চিত্রকলা ও ভাস্কর্য ২...
নিবিড় সাঙ্গীতিক অনুরণনের প্রকাশ
ল্লবকান্তি মিত্রের দ্বাদশ একক প্রদর্শনী অনুষ্ঠিত হল সম্প্রতি অ্যাকাডেমিতে। কাগজের উপর অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ৩৬টি ছবিতে তাঁর প্রকাশভঙ্গি মূলত অভিব্যক্তিবাদী কল্পরূপাত্মক। অবয়বের আভাস আছে। কিন্তু তিনি তাকে বিশ্লিষ্ট করে প্রায় বিমূর্ততার দিকে নিয়ে গেছেন। জীবনবোধ ও দায়বোধে অন্বিত প্রতিবাদী চেতনা তাঁর ঝংকৃত বর্ণের উপস্থাপনাগুলিতে নিবিড় এক সাঙ্গীতিক অনুরণন এনেছে। দীর্ঘ দিন থেকে তাঁর ঐকান্তিক অনুশীলন তাঁর রূপচেতনায় এমন এক স্বকীয় পরিমণ্ডল গড়ে তুলেছে যা এই সময়ের ছবিতে তাঁর বিশেষ অবদান বলে চিহ্নিত হওয়ার প্রতিশ্রুতি রচনা করে।

প্রদর্শনী
চলছে

সিমা: সঞ্জীব, সন্তোষ, তুষার প্রমুখ ৩০ জুন পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: কল্পনা শাহ কাল শেষ।

অ্যাকাডেমি: সুশান্ত ১৫ মে পর্যন্ত।
তপন, বিদ্যুৎ, সমীর ১৫ মে পর্যন্ত।
মানসী, রঞ্জন প্রমুখ ১৫ মে পর্যন্ত।
জয় সাহা, মানস রায় ১৫ মে পর্যন্ত।
পুষ্পিতা রায় ২২ মে পর্যন্ত।

আর্টিস্টস সার্কেল:
সৈকত ভট্টাচার্য ১৫ পর্যন্ত।

চিত্রকূট:
‘চতুরঙ্গ ১২’ ১৬ মে পর্যন্ত।

মাইরেজ গ্যালারি:
‘এক্সপ্রেশনস’ ২০ মে পর্যন্ত।

ইমামি চিজেল:
‘সামার রাইমস’ ২২ মে পর্যন্ত।

উইভার্স স্টুডিও:
‘রোমি’র প্রদর্শনী ১৪ মে পর্যন্ত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.