রবীন্দ্র জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সমস্ত মহকুমায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ দিন সকালে ক্যানিং মহকুমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবের পক্ষ থেকে শোভাযাত্রা বের হয় । কবিগুরুর স্মৃতি বিজড়িত বেকন বাংলো চত্বরে গোসাবা ব্লকের পক্ষ থেকে অনুষ্ঠান হয়েছে। নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন এলাকার শিল্পীরা। কুলতলির নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের ছবি পালকিতে সাজিয়ে শোভাযাত্রা করে। পাশাপাশি স্কুল প্রাঙ্গণে রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্য ও প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রশেখর চক্রবর্তী। ক্যানিং তথ্য সংস্কৃতি দফতর ও স্থানীয় একটি ক্লাবের উদ্যোগেও এ দিন নানা অনুষ্ঠান হয়েছে। ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ক্যানিং বাসস্ট্যান্ডে ‘রবীন্দ্র-সন্ধ্যা’র আয়োজন করা হয়। ক্যানিং, বাসন্তী, গোসাবা থানাতেও জন্ম সার্ধশতবর্ষ পালন করা হয়। অন্য দিকে, ডায়মণ্ডহারবার ও কাকদ্বীপ মহকুমার বিভিন্ন জায়গায় রবীন্দ্র জন্ম সার্ধশতবর্ষ পালিত হয়েছে।
|
একশো দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের মজুরি না দিয়ে তিন লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন প্রধান। এমনই অভিযোগ তুলে সিপিএম প্রধানের গ্রেফতারের দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে মঞ্চ বেঁধে অনশনে বসেন তৃণমূলের নেতা-কর্মীরা। রাত পর্যন্ত অনশনকারীদের সরাতে পারেনি পুলিশ। বুধবার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল নেতা গোবিন্দ অধিকারী, সনৎ মণ্ডলের অভিযোগ, “একশো দিনের কাজ করিয়ে তিনশো শ্রমিককে মজুরি না দিয়ে তিন লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন প্রধান। তাঁকে গ্রেফতার না করা পর্যন্ত অনশন চলবে।” পঞ্চায়েত প্রধান সিপিএমের মুরারিমোহন মণ্ডল অবশ্য বলেন, “প্রশাসনিক কারণে শ্রমিকদের পাওনা আটকে যাওয়ায় সমস্যা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে কী ভাবে সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা চলছে।”
|
ক্যানিংয়ে আরএসপি কর্মীদের মারধরের ঘটনায় গ্রেফতার ১ |
ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় আরএসপি কর্মীদের মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম রাজীব নস্কর। বাড়ি গোলবাড়ি এলাকায়।মঙ্গলবার সন্ধ্যায় বামফ্রন্টের মিটিং সেরে যখন আরএসপি-র কিছু কর্মী বাড়ি ফিরছিলেন সেই সময় তৃণমূলের লোকজন তাঁদের মারধর করে বলে অভিযোগ। আর এসপি-র জেলা সম্পাদক ও প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর তৃণমূলই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের করা হয়। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়।
|
এক গৃহবধূর অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় তাঁর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে, পুজালি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। আব্রুজা বিবি নামে ওই গৃহবধূ এম আর বাঙুরে ভর্তি। পুলিশ জানায়, স্থানীয় মসজিদপাড়া লেনে আব্রুজার শ্বশুরবাড়ি। মঙ্গলবার রাতে বাসিন্দারা আব্রুজার চিৎকার শুনে গিয়ে দেখেন, তাঁর গায়ে আগুন ধরে গিয়েছে। তাঁরাই আব্রুজাকে উদ্ধার করেন। এর পরেই তাঁর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালানো হয়।
|
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। মঙ্গলবার, বারুইপুরের রামকৃষ্ণনগর থেকে। ধৃতের নাম পরিমল সিংহ (৬০)। পুলিশ জানায়, ওই রাতে পরিমলবাবু তাঁর বাড়ির কাছে জলসা শুনতে যান। ওই নাবালিকাও সেখানে যায়। নাবালিকার পরিজনদের অভিযোগ, পরিমলবাবু ওই নাবালিকাকে তাঁর বাড়ি থেকে বিড়ি আনতে পাঠিয়ে নিজেও যান। এর পরে বাড়িতেই তিনি ওই নাবালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তদন্তকারীরা জানান, ওই নাবালিকা হাসপাতালে ভর্তি। তার বয়ান নথিভুক্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। |