ধর্মঘট প্রত্যাহার কিংফিশার চালকদের |
ধর্মঘট প্রত্যাহার করে নিলেন কিংফিশারের বিমানচালকরা। তাঁদের জানুয়ারির বকেয়া টাকা ১৫ মে-র মধ্যেই মিটিয়ে দেওয়া হবে, কর্তৃপক্ষের এই আশ্বাসের পরই আজ ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন ধর্মঘটীরা। বিশেষ সূত্রে খবর, সহকারী বিমানচালক-সহ বেশ কিছু কর্মীর বকেয়া টাকা গত কাল সন্ধেতেই মিটিয়ে দেওয়া হয়েছে। তবে ধর্মঘট প্রত্যাহারের আগেই এ দিন বাতিল হয় কিংফিশারের ১২টি উড়ান। কালই কিংফিশারের প্রধান বিজয় মাল্য চিঠি পাঠিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ধর্মঘটীদের।
|
চণ্ডীগড়ে জাতীয় কৃষি মেলায় ডাক রাজ্যের |
বণিকসভা সিআইআই-এর উদ্যোগে চণ্ডীগড়ে জাতীয় কৃষি মেলায় যোগ দিতে ডাক পেল পশ্চিমবঙ্গ। এ রাজ্যে কৃষির অগ্রগতি সম্পর্কে যাবতীয় তথ্য তেখানে তুলে ধরতে রাজ্যকে আমন্ত্রণ জানিয়ে গেলেন সিআইআই-এর এক প্রতিনিধিদল। শুক্রবার মহাকরণে রাজ্যের কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য এ কথা জানিয়েছেন। বিষয়টি তাঁর দফতরের পক্ষ থেকে বিবেচনা করে দেখা হবে বলে রবীন্দ্রনাথবাবু জানান।
|
পরিকাঠামো উন্নয়নে তহবিল ২০০ কোটি ডলারের |
পরিকাঠামো উন্নয়নে অর্থ জোগাতে ২০০ কোটি ডলারের (১০,৬০০ কোটি টাকা) তহবিল গড়তে উদ্যোগী রাষ্ট্রায়ত্ত এলআইসি ও ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস (আইএল অ্যান্ড এফএস)। ১০% পর্যন্ত অর্থ জোগাবে এলআইসি। আর বাকি অর্থ ধাপে ধাপে জোগাবে আইএল অ্যান্ড এফএস। সংস্থা জানিয়েছে, এর মধ্যে প্রথম পর্যায়ে ১০০ কোটি ডলার তোলা হবে দেশি ও বিদেশি লগ্নিকারীদের কাছ থেকে। |