টুকরো খবর
উদ্যানে নির্মাণ ঘিরে মামলা
মানিকতলার গড়পার রোডে ‘গুপি-বাঘা উদ্যানে’ বেআইনি নির্মাণের অভিযোগ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। শুক্রবার তার শুনানির সময়ে আদালত কলকাতা পুরসভাকে নির্দেশ দেয়, উদ্যানের মালিকানা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার, তার সবিস্তার রিপোর্ট দিতে। পুর-কর্তৃপক্ষ সোমবার রিপোর্ট জমা দেবেন। অভিজিৎ ভট্টাচার্য নামে এক ব্যক্তি হাইকোর্টে জনস্বার্থ মামলা করে জানান, ১৫০ বছরের পুরনো ওই উদ্যানে এলাকাবাসীরা বেড়ান। সম্প্রতি তিনি দেখেন, উদ্যানের চারদিকে পাঁচিল উঠছে ও ভিতরে নির্মাণের উদ্যোগ শুরু হয়েছে। সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় জানান, উদ্যানটির দায়িত্ব পুরসভার কি না, তা নিয়ে তিনি বিস্তারিত জানেন না। কারণ, এ দিনই জনস্বার্থ মামলার কাগজ পেয়েছেন তিনি। অভিজিৎবাবুর আইনজীবীরা আদালতে জানান, উদ্যানটি যে বহু পুরনো তার প্রামাণ্য নথি আছে। উদ্যানের রক্ষণাবেক্ষণের দায়িত্বও পুরসভার বলেই জানিয়েছেন তাঁরা।

পুলিশ হেফাজত
মহেশতলায় জোড়া খুনের ঘটনায় ধৃত সন্তোষ সিংহকে ১০ দিনের পুলিশি হেফাজত দিল আদালত। শুক্রবার সন্তোষকে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়। পুলিশ তদন্তের স্বার্থে ধৃতকে ১৪ দিনের নিজেদের হেফাজতের আর্জি জানায়। অভিযুক্তের তরফে পাল্টা জামিনের আবেদন জানানো হয়। জামিনের আর্জি খারিজ করে বিচারক অমিতাভ মুখোপাধ্যায় ধৃতকে ২১ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এসি থেকে আগুন
এসি থেকে আগুন লাগল এক পুলিশকর্তার বাংলোয়। বৃহস্পতিবার রাতে বেলঘরিয়ার এডিসি বিশ্বজিৎ ঘোষ ঘরের এসি থেকে আগুনের ফুলকি বেরোতে দেখেন। পরমুহূর্তেই এসি-র তার জ্বলে ঘর ধোঁয়ায় ভরে যায়। আগুন নিভিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উল্লেখ্য, বিশ্বজিৎবাবু বাংলোয় আসার কিছু দিন পরেই তাঁর অফিসে শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎ-বিভ্রাট হয়েছিল। এ দিনের ঘটনায় প্রশ্ন উঠেছে বাংলোর বিদ্যুৎ-ব্যবস্থার রক্ষণাবেক্ষণ নিয়ে।

জেল হেফাজত
কালীঘাট-কাণ্ডে নির্যাতিত মহিলার ভাসুর ও জা-কে শুক্রবার আলিপুর আদালত ২৪ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল। ধৃত মেঘনাদ দাস এবং তাঁর স্ত্রী মিঠু দাসকে এ দিন পুলিশি হেফাজত থেকে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। ধৃতদের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য জামিনের আবেদন জানালে বিচারক তা খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন।

প্রতারণার অভিযোগে কসবা থেকে গ্রেফতার অরূপ বৈদ্য
প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার কসবা থেকে গ্রেফতার হয়েছেন অরূপ বৈদ্য নামে এক ক্যুরিয়ার এজেন্ট। অভিযোগ, পাটুলির একটি সিমেন্ট সংস্থার দেওয়া ৩৬ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফ্ট দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন তিনি। নেপালের যে সংস্থাকে ওই টাকা দেওয়ার কথা ছিল, সেটি টাকা না পেয়ে পাটুলির সংস্থার সঙ্গে যোগাযোগ করে। তদন্তে জানা যায়, ২৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন অরূপ।

হুমকি-চিঠি
মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ওই চিঠি আসে তাঁর বাড়িতে। চিঠিতে দুলালবাবু ছাড়াও তাঁর ছেলে এবং এলাকার কয়েক জন তৃণমূল নেতার নাম করে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানানো হয়েছে পুলিশকে।

ভিডিও-সম্মেলনেও শুনানি হাইকোর্টে
বিদেশে বসেই আদালতে হাজিরা দেওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি একটি মামলায় কুণাল সাহা নামে এক চিকিৎসক এই আর্জি জানান। সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। কুণালবাবু তাঁর আবেদনে জানিয়েছিলেন, তিনি কর্মসূত্রে বিদেশে থাকেন। এ দেশে এসে বারবার আদালতে হাজিরা দেওয়া ব্যয়সাপেক্ষ। তাই বিদেশে বসে ‘ইন্টারনেট ভিডিও কনফারেন্সিং’-এর মাধ্যমে আদালতে হাজিরা দিতে চান।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.