্ত বেশ কিছু শিশু-কিশোর এবং তাদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
এর আগে গত ৫ মে শ্রীরামপুর, শেওড়াফুলি, বৈদ্যবাটির ৮টি স্কুল এবং মশাটের একটি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে থ্যালাসেমিয়া সংক্রান্ত ক্যুইজ প্রতিযোগিতা হয় টাউন হলে। বিভিন্ন স্কুলের শিক্ষিকারা ওই বিষয়ে বক্তব্য রাখেন। ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম হয় শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন ফর গার্লস-এর মেয়েরা। দ্বিতীয় হয়েছে চাতরা নন্দলাল ইনস্টিটিউশনের ছাত্রেরা। যুগ্ম ভাবে তৃতীয় স্থান অধিকার করে মশাট বিদ্যাসাগর মহাবিদ্যালয় এবং বৈদ্যবাটি চারুশীলা বোস বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের পুরস্কৃত করা হয় এ দিন। থ্যালাসেমিয়া সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি রবীন্দ্রনাথকেও শ্রদ্ধা জানানো হয় নাচ-গান-আবৃত্তিতে। সঞ্চালনা করেন শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষক দেবাশিস কুণ্ডু। |