\


 
টুকরো খবর
ধর্মঘট প্রত্যাহার কিংফিশার চালকদের
ধর্মঘট প্রত্যাহার করে নিলেন কিংফিশারের বিমানচালকরা। তাঁদের জানুয়ারির বকেয়া টাকা ১৫ মে-র মধ্যেই মিটিয়ে দেওয়া হবে, কর্তৃপক্ষের এই আশ্বাসের পরই আজ ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন ধর্মঘটীরা। বিশেষ সূত্রে খবর, সহকারী বিমানচালক-সহ বেশ কিছু কর্মীর বকেয়া টাকা গত কাল সন্ধেতেই মিটিয়ে দেওয়া হয়েছে। তবে ধর্মঘট প্রত্যাহারের আগেই এ দিন বাতিল হয় কিংফিশারের ১২টি উড়ান। কালই কিংফিশারের প্রধান বিজয় মাল্য চিঠি পাঠিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ধর্মঘটীদের।

চণ্ডীগড়ে জাতীয় কৃষি মেলায় ডাক রাজ্যের
বণিকসভা সিআইআই-এর উদ্যোগে চণ্ডীগড়ে জাতীয় কৃষি মেলায় যোগ দিতে ডাক পেল পশ্চিমবঙ্গ। এ রাজ্যে কৃষির অগ্রগতি সম্পর্কে যাবতীয় তথ্য তেখানে তুলে ধরতে রাজ্যকে আমন্ত্রণ জানিয়ে গেলেন সিআইআই-এর এক প্রতিনিধিদল। শুক্রবার মহাকরণে রাজ্যের কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য এ কথা জানিয়েছেন। বিষয়টি তাঁর দফতরের পক্ষ থেকে বিবেচনা করে দেখা হবে বলে রবীন্দ্রনাথবাবু জানান।

পরিকাঠামো উন্নয়নে তহবিল ২০০ কোটি ডলারের
পরিকাঠামো উন্নয়নে অর্থ জোগাতে ২০০ কোটি ডলারের (১০,৬০০ কোটি টাকা) তহবিল গড়তে উদ্যোগী রাষ্ট্রায়ত্ত এলআইসি ও ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস (আইএল অ্যান্ড এফএস)। ১০% পর্যন্ত অর্থ জোগাবে এলআইসি। আর বাকি অর্থ ধাপে ধাপে জোগাবে আইএল অ্যান্ড এফএস। সংস্থা জানিয়েছে, এর মধ্যে প্রথম পর্যায়ে ১০০ কোটি ডলার তোলা হবে দেশি ও বিদেশি লগ্নিকারীদের কাছ থেকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.