চিত্র সংবাদ |
|
ছবি ও তথ্য: গৌতম প্রামাণিক। |
গাছগাছালি ছেঁটে বহরমপুর থানা চত্বর সাফসুতরো করা হচ্ছিল। কোপ পড়েছিল থানার পাঁচিল ঘেঁষা দেবদারু গাছেও।
সেই গাছেই বাসা ছিল এক বুলবুলির। ডালপালা ছেঁটে দেওয়ায় বুলবুলির সেই ছোট্ট বাসা বেআব্রু হয়ে পড়েছিল। প্রখর
বৈশাখে ছানাপোনাদের নিয়ে বেকায়দায় পড়ে বুলবুল দম্পতি। এগিয়ে আসে পুলিশই। থানার রিজার্ভ ইনস্পেক্টর
অরিজিৎ গোস্বামী খোলা বাসার মাথায় বেঁধে দেন ছাতা। পাখির বাসায় ফিরে আসে ছাদ!
|
|
বহরমপুরে জনতার রোষে পা ভেঙেছিল এই ষাড়টির। পুরকর্তৃপক্ষ অবশ্য তাকে ব্রাত্য করেনি। পুর-চত্বরই
আপাতত তার স্থায়ী ঠিকানা। পশু চিকিৎসক ডেকে নিয়মিত চলছে দেখভালও। ছবি: গৌতম প্রামাণিক। |
|