টুকরো খবর
বাংলাদেশ থেকে মাছ আসায় স্বস্তি আগরতলায়
দিন সাতেক ধরে আগরতলা-সহ বেশ কিছু স্থানের বাজারে তিনশো টাকা কিলোর মাছ বিক্রি হচ্ছিল পাঁচশো টাকায়। শনিবার বাংলাদেশ থেকে ৩২ টন মাছ এসে পৌঁছনোয় কিছুটা স্বস্তি পেয়েছেন এলাকার সাধারণ মানুষ। আগরতলা আমদানি রফতানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবুল বিশ্বাস জানান, বাজারে মাছের সঙ্কট দূর করতেই এই উদ্যোগ। তবে অন্যান্য পণ্য সামগ্রী আমদানি-রফতানি শুরু হবে বুধবার থেকেই। বর্ডার গোলচক্কর থেকে চেকপোস্ট পর্যন্ত রাস্তা প্রশস্ত করার ক্ষেত্রে সহযোগিতা করতে দিনদশেক ওই রুটে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় অ্যাসোসিয়েশন। মত দিয়েছিলেন দুই পক্ষের ব্যবসায়ীরাও। সেই মতো গত ৫ মে থেকেই স্তব্ধ হয়ে যায় আখাউড়া সীমান্তের ওই এলাকাটি। কিন্তু ঘটনা হল, অন্যান্য সামগ্রীর পাশাপাশি মাছ আমদানি বন্ধ হওয়াতে বাজারে মাছের তীব্র সঙ্কট দেখা দেয়। এর সুযোগে এই সময়ে চড়া দামে মাছ বিক্রি করতে শুরু করেন কিছু ব্যবসায়ী। রবিবার থেকেই মাছের সমস্যা কিছুটা কমেছে। এই ক’দিন স্থানীয় মাছ এবং অন্ধ্রের উপর নির্ভর করেই চলতে হয়েছে। এ দিকে, গোলচক্কর থেকে চেকপোস্ট পর্যন্ত মাটি ফেলার কাজ হয়ে গিয়েছে। এ বার শুরু হবে উপরের কাজ। এর জন্য আর দু’দিন সময় লাগবে। মঙ্গলবারের মধ্যেই ওই দিকের রাস্তা ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বুধবার থেকে পাথরকুচি, প্লাস্টিক সামগ্রী, পানীয়-সহ যাবতীয় আমদানি এবং রফতানি শুরু হবে। রাস্তাটি প্রশস্ত এবং সমস্যামুক্ত হলে গাড়ি চলাচলেও অনেক সুবিধা হবে বলে আশা হাবুলবাবুর।

সিঙ্গাপুরে বৈঠক শিল্পমন্ত্রীর
রাজ্যের শিল্পায়নে সামিল হওয়ার জন্য সিঙ্গাপুরের বিশিষ্ট জুরং শিল্পগোষ্ঠীকে আমন্ত্রণ জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিঙ্গপুর সফররত পার্থবাবু গত শনিবার জুরং কনসালট্যান্টস ও জুরং পোর্টস-এর শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে বৈঠক করেন। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে যে শিল্প পার্ক গড়ে তোলার পরিকল্পনা হয়েছে, তাতে যুক্ত হওয়ার জন্য জুরং কনসালট্যান্টের কর্তাদের আমন্ত্রণ জানান তিনি। একই ভাবে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর তৈরির কাজে সামিল হওয়ার জন্য অনুরোধ করেন জুরং পোর্টসের কর্তাদের। পশ্চিমবঙ্গের উন্নয়নে অংশীদার হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন জুরং-কর্তারা। বৈঠকে জুরং পোর্টের ম্যানেজার অ্যান্ডি ইপ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টেরেন্স মো, জুরং কনসালট্যান্টের দুই ভাইস প্রেসিডেন্ট উইলফ্রেড লু এবং সিতো চাম ছাড়াও প্রবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।

ট্রাই কর্ণধার খুল্লার
টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের নতুন চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাহুল খুল্লার। সোমবার থেকেই কাজে যোগ দেবেন তিনি। এত দিন ওই পদে থাকা জে এস শর্মার মেয়াদ শেষ হয়েছে আজই। ৫৯ বছরের খুল্লার চেয়ারম্যান হয়েছেন তিন বছরের জন্য। তাই আগামী এপ্রিলেই তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও তা এ বার বেড়ে হল ২০১৫ সালের মে পর্যন্ত।

পদ ছাড়ছেন ইয়াহু কর্তা
জীবনপঞ্জী বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত ইয়াহু-র চিফ এগ্জিকিউটিভ পদ থেকে সরছেন স্কট থম্পসন। জানিয়েছে ‘অলথিংস-ডি’ নামের একটি ব্লগ। জীবনপঞ্জীতে নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ভুয়ো কম্পিউটার সায়েন্স ডিগ্রি লেখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রের খবর, তাঁর জায়গায় আপাতত বিকল্প হিসেবে আসতে পারেন ইয়াহু-র গ্লোবাল মিডিয়া প্রধান রস লেভিনসন।

নয়া ৪জি পরিষেবা
কলকাতায় ৪জি পরিষেবার নতুন প্রকল্প ঘোষণা করল এয়ারটেল। ‘ব্রেক ফ্রি আল্টিমেট’ প্রকল্পটিতে গ্রাহক ২৯৯৯ টাকা দিয়ে রিচার্জ করালে ৬০ দিনের জন্য ৩০ জিবি তথ্য আদান-প্রদান করতে পারবেন। তার বেশি তথ্যের জন্যও আলাদা খরচ লাগবে না বলে দাবি সংস্থার। পোস্টপেড এবং প্রিপেড গ্রাহকেরা এই প্রকল্পের সুবিধা পাবেন। রয়েছে ক্যাশব্যাক-এর সুবিধাও। অন্যান্য প্রকল্পও এনেছে সংস্থা।

শিশুদের জন্য
অভাবী শিশুদের সাহায্য করতে উদ্যোগী জনসন্স বেবি। এই প্রকল্পে যে কোনও মা তাঁর বাচ্চার পুরনো বা উদ্বৃত্ত পোশাক, বই, খেলনা পাঠাতে পারবেন এদের জন্য। মে মাস জুড়ে কলকাতা-সহ সারা দেশেই এটি চলবে স্বেচ্ছাসেবী সংস্থা গুঞ্জ-এর সঙ্গে যৌথ উদ্যোগে। ইচ্ছুক মায়েরা ৫৮৮৮৮ নম্বরে ‘শেয়ার’ এবং তার পর ‘পিন কোড’ লিখে এসএমএস পাঠালে নিকটতম সংগ্রহ কেন্দ্রটির খোঁজ পাবেন।

সুদ কমাল ব্যাঙ্ক
ঋণে সুদ কমাল ইউনিয়ন ব্যাঙ্ক। পিএলআর ৫০ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছে ব্যাঙ্কটি। নতুন হার বার্ষিক ১৫%। কাল থেকে নয়া হার চালু হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.