|
|
|
|
সহায়ক মূল্য বৃদ্ধির দাবি, গম কিনবে রাজ্য |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের ছ’টি জেলায় গম উৎপন্ন হয়। ধান সংগ্রহের পরে তাই এ বার চাষিদের কাছ থেকে যথাসম্ভব বেশি পরিমাণে গমও কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের খাদ্য দফতর। কেন্দ্রীয় সরকার চলতি মরসুমে গমের সহায়ক মূল্য ধার্য করেছে ১২৮৫ টাকা প্রতি কুইন্টাল। তা বাড়ানোরও দাবি তুলেছে রাজ্য।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্প্রতি বলেন, গোটা রাজ্য থেকে এ বার ২৫ হাজার মেট্রিক টন গম কিনবে খাদ্য দফতর। রাজ্যে প্রতি বছর গম উৎপন্ন হয় ৩৫ হাজার মেট্রিক টন। কেন্দ্র গমের যে-সহায়ক মূল্য ঘোষণা করেছে, তাতে অবশ্য খুশি নয় রাজ্য সরকার। এ কথা জানিয়ে জ্যোতিপ্রিয়বাবু বলেন, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে গমের সহায়ক মূল্যের পরিমাণ বাড়াতে অনুরোধ করা হয়েছে। তিনি জানান, ইতিমধ্যেই রাজ্যে গম উঠতে শুরু করে দিয়েছে। বাজারে এখন গম বিক্রি হচ্ছে ১০৪০ টাকা প্রতি কুইন্টাল দরে।
খাদ্য সুরক্ষার অঙ্গ হিসেবে কেন্দ্রই গম সংগ্রহ করতে বলেছে। খাদ্যমন্ত্রী জানান, কেন্দ্র জানিয়ে দিয়েছে, গম রাখার জন্য কোনও প্লাস্টিকের বস্তা ব্যবহার করা চলবে না। পাট থেকে তৈরি বস্তাতেই রাখতে হবে গম।
গম কেনার সঙ্গে সঙ্গে রাজ্যে গমের চাষও বাড়াতে চাইছে নতুন সরকার। খাদ্যমন্ত্রী জানান, গমের চাষ বাড়ানোর জন্য খাদ্য দফতর আগামী সপ্তাহেই কৃষি দফতরের সঙ্গে বৈঠকে বসছে। যে-সব জেলায় গম চাষ হয়, সেখানে আর কত জমিতে গমের চাষ বাড়ানো যায়, ওই বৈঠকে সেটা খতিয়ে দেখা হবে। সরকার যথাসম্ভব বেশি জমিতে গম উৎপাদনের ব্যবস্থা করতে চায়। যে-সব জেলায় তেমন উল্লেখযোগ্য ভাবে গমের চাষ হয় না, সেখানেও পর্যাপ্ত পরিমাণে গম চাষের কথা ভাবা হয়েছে। এই ব্যাপারে কী ভাবে চাষিদের সাহায্য করা যায়, তা যাচাই করা হচ্ছে। মন্ত্রী বলেন, “শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হবে।” |
|
|
|
|
|