|
|
|
|
টুকরো খবর |
পুরভোটের ফলের দিন পিছনোর আর্জি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পাঁশকুড়া ও হলদিয়া পুর-নির্বাচনের ফলাফল ঘোষণার দিন পিছনোর আর্জি জানিয়ে নির্বাচন কমিশনে ফ্যাক্স পাঠাল পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস। আগামী ১২ জুন দাসপুর বিধানসভায় উপনির্বাচন। তারই প্রেক্ষিতে এই আর্জি। আগামী ৩ জুন ওই দুই পুরসভায় নির্বাচন। ফল ঘোষণা হবে ৫ জুন। জেলা কংগ্রেসের বক্তব্য, ফল যাই হোক তার প্রভাব পড়তে পারে দাসপুরের উপনির্বাচনে। কারণ, দাসপুরের সীমানা থেকে পাঁশকুড়ার সীমানার দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে বলেন, “৫ তারিখ পুরসভার ফল ঘোষণা হলে দাসপুরেও তার প্রভাব পড়তে পারে। অশান্তির আশঙ্কা থেকে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। কিন্তু, ১২ জুনের পর ফল ঘোষণা হলে আর এই সব আশঙ্কা থাকে না।”
|
স্কুলে জয়ী বামেরা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হলেন বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা। খড়্গপুরের ইন্দা বালিকা বিদ্যালয়ে ৬টি আসনের মধ্যে ৫টিতে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী এবং ১টিতে তৃণমূল প্রার্থী জয়ী হন। বামফ্রন্টের জয়ী প্রার্থীরা হলেন, মৌসুমি দেব, জীবনকৃষ্ণ মজুমদার, সৌমিত্র বসু, বিশ্বজিৎ দাস ও গৌতম দাস। তৃণমূলের জয়ী প্রার্থী হলেন সুজাতা পারুই। |
|
|
|
|
|