নয়াদিল্লির স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার-এ আর্কিটেকচার/ প্ল্যানিং-এর বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। আর্কিটেকচার এবং প্ল্যানিং-এর ব্যাচেলর্স স্তরে ভর্তি হতে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং/ আর্কিটেকচার এন্ট্রান্স এগজামিনেশন (এআইইইই) পরীক্ষা দিতে হবে। এখানে দু’বছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তর কোর্সগুলি রয়েছে আর্কিটেকচারাল কনসারভেশন, আরবান ডিজাইন, প্ল্যানিং (এনভায়রনমেন্টাল প্ল্যানিং, হাউজিং, রিজিয়োনাল প্ল্যানিং, ট্রান্সপোর্ট প্ল্যানিং ও আরবান প্ল্যানিং-এ স্পেশালাইজেশন সহ), ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ডিজাইন-এ (ইন্ডাসট্রিয়াল ডিজাইন)। এ ছাড়া প্রতিষ্ঠানে পূর্ণ সময় বা পার্ট টাইমে পিএইচ ডিও করতে পারে ছাত্রছাত্রীরা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুন। ওয়েবসাইট: www.spa.ac.in
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনলজি, রাওরকেলায় রিসার্চ এবং স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। অনলাইনের প্রক্রিয়ার মাধ্যমে এই আবেদন জমা দিতে হবে। এখানকার রির্সাচ প্রোগ্রামগুলির মধ্যে রয়েছে ১) পিএইচ ডি আর ২) এম টেক (রিসার্চ)। আর স্নাতকোত্তর কোর্সের মধ্যে পড়ছে ১) এম টেক (স্পনসর্ড এবং সেলফ ফিনান্সড), ২) এম এসসি এবং ৩) ডেভেলপমেন্ট স্টাডিজ-এ এম এ। বিশদে জানতে দেখতে হবে ওয়েবসাইট: http://application.nitrkl.ac.in/
ইনস্টিটিউট ফর সিভিল সার্ভিস অ্যাস্পির্যান্টস-এ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস)-এর মেনস পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি চলছে। সেশন শুরু হবে জুন মাসের প্রথম দিকে। যোগাযোগ: ২৩৩৪-৬৬৯৫/ ১২৭৪। ই-মেল: instcivilservice@yahoo.com
আইআইএএস স্কুল অব ম্যানেজমেন্ট-এ নানা বিষয়ে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। ভর্তি হওয়া যাবে প্রবেশিকা পরীক্ষা, জি ডি এবং পার্সোনাল ইন্টারভিউ-এর মাধ্যমে। জুন মাস পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাবে। সেশন শুরু হবে জুলাই মাস থেকে। ওয়েবসাইট: http://iias.org.in/ |