প্রাণিসম্পদ বিষয়ক কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
শুক্রবার আরামবাগ পশু হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। মহকুমার প্রাণিবিকাশ সহায়ক এবং ফার্মাসিস্টদের প্রাণীর শরীরে নমুনা সংগ্রহ, সংরক্ষণ, পরীক্ষাগারে পাঠানোর পদ্ধতি প্রভৃতি হাতে-কলমে শেখানো হয় এই কর্মশালায়। হাজির ছিললেন মহকুমার ৪৮ জন কর্মীর সকলেই। কর্মশালাটি পরিচালনা করেন মহকুমা প্রাণিসম্পদ বিকাশ বিভাগের চিকিৎসক প্রভাত দে, ফাল্গুনী চক্রবর্তী, শুভেন্দু হালদার, সুকুমার চট্টোপাধায় প্রমুখ। মহকুমা প্রাণিসম্পদ আধিকারিক প্রভাত দে বলেন, “বার্ড ফ্লু, রানিখেত, জলাতঙ্ক, এঁসো প্রভৃতি ভাইরাস-ঘটিত রোগ কিংবা ব্যাকটিরিয়া-ঘটিত অ্যানথ্রাক্স, গলাফোলা-সহ পশুর নানা রকম রোগের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল।” কর্মশালার প্রয়োজনীতার কথাও জানান তিনি। |
হাতির হামলায় মৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বুনো দাঁতালের হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি পতন চা বাগানে। বন দফতর সূত্রে গিয়েছে, মৃত ব্যক্তির নাম মাটে ওঁরা (৬৫)। এদিন ভোরে তিনি প্রাতঃকৃত্য সারতে চা বাগান লাগোয়া এলাকায় গিয়ে বুনো হাতির সামনে পড়ে যান। দাঁতালটি বৃদ্ধকে শুঁড় দিয়ে তুলে বৃদ্ধকে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এলাকার বাসিন্দারা কার্শিয়াং বন বিভাগের বামনপোখরি রেঞ্জ অফিসে খবর দিলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দাঁতালটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা হচ্ছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। |