মিছিল করে মাসিক ভাতার দাবি জানালেন উত্তরবঙ্গ পুরোহিত মঞ্চের আলিপুরদুয়ার শাখার সদস্যরা। শুক্রবার দুপুরে মিছিল করে মহকুমাশাসকের দফতরে যান তাঁরা। সেখানে ১৫ দফার দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন। মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “পুরোহিতরা সরকারি পরিচয়পত্র, মাসিকভাতা, স্বাস্থ্য বিমা সহ বেশকিছু দাবি পেশ করেছেন। বিষয়গুলি বিবেচনার জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।” উত্তরবঙ্গ পুরোহিত মঞ্চের আলিপুরদুয়ার শাখার সম্পাদক প্রবীররঞ্জন চক্রবর্তী বলেন, “নতুন রাজ্য সরকার ইমামদের ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছেন। এটা ভাল উদ্যোগ। উত্তরবঙ্গে অনেক পুরোহিত আছেন যারা যজমানের কাজ করেন। আমরা চাই তাঁদের সরকারি পরিচয়পত্র দিয়ে মাসিক ভাতা, স্বাস্থ্য বিমার ব্যবস্থা করুক।” ছবি ও তথ্য: নারায়ণ দে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.