এড্স আক্রান্ত মা হলেন হাসপাতালে |
নার্সিংহোম ফিরিয়ে দিয়েছিল। শেষমেশ সরকারি হাসপাতালেই মা হলেন এড্স আক্রান্ত এক প্রসূতি। বৃহস্পতিবার রাতে হলদিয়া মহকুমা হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দুর্গাচকের কলোনি এলাকার বছর কুড়ির ওই মহিলা। জানা গিয়েছে, এড্স আক্রান্ত হওয়ায় একাধিক নার্সিংহোম তাঁকে ফিরিয়ে দেয়। অবশেষে হলদিয়া মহকুমা হাসপাতাল ভর্তি করা হয় তাঁকে। মা-মেয়ে দু’জনেই সুস্থ আছে। তাদের সাধারণ বিভাগেই রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়িচালক ওই মহিলার স্বামীও এড্স আক্রান্ত। হাসপাতালের সুপার বলেন, “আমাদের পরিকাঠামোগত অনেক অভাব রয়েছে। তারই মধ্যে যা করণীয় করেছি। শিশুটির শরীরে যাতে সংক্রমণ না ছড়ায়, তার জন্য প্রতিষেধক দেওয়া হয়েছে।”
|
আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৩০ জন। বৃহস্পতিবার রাতে ডোমকলের যুগিন্দা গ্রামের এই ঘটনায় চার জন শিশু-সহ ৬ জনকে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বিএমওএইচ শুভরঞ্জন চন্দ বলেন, “৩০ জন অসুস্থ হয়ে পড়ে। ওঁরা সবাই এখন ঠিক আছেন।” ডোমকল মহকুমা হাসপাতালের সুপার অরিন্দম পাল বলেন, “আমাদের হাসপাতালে ৬ জনকে ভর্তি করা হয়েছিল। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।”
|
প্রতিবন্ধী কার্ড বিলির শিবির থেকে এক দালালকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে বালুরঘাট হাসপাতালে ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম আসরাফুল চৌধুরী। বাড়ি গঙ্গারামপুরে। অভিযুক্ত টাকার বিনিময়ে তপন ব্লকের দুই মহিলার প্রতিবন্ধী ছেলেমেয়েকে কার্ড করে দেবেন বলে ঘোরাফেরা করছিলেন। |