১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত-ই-ইসলামির প্রাক্তন সভাপতি গোলাম আজমের আজ বিচার শুরু হয়েছে। খুন-নির্যাতন, উস্কানি, ষড়যন্ত্র-সহ পাঁচটি অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়েছে তাঁর বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের আমলে পাক বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে বহু খুন-জখম, লুঠপাট, অপহরণে গোলাম আজম জড়িত ছিলেন বলে বহু দিন আগেই অভিযোগ উঠেছিল। মুক্তিযুদ্ধের শেষ দিকে বাংলাদেশ ছেড়ে লন্ডন হয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন তিনি। ১৯৮০ সালে জিয়া-উর-রহমানের শাসনকালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢাকায় এসে আর ফিরে যাননি তিনি। ১৯৯৩ সালে খালেদা জিয়ার সরকার তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। ২০০৯ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার ১৯৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারে উদ্যোগী হয়। গঠিত হয় বিশেষ ট্রাইব্যুনাল। প্রথমে আটক হন জামাত-ই-ইসলামির মৌলানা দেলোয়ার হোসন সাইদি। তার পর পর্যায়ক্রমে আরও ৯ জনকে আটক করা হয়। হুইলচেয়ারে বন্দি ৮৯ বছরের গোলাম আজমকে আজ কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়। গ্রেফতারের পর গত ১১ জানুয়ারি তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। তবে অসুস্থতার জন্য সে দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার পর থেকে হাসপাতালেই ছিলেন তিনি। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আদালতে আজ গোলাম আজম নিজেকে নির্দোষ বলে দাবি করেন। মামলার কাজ আগামী ৫ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে।
|
স্যান্ডউইচপ্রিয় মানুষ গোটা বিশ্বে নেহাত কম নেই। তবে বয়স কম হল না এই জনপ্রিয় খাবারটির। আজ স্যান্ডউইচের ২৫০ তম জন্মদিন পালন করল ব্রিটেনের স্যান্ডউইচ শহর। তার জন্য আয়োজন করা হয়েছিল বিশাল অনুষ্ঠানেরও। ১৭৬২ সালে এই শহরেই খাওয়া হয়েছিল প্রথম স্যান্ডউইচটি। আজও সেই শহরে মন্টাগু বংশের আর্লডম (সামন্ত-শাসন) প্রতিষ্ঠিত। যদিও তা রাজবংশের মতোই প্রতীকী। তবে ২৫০ বছর আগে সেই বংশেরই চতুর্থ আর্ল প্রথম স্যান্ডউইচটি খেয়ে বিশ্বের খাদ্য রসিকদের খাবার তালিকায় এই অভিনব ‘স্ন্যাক্স’-টির সংযোজন করেন। স্যান্ডউইচের জন্মকাহিনিও বেশ মজার। বন্ধুদের সঙ্গে বসে খোশমেজাজে তাস খেলছিলেন চতুর্থ আর্ল। খেলা ছেড়ে যাতে উঠতে না হয়, সেই জন্য দু’টি পাউরুটির মাঝখানে রোস্ট করা গরুর মাংস দিয়ে পরিবেশন করার আদেশ দেন তিনি। তাঁর বন্ধুরাও ‘স্যান্ডউইচের মতো ওই খাবারই’ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ ভাবেই জন্ম এবং নামকরণ হয়েছিল সবার প্রিয় স্যান্ডউইচের। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যান্ডউইচের আবিষ্কর্তা চতুর্থ আর্লের বংশধর একাদশ আর্ল জন মন্টাগু। এই বিশেষ দিনটি পালন করার জন্য আজ তিনি বাড়িতে প্রাতরাশও সারেন প্রিয় স্যান্ডউইচ দিয়েই।
|
স্কুল এবং নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে সম্প্রতি ১৫ লক্ষ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন ১৮ বছরের কৃত্তিকা বিশ্বাস। গত বছর ফেব্রুয়ারিতে স্কুল-শিক্ষকদের অশ্লীল এসএমএস পাঠানোর মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয় নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল দেবাশিস বিশ্বাসের নাবালিকা মেয়ে কৃত্তিকাকে। তাঁকে প্রায় ২৮ ঘণ্টা জেলে আটকে রাখা হয়। সাসপেন্ড করা হয় স্কুল থেকেও। বিষয়টি নিয়ে তৎকালীন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত মীরা শঙ্কর মার্কিন প্রশাসনের সঙ্গে কথাও বলেন। পরে আসল দোষীকে চিহ্নিত করা গেলেও তাকে গ্রেফতার করা বা জেলে আটকে রাখা হয়নি। তাঁকে হাজতবাস করানোর এবং স্কুল থেকে সাসপেন্ড করার জন্য ১৫ লক্ষ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন কৃত্তিকা।
|
রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে সিআরপিএফের এক মহিলা কনস্টেবলের। পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই মহিলার নাম শিউলি পাত্র। দক্ষিণ-পশ্চিম দিল্লিতে সিআরপিএফের ছাউনির ভিতরে ওয়াচটাওয়ার থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পাশে পড়ে ছিল এসএলআর। তাঁর পেটে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি আত্মঘাতী হয়েছেন নাকি তাঁকে কেউ গুলি করে মেরেছে, তা স্পষ্ট নয়। কোনও সুইসাইড নোটও মেলেনি। আজ ভোরে প্রথম দেখেন আর এক মহিলা কনস্টেবল। রাত দু’টো থেকে ভোর চারটে নাগাদ ওয়াচটাওয়ারে কাজের দায়িত্ব ছিল শিউলির। সেই সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
|
ফের ধাক্কা খেল আফগানিস্তানে তালিবানের সঙ্গে শান্তি-প্রক্রিয়ার প্রয়াস। কাবুলের রাস্তায় আজ আফগান শান্তি পরিষদের এক গুরুত্বপূর্ণ সদস্য আততায়ীর গুলিতে নিহত হন। তিনি ছিলেন প্রাক্তন তালিবান নেতা। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আহ্বানে যে জনা সত্তর প্রাক্তন তালিবান শান্তি-প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন, রাহমানি ছিলেন তাঁদের অন্যতম। আজ রাস্তার মোড়ে সাইলেন্সর লাগানো পিস্তল থেকে তাঁকে গুলি করে আততায়ী। আজকের এই খুনের দায় কোনও গোষ্ঠী এখনও স্বীকার করেনি।
|
রাষ্ট্রপুঞ্জের দূত কোফি আন্নানের শান্তি প্রস্তাবের পরও হিংসা চলছেই সিরিয়ায়। আজও সেনা এবং বিরোধীদের সংঘর্ষে সিরিয়ায় নিহত হন ২৩ জন। সিরিয়ায় যে ৩০০ জন সামরিক পর্যবেক্ষক রাখার কথা রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল তাদের ১৮৯ জনকে আনা হয়েছে।
|
বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। কাল রাতে মলদ্বীপের রাজধানী মালে অবতরণের সময় এআই ২৬৩ বিমানের একটি চাকা ফেটে যায়। |