টুকরো খবর |
যুবকের দেহ উদ্ধারে ধৃত ৭
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
নিখোঁজ যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধারের পরে ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে গ্রেফতার করল জামুড়িয়ার পুলিশ। স্থানীয় নিউ কেন্দা গ্রামের বাসিন্দা আশিস রায় (২৭) পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার খনি এলাকা থেকে তাঁর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। সে দিনই মৃতের বাবা উমাপদ রায় খুনের অভিযোগ করেন। তার ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে স্বাধীন বন্দ্যোপাধ্যায় নামে স্থানীয় এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। আদালত ধৃতকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের দাবি, স্বাধীনকে জেরা করে ঘটনায় জড়িত আরও ছ’জনের নাম মেলে। তাদের ধরা হয়েছে। আসানসোলের এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায়ের দাবি, গাড়ি থেকে অবৈধ কয়লা নামাতে গিয়ে কোনও ভাবে পা হড়কে চাকার তলায় চলে যান আশিস। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সাক্ষ্য, প্রমাণ লোপের জন্য তাঁর সঙ্গীরা দেহ বস্তায় ভরে মাটিতে পুঁতে দেয়। এডিসিপি ভাস্করবাবু বলেন, “আগে খুনের মামলা শুরু হয়েছিল। এখন সাক্ষ্য-প্রমাণ লোপাটের মামলা দায়ের করা হয়েছে।”
|
বার্নপুরে স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি ক্লাব সংগঠনের উদ্যোগে রবিবার অর্পণ মুখোপাধ্যায়ের স্মরণসভা হল বার্নপুরে। পরে মোমবাতি মিছিল শহর পরিক্রমা করে। ক্লাবের অন্যতম কর্ণধার সুভাষ রায় জানান, এলাকায় সমাজসেবী বলে পরিচিত অর্পণবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে বার্নপুরের সাধারণ মানুষ এই স্মরণসভায় যোগ দেন। শুক্রবার ভোরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন প্রাক্তন বিধায়ক বামাপদ মুখোপাধ্যায়ের ছেলে অর্পণ মুখোপাধ্যায়।
|
জোট না হওয়ায় ‘দোষ’ তৃণমূলকে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
তৃণমূল ও কংগ্রেসের মধ্যে আসন্ন পুরভোটে জোট না হওয়ার জন্য তৃণমূলকেই দূষল কংগ্রেস। রবিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের জেলা শিল্পাঞ্চল সভাপতি সুদেব রায় অভিযোগ করেন, পুরভোটে জোট চেয়ে তাঁরাই প্রথম তৃণমূলকে চিঠি দিয়েছিলেন। একাধিক বৈঠকের শেষে তৃণমূল ১১টি আসন কংগ্রেসকে দিতে সম্মত হয়েও শেষ মূহুর্তে তৃণমূল সরে যায়। সুদেববাবুর দাবি, “বাধ্য হয়েই আমাদের ৩৫টি ওয়ার্ডে প্রার্থী দিতে হল।” তৃণমূলের জেলা শিল্পাঞ্চল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “জোট গড়ার ইচ্ছেকে মর্যাদা দিতেই কংগ্রেসের সঙ্গে বেশ কয়েক বার আলোচনা হয়। কিন্তু আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ঐকমত্যে না আসায় জোট হয়নি।”
|
আসানসোলে সভা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ইউনাইটেড স্টেট এমপ্লয়িজ ফেডারেশনের আসানসোল মহকুমা কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার আসানসোলের শরৎ মঞ্চে। উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। অর্থনৈতিক উন্নয়নের পিছনে রাজের্য সরকারি কর্মচারীদের অবদানের কথা বলেন তিনি। সংগঠনের জেলা কমিটির সভাপতি জ্যোতিপ্রকাশ দত্ত কর্মচারীদের প্রতি আবেদন করেন, সরকারের জনমুখী পরিকল্পনা ও কাজগুলি সাধারণ মানুষের কাছে তাঁরা যেন তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি। প্রায় দু’শো প্রতিনিধি সম্মেলনে যোগ দেন।
|
কমিউনিটি সেন্টার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল গ্রাম এলাকায় নতুন একটি কমিউনিটি সেন্টার তৈরি করল আসানসোল পুরসভা। শনিবার সেটির উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। মলয়বাবু জানান, প্রতি ওয়ার্ডেই কমিউনিটি সেন্টার তৈরি করা হচ্ছে। এলাকার বাসিন্দারা তাঁদের প্রয়োজনে এই সেন্টারগুলি ব্যবহার করতে পারবেন।
|
অনূর্ধ্ব ১৭ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ধর্মসঙ্ঘ বার্নপুর। এ দিন সীতারামপুর টেগোর মাঠে তারা লোহারপাড়া দেশবন্ধু ক্লাবকে ২-০ গোলে হারায়। একটি করে গোল করেন পটলা বাউরি ও ছোটন বাউরি।
|
স্কুল ভবনের জন্য জমি এডিডিএ-র
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোলের একটি হিন্দি ও একটি ঊর্দূ স্কুলের ভবন তৈরির জন্য জমি দিয়েছে এডিডিএ। সরকারি অনুমোদন পাওয়া ওই দু’টি স্কুলের উদ্বোধন হয় বেশ কয়েক মাস আগে। উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। স্কুল কর্তৃপক্ষ জানান, পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া ঘরে চলছিল স্কুল দু’টি। পুরসভার মেয়র পারিষদ (শিক্ষা) গোলাম সরোবর জানান, জমি মেলায় স্কুলের ভবন নির্মাণে আর কোনও বাধা রইল না। এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের সদর্থক ভূমিকাকে গতিশীল রাখতেই এডিডিএ-র এই উদ্যোগ।
|
ধান কেনার শিবির |
সম্প্রতি দুটি ধান কেনার শিবিরের আয়োজিত হল বারাবনি ব্লকের পানুড়িয়া ও লালগঞ্জে। তত্ত্বাবধান করেন পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বজিৎ সিংহ।
|
কোথায় কী |
দুর্গাপুর
চব্বিশ প্রহর উপলক্ষে বাউল গান। রাতুড়িয়া গ্রাম। সন্ধ্যা সাতটা।
কাটোয়া
রবীন্দ্র স্মরণ উপলক্ষে সাহিত্য ও সঙ্গীতের আসর। পারিজাত ভবন। সন্ধ্যা ৭ টা। উদ্যোগ: পলাশ সন্ধ্যা। |
|