রবীন্দ্র জয়ন্তীর ছুটিকে ঘিরে কোচবিহারের চিলকিরহাট কান্তেশ্বরী হাইস্কুলে বিতর্ক দেখা দিয়েছে। স্কুল সূত্রের খবর, সম্প্রতি স্কুলের স্টাফ কাউন্সিলরের বৈঠকে মৌখিকভাবে ঠিক হয় রবীন্দ্র জয়ন্তীর দিন স্কুলে সকল শিক্ষককে স্কুলে আসতে হবে। স্কুলে অনুষ্ঠানও হবে। পরে বুধবার স্কুল ছুটি থাকবে। গত মঙ্গলবার কবি গুরুর জন্মদিনে স্কুলে ৭ জন শিক্ষক না আসায় বিতর্ক শুরু হয়। স্কুলের প্রধান শিক্ষক ওই শিক্ষকদের হাজিরা খাতায় অনুপস্থিত করে দেন। শিক্ষকদের নালিশ, “কাউন্সিলের বৈঠকে সরকারিভাবে কিছু ঠিক করা হয়নি। সব কিছু মুখে মুখে ঠিক হয়। তার পরে প্রধান শিক্ষক কাউকে ওই ভাবে অনুপস্থিত করতে পারেন না। ডিআইকে বুধবার অভিযোগ জানানো হয়েছে।” স্কুলের স্টাফ কাউন্সিল-এর সম্পাদক প্রাণেশ ঘোষ বলেন, “কাউন্সিলের কোনও সরকারি বৈঠক হয়নি। পুরোটাই মৌখিক ছিল। তবে এই ভাবে ছুটি কাটা ঠিক নয়। বিষয়টি আমরা দেখছি।” আর স্কুলের প্রধান শিক্ষক সমীর ঘোষ বলেন, “ওই বৈঠকে অভিযোগকারী শিক্ষকদের কয়েক জন উপস্থিত ছিলেন। এখন কেন ওই কথা বলা হচ্ছে জানি না।” শিক্ষকেরা জানিয়েছেন, শুধু ছুটি কাটা নয় কবিগুরুর জন্মজয়ন্তীর জন্য মঙ্গলবারের বদলে বুধবার স্কুল ছুটি দেওয়া হয়। এটা স্কুল ছুটির তালিকায় নেই। কোচবিহার ডিআই (সেকেন্ডারি) মহাদেব শৈব বলেন, “অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
|
ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আন্দোলন |
উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নামল কংগ্রেস। বুধবার বিকালে দলের জেলা সাধারণ সম্পাদক সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে চোপড়া ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখান। জেলাশাসককে ঘেরাও করে স্মারকলিপি জমা দেওয়া হয়। পরে প্রশাসনিক আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবিলম্বে দাবিপূরণ না হলে দলের তরফে টানা আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “চোপড়া ব্লকের দুর্গতদের মধ্যে পর্যাপ্ত ত্রাণ বিলি করা হয়েছে। তাঁরা যাতে দ্রুত সরকারি ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে।” প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত ৬ এপ্রিল শিলাবৃষ্টির জেরে চোপড়া ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৫০ কোটি টাকারও বেশি সম্পত্তি নষ্ট হয়েছে। চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক দাস বলেন, “চোপড়া ব্লকে এতবড় প্রাকৃতিক দুর্যোগ হলেও জেলা প্রশাসন দুর্গতদের মধ্যে পর্যাপ্ত ত্রাণ বিলি করেনি। দলের তরফে অবিলম্বে দুর্গতদের ও মৃতদের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছি।
|
মঙ্গলবার গোর্খা জনমুক্তি মোর্চার ডুয়ার্সে রিলে অনশন কর্মসূচি শেষ হল। গত ৩ মে থেকে এই রিলে অনশন শুরু হয়। ডুয়ার্সকে জিটিএ ভুক্ত করা এবং তার সমর্থনে জনসভা করতে দেওয়ার দাবিতে এই রিলে অনশন চলেছিল। যদিও থানার সামনে এই অনশন করার কথা ছিল। শেষ মুহুর্তে নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণেই প্রত্যন্ত এলাকাগুলিতেই রিলে অনশন চালাতে হয় মোর্চাকে। মালবাজার মহকুমার শুধুমাত্র লিস রিভার চা বাগানে এই অনশন চলে। মঙ্গলবার এই অনশন মঞ্চে যান জন বারলা। অনশনে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন তিনি।
|
রাস্তা পার হওয়ার সময়ে পিকআপ ভ্যানের ধাক্কায় এক বালকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার কুলাতোড় এলাকার ইটাহার-হিলি রাজ্য সড়কে। মৃতের নাম পূর্ণ দেবশর্মা (৮)। বাড়ি এলাকাতেই। সে কুলাতোড় প্রাথমিক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করত। |