নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর নিজের ক্লাব সিকিম ইউনাইটেডকে আই লিগে তুলেছেন ভাইচুং ভুটিয়া। একই লক্ষ নিয়ে ভবানীপুর ক্লাবে সই করেছেন, জানিয়ে দিলেন হোসে রামিরেজ ব্যারেটো। “মোহনবাগান আমার কাছে এখন অতীত। আমার নতুন ক্লাব ভবানীপুরকে আই লিগের প্রথম ডিভিশনে তোলার চ্যালেঞ্জ নিয়েই খেলতে নামব। আমি কিন্তু এখনও ব্যারেটোই। দায়বদ্ধতা আমার কাছে সবার আগে।” শুক্রবার বিকেলে ভবানীপুর ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে অকপটেই জানিয়ে দিলেন বাগান ছেড়ে উড়ে যাওয়া সবুজ তোতা।
ভাইচুং নিজে ক্লাব তৈরি করে ‘যুদ্ধে’ নেমেছিলেন। ব্যারেটো সেটা করেননি ঠিক। কিন্তু কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিসন ক্লাব ভবানীপুরের এ বার সব কিছু তিনিই। মোহনবাগানকে একদা ফেড কাপ দেওয়া রবসনকে কোচ নির্বাচিত করে আনা থেকে ফুটবলার নির্বাচন সবই তাঁর নতুন টিমে করছেন ব্যারেটো। এ দিন ভবানীপুর কর্তাদের সঙ্গে বসে কবে থেকে অনুশীলন শুরু হবে তা-ও ঠিক করে ফেললেন তিনি। ক্লাব সচিব সৃঞ্জয় বসু বলেও দিলেন, “ব্যারেটোই আমাদের টিমের সব কিছু। দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ও। ক্লাবটা এখন ওরই। যা করার ওই করবে। ভাইচুং যেমন সিকিম ইউনাইটেডে করে।” এখনও মরসুম শেষ হয়নি। ফলে বিদায় সংবর্ধনা দেওয়া হলেও এখনও সরকারি ভাবে ব্যারেটোই মোহনবাগান অধিনায়ক। তারই মধ্যে এ দিন নতুন মরসুমের জন্য ভবানীপুরের অধিনায়ক হিসাবে ঘোষণা করে দেওয়া হল তাঁর নাম। ময়দানে যা নজিরবিহীন। |
মাত্র ছয় দিন আগে সবুজ-মেরুন জার্সি গায়ে গোল করে ম্যাচ জিতিয়েছেন ব্যারেটো। এ দিন দুপুরেও মোহনবাগান ফ্যান্স ক্লাব ‘মেরিনার্স অন দ্য মুভ’ সবুজ-মেরুন পাঞ্জাবি পরিয়ে, মিষ্টির হাঁড়ি তুলে দিয়ে সংবর্ধনা জানিয়েছে তাঁকে। এ হেন মোহনবাগান-আবহের মধ্যেই কয়েক ঘণ্টা পরে ব্যারেটো পরে নিলেন ভবানীপুরের নীল জার্সি। কেমন লাগছে এই পরিবর্তন? তাঁর পাশে চেয়ারে বসে মোহনবাগানের প্রেসিডেন্ট টুটু বসু, ভাইস প্রেসিডেন্ট কুমারশঙ্কর বাগচি, সহ-সচিব সৃঞ্জয় বসু। ভবানীপুরেও যাঁরা একই পদে আসীন। প্রশ্ন শুনে সামান্যতম অস্বস্তিতেও পড়লেন না ব্যারেটো। মাইক হাতে আদ্যন্ত পেশাদার ব্যারেটো বলে দিলেন, “আমি নিজে এখানে আসিনি। ভবানীপুর ডেকে এনেছে। আমি পেশাদার। যখন যে জার্সি যখন পরব, তখন সেই দলের কাছে আমি পুরোপুরি দায়বদ্ধ থাকি। তা ছাড়া আমি সব সময় সামনের দিকে তাকাতে ভালবাসি। পিছনে নয়। ভবানীপুরের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে গোল করলেও আগের মতোই উচ্ছ্বসিত হব।” ১৯ মে এক মাসের ছুটিতে মালয়েশিয়া যাচ্ছেন। ফিরেই নামবেন অনুশীলনে। বললেন, “গত বারের চেয়েও আমি এ বার ভাল খেলব। দেখে নেবেন।” |