নিরাপত্তার হাল ফেরাতে বিধাননগরের বিভিন্ন বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকা ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ শুরুও করেছিল পুলিশ-প্রশাসন। কিন্তু পুলিশ সূত্রেই খবর, ‘বহিরাগতদের’ সম্পর্কে তথ্য পেতে সমস্যার কারণে শুরুতেই হোঁচট খেয়েছে সেই কাজ। কারণ, বহু ক্ষেত্রেই বাড়ির মালিক অন্যত্র থাকেন। ফলে ভাড়াটেদের হদিস রাখা তাঁদের পক্ষে সম্ভব হয় না। তথ্য জোগাড় করে উঠতে পারছে না পুলিশও। পেয়িং গেস্টদের সম্পর্কে তথ্য পেতে অগত্যা এ বার পুরসভার দ্বারস্থ বিধাননগর পুলিশ। সম্প্রতি এ নিয়ে বিধাননগর পুরকর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন বিধানননগর কমিশনারেটের পুলিশকর্তারা।
গত সোমবারের ওই বৈঠকে ঠিক হয়, স্থানীয় পুর-প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় গড়বে পুলিশ। তথ্য জোগাড়ে কাউন্সিলরেরা সাহায্য করবেন পুলিশকে। পুলিশ প্রশাসন ওয়ার্ড কমিটির সঙ্গেও যোগাযোগ রাখবে।
বিধাননগরে পরপর চুরি-ডাকাতি-ছিনতাইয়ের অনেকগুলি ক্ষেত্রেই পুলিশের অনুমান, অপরাধের পিছনে কাজ করছে স্থানীয় সূত্র। তাই বহিরাগত সম্পর্কে তথ্য রাখা একান্তই জরুরি বলে দাবি পুলিশের। যেমন, রবিবার রাতে পুলিশ বেশ কয়েক জন পুরুষ ও মহিলাকে আটক করে। এফ ডি ব্লকের একটি গ্যারাজ ভাড়া করে বাড়ির কেয়ারটেকার ‘অসামাজিক’ কাজ চালাত বলে জানায় পুলিশ। অথচ খোদ বাড়িওয়ালা বিষয়টি জানতেনই না।
বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, “বিধাননগরকে নিরাপদ রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে বাসিন্দা ও পুরপ্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন। তাই নিজেদের মধ্যে সমন্বয় বাড়াতে এই বৈঠক।” তাঁর দাবি, এ ক্ষেত্রে কাউন্সিলর ও ওয়ার্ড কমিটির সঙ্গে পুলিশের যোগাযোগ আরও বাড়ানো হবে। বাসিন্দাদের অনেকেই এখানে থাকেন না। ভাড়াটেদের কার্যকলাপ সম্পর্কে তাঁরা অন্ধকারে। পুলিশের পক্ষেও তথ্য জোগাড় করা মুশকিল হচ্ছে। ফলে পুরপ্রতিনিধিদের সমন্বয় করে এগোলে এই কাজ করা সম্ভব হবে। বিধাননগরের পুলিশ কমিশনার রাজীবকুমার জানান, খামতি দূর করে পুলিশ প্রশাসন আরও সক্রিয় ভাবে কাজ করতে চাইছে। বেশ কয়েকটি বিষয়ে পুরসভার সহযোগিতা প্রয়োজন। সে বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস দিয়েছেন পুরকর্তৃপক্ষ।
এ দিকে, গত রবিবার ফের একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে বিধাননগরের পূর্বাচল আবাসনের কাছে। পুলিশ অবশ্য ওই ঘটনায় দ্রুত একাধিক যুবককে আটক করেছে। কিন্তু সেখানে গ্রিন পুলিশের নজরদারি করার কথা। বাসিন্দাদের অভিযোগ, নজরদারি থাকলে ছিনতাইয়ের ঘটনা ঘটছে কী ভাবে? সোমবারের বৈঠকে গ্রিন পুলিশ নিয়ে বাসিন্দাদের কিছু প্রশ্ন আলোচিত হয়। |