বাকি তিন ম্যাচে সৌরভের খেলা নিয়ে সংশয়
গুরুত্বহীন ম্যাচে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মোকাবিলা করার আগে পুণে শিবিরে তৈরি হল সঙ্কট। বাকি তিনটে ম্যাচে অধিনায়ক সৌরভকে দেখা যাবে তো?
পুণে শিবিরে কান পাতলে মোটামুটি দুটো মত ভেসে উঠছে। ফ্র্যাঞ্চাইজি কর্তাদের একাংশের মত হচ্ছে, নৈতিক দায় নিয়ে বাকি তিনটে ম্যাচ থেকে সৌরভ সরে দাঁড়াবেন না কেন? সে ক্ষেত্রে মাইকেল ক্লার্ককে অধিনায়ক করে দেওয়ার ভাবনা কাজ করছে। অন্য মত হল, পারফরম্যান্স খারাপ হয়েছে ঠিকই, কিন্তু এ জন্য শুধু অধিনায়ক কখনওই দায়ী হতে পারেন না। বরং কিছু জুনিয়রের মনোভাব ও দায়বদ্ধতার অভাব অনেক বেশি যুক্তিগ্রাহ্য কারণ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষে কাজ করছে জোরালো ক্রিকেটীয় যুক্তি।
কর্তারা যা-ই বলুন, প্রত্যাশা অনুযায়ী না হলেও সৌরভের অবদান কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। এ বারের লিগে বেশি রানকারীদের তালিকায় প্রথম কুড়ি জনের মধ্যে এখনও রয়েছেন। এই চল্লিশ ছুঁইছুঁই বয়সেও। তালিকায় তিনি ১৯ নম্বরে, ১৩ ম্যাচে করেছেন ২৬১ রান, স্ট্রাইকরেট ১০০.৭৭। তাঁর আগে জাতীয় দলে থাকা তারকা সুরেশ রায়না ১৮ নম্বরে, যিনি ১২ ম্যাচে করেছেন ২৬৫, স্ট্রাইকরেট ১২৬.৭৯। জাতীয় দলের সহ-অধিনায়ক বিরাট কোহলি বুধবারের মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে পর্যন্ত ১২ ম্যাচে মাত্র ২০১ রান করে ২৭ নম্বরে! পুণে টিমে সৌরভের চেয়ে বেশি রান করেছেন মাত্র দু’জন। উথাপ্পা ১৩ ম্যাচে ৩৫৩ রান, স্ট্রাইকরেট ১১৫.৩৫ আর স্টিভ স্মিথ ১৩ ম্যাচে ৩০১ রান, স্ট্রাইকরেট ১৪২.৬৫।
এখন লিগ অভিযান শেষ হয়ে গিয়েছে, বাকি তিনটে ম্যাচে হঠাৎ অধিনায়ক বদল করে কর্তারা কী প্রমাণ করবেন, সেই প্রশ্নও উঠছে। বিকল্প যে নাম, সেই ক্লার্ক চার ম্যাচে রান করেছেন ৭২, গড় ১৮। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে থাকবেন, সেই নিশ্চয়তাও নেই।
স্বয়ং সৌরভ এই পরিস্থিতিতে কী করতে পারেন? বিকল্প কী?
এক) গোটা টুর্নামেন্টে হারের নৈতিক দায় নিয়ে বাকি তিনটে ম্যাচে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।
দুই) একেবারে আইপিএল থেকেই অবসর ঘোষণা করা।
তিন) কোনও ভাবে পরের তিনটে ম্যাচ খেলে তার পরে অবসরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।
সৌরভ সরে দাঁড়াচ্ছেন কি না নিয়ে জল্পনা সারাদিনই চলল ভারতীয় ক্রিকেটমহলে। স্বয়ং সৌরভ কোথাও এই নিয়ে মুখ খোলেননি, স্পর্শকাতর এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষও। পুণে ওয়ারিয়র্সের শীর্ষকর্তা অভিজিৎ সরকার এখানে রয়েছেন। কিন্তু যোগাযোগ করা হলেও তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
সৌরভ স্বয়ং বিপর্যস্ত, টানা ছ’টা হার একেবারেই মন থেকে মানতে পারেননি। ঘনিষ্ঠমহলে বলেছেন, ছ’বছর জাতীয় দলের অধিনায়ক থাকার সময়ও কখনও টানা ছ’টা ম্যাচে হারতে হয়নি। নিজের সুনাম ও ভাবমূর্তি যে বিপন্ন, তা-ও বুঝছেন তিনি। কেকেআর ম্যাচে সাত নম্বরে নেমে আসা নিয়ে কম জলঘোলা হয়নি। তখনই বিপর্যয়ের দায় নিয়েছিলেন, কর্তৃপক্ষকে বলেওছিলেন, প্রয়োজনে দায়িত্বও ছেড়ে দিতে পারেন। টিমের কিছু জুনিয়রের মনোভাব ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের পরে যাবতীয় সমস্যা মিটে যায়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত কালের ম্যাচে টিম গড়া বা ব্যাটিং অর্ডার ঠিক করার সব দায়িত্বই ছিল সৌরভের হাতে। কিন্তু সমস্যা যে আদৌ মেটেনি, তা পরিষ্কার হয়ে যায় গত সন্ধের হারের পরে।
রয়্যালস ম্যাচে হারের পরে যথেষ্ট হতাশ সৌরভের আজ সকাল থেকেই হোটেলের পনেরো তলায় ঘরের বাইরে ঝুলেছে ‘ডু নট ডিস্টার্ব’ বোর্ড। নিয়ম মতো জিমে গিয়েছেন, রাতে ডিনার করতে বাইরে বেরিয়েছেন, কিন্তু কোনও ভাবেই পরশুর ম্যাচ খেলা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
ও দিকে, সহারা কর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। রাত পর্যন্ত পুণের টিম হোটেলে যা পরিস্থিতি, যে কোনও সময়ে নাটকীয় মোচড় এই নাটকে অপেক্ষা করে রয়েছে। আর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সহারাশ্রী সুব্রত রায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে কী কথা হবে, তার উপরে।

সচিনদের হার
প্লে অফে ওঠার দৌড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে রেখে দিলেন বিরাট কোহলির বোলাররা এবং ক্রিস গেইল। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন কোহলি। সচিনের মুম্বই এ দিন ১৪১-৬ তোলে। রান তাড়া করতে নেমে গেইল ৫৯ বলে ৮২ ন.আ. করে বেঙ্গালুরুকে দু’পয়েন্ট এনে দেন। দু’ওভার বাকি থাকতে ন’উইকেটে জেতেন কোহলিরা। এই ম্যাচ জিতে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় চার নম্বরে উঠে এল বেঙ্গালুরু।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.