প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা একেবারেই অযোগ্য মনে করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন।
ওবামার জীবন নিয়ে লেখা এডওয়ার্ড ক্লাইনের বই ‘দ্য অ্যামেচার’-এ তেমনই দাবি করা হয়েছে। তাতে প্রাক্তন প্রেসিডেন্ট তাঁর স্ত্রী অর্থাৎ বর্তমান মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনের উদ্দেশে বলেছেন, “দেশের তোমাকে প্রয়োজন।” বিলের মতে, হিলারির উচিত বিদেশসচিবের পদ ছেড়ে দিয়ে এ বার প্রেসিডেন্টের পদের জন্য লড়াইয়ে নামা। কারণ বিল ক্লিন্টনের ধারণা, বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য। তিনি জানেনই না এক জন প্রেসিডেন্টের কী ভাবে কাজ করা উচিত। ক্লিন্টনের কথায়, “বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে খুব একটা দড় নন।” বইয়ে রয়েছে, গত বছর অগস্টে তাঁর বাড়িতেই একটি জমায়েতে ওবামার কড়া সমালোচনা করেন ক্লিন্টন। আর সেখানেই স্ত্রীকে বলেন, ‘বস’-এর বিরুদ্ধে নির্বাচনে লড়াই করো। “অর্থনীতি গোল্লায় গিয়েছে। আমেরিকা ট্রিপল এ রেটিং-ও হারিয়েছে। সেটা ওবামার থেকে তুমি ভাল জান” হিলারিকে বলেন বিল। হিলারি নাকি তাতে উৎসাহ দেখাননি। তিনি বলেছিলেন, “বিদেশসচিব হিসেবে আমার সময়টাকে গুরুত্বপূর্ণ করে যেতে চাই আমি। এখন পদ থেকে সরে যাওয়াটা বিপজ্জনক। ২০১৬-য় না হয় চেষ্টা করা যাবে।” তবে বিল ক্লিন্টনের এই সব বিস্ফোরক মন্তব্যের কোনওটাই সত্যি নয় বলে দাবি করেছেন ক্লিন্টনের মুখপাত্র ম্যাট ম্যাকেনা। ‘দ্য অ্যামেচার’-এর লেখক এডওয়ার্ড ক্লাইন যে মিথ্যেই বলে থাকেন, তা সবার জানা। হোয়াইট হাউস মুখপাত্র এরিক শুলট্জেরও অভিযোগ, ক্লাইন বই বিক্রির জন্য বানিয়ে বানিয়ে নানা কথা লেখেন। হিলারি ক্লিন্টনকে নিয়ে তাঁর আগের বই ‘ট্রুথ অ্যাবাউট হিলারি’-র বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ হিলারিই। |