পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে মন্তেশ্বরের ভাগরামূল পঞ্চায়েতের ভেটিগ্রামে। বিডিওকে চিঠি পাঠিয়ে সমস্যার সমাধানের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা যায়, তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত ওই গ্রামে ৪০টি পরিবারের বসতি। বাসিন্দাদের অভিযোগ, গোটা গ্রামে জনসাধারণের ব্যবহারের জন্য যে সরকারি দু’টি টিউবওয়েল রয়েছে মাসতিনেক ধরেই তা খারাপ হয়ে পড়ে রয়েছে। তাঁদের ক্ষোভ, এ ব্যাপারে বারবার পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করলেও কোনও লাভ হয়নি। অন্য দিকে, গরম পড়তেই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের নলকূপটি থেকে স্বল্প পরিমাণে জল পড়ছে। তাতে সমস্যা আরও বেড়েছে। পানীয় জলের জন্য গ্রামের বেশিরভাগ পরিবারেরই এখন ভরসা দু’টি বেসরকারি টিউবওয়েল। কিন্তু সেখানে জল নিতে লম্বা লাইন দিতে হয় বলে জানান তাঁরা। পঞ্চায়েতকে জানিয়ে ফল না হওয়ায় টিউবওয়েল দু’টি সারানোর দাবিতে বিডিওকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান গ্রামবাসীরা।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানায়, মৃতের নাম রমাপ্রসাদ রায় (৬৫)। বাড়ি কাটোয়া থানার ছোট মেইগাছি গ্রামে। রবিবার ভোরে মৃত্যু হয় তাঁর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে তাঁর দোতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, কী ভাবে ওই বৃদ্ধ ছাদ থেকে পড়লেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। |