মৃত্যু দগ্ধ যুবকেরও, রাজনগরে গ্রেফতার ৪ |
রাজনগরের আমোদপুর গ্রামে অগ্নিকাণ্ডে জখম যুবক অসীম মণ্ডলের (৩৮) মৃত্যু হল সিউড়ি হাসপাতালে। পুলিশ জানায়, মারা যাওয়ার আগে অসীম ও তাঁর পরিবার যে অভিযোগ জানিয়েছিলেন, তার ভিত্তিতে নিমাই ভট্টাচার্য, নিতাইচাঁদ সরকার, শিশির সরকার ও হরিচরণ সরকার নামে চার জনকে মঙ্গলবার রাতেই আমোদপুর থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বুধবার সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, অভিযুক্তের তালিকায় আরও কয়েক জনের নাম রয়েছে। তাঁদের খোঁজ চলছে।
সোমবার রাত ১১টা নাগাদ আমোদপুরে শ্বশুরবাড়ি থেকে বিথু ওরফে চুমকি সরকার (২৬) নামে এক গৃহবধূর দগ্ধ দেহ উদ্ধার করেছিল পুলিশ। ওই বাড়ি থেকেই অগ্নিদগ্ধ অবস্থায় গ্রামের যুবক অসীমকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, সোমবার ওই বধূর স্বামী ও বছর পাঁচেকের ছেলে বাড়িতে ছিলেন না। সেই সময় চুমকির শ্বশুরবাড়িতে আসেন অসীম। বিষয়টি জানাজানি হতেই বাড়িটি ঘিরে বাইরে থেকে শিকল তুলে দেন গ্রামেরই কিছু বাসিন্দা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ যখন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে তখনই খবর পায়, বন্ধ ঘরের মধ্যেই নিজেদের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছেন চুমকি আর অসীম। ঘরেও আগুন লেগে গিয়েছিল। খবর দেওয়া হয় দমকলকে। আগুন নেভানোর পরে উদ্ধার করা হয় বধূর দেহ আর জখম অসীমকে। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “সোমবার রাতে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
নিরাপত্তার দাবিতে স্মারকলিপি |
ঝাড়খণ্ডের মজুর খুনের ঘটনার তদন্ত দ্রুত শেষ করা, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া-সহ ৪ দফা দাবিতে বুধবার বোলপুরের মহকুমাশাসককে স্মারকলিপি দিল বোলপুর-শান্তিনিকেতন এলাকার আদিবাসীদের বিভিন্ন সংগঠন। মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “পুলিশ ঘটনার তদন্ত করছে। ক্ষতিপূরণের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।” প্রসঙ্গত, ধান কাটার জন্য গত ৩০ এপ্রিল ঝাড়খণ্ডের ২৩ জন আদিবাসী পুরুষ-মহিলার দল ইলামবাজারের চুনপলাশিতে আসেন। কিছু দিন আগে স্থানীয় কিছু খেতমজুর ঝাড়খণ্ডের মজুর দলের মহিলাদের কটূক্তি করে বলে অভিযোগ। তাঁদের পুরুষ সঙ্গীরা প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। রাতে ঘুমন্ত অবস্থায় পেয়ে স্থানীয় ওই খেতমজুররা লাঠি, রড এবং অ্যাসিড নিয়ে চড়াও হয়ে মারধর করে। রাকেশ মুর্মু (৩২) নামে এক মজুর খুন হন। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রথমে পুলিশ এক জনকে পরে আরও দু’জনকে গ্রেফতার করে।
|
আর্থিক ভাবে পিছিয়ে পড়া কিশোরীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিয়েছে সাঁইথিয়া ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প দফতর ও আমোদপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কিশোরী শক্তি যোজনা প্রকল্পে ব্লকের ১১-১৮ বছর বয়সের ৫০ জন কিশোরীকে গুজরাটি কাঁথা স্টিচের ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয় ওই জন্য। মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত ওই সব কিশোরীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় পুরাতন ব্লক অফিসের সভাকক্ষে। উপস্থিত ছিলেন সাঁইথিয়ার বিডিও সাজিদ সা, যুগ্ম বিডিও দিব্যজ্যোতি দাস, সিডিপিও দীনবন্ধু সাহা প্রমুখ। স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অনুপম গঙ্গোপাধ্যায় জানান, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের কিশোরীরা যাতে কাঁথা স্টিচের কাজ করে স্বনির্ভর হতে পারে তার জন্য এই উদ্যোগ।
|
তেরো দিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি ময়ূরেশ্বরের মহুরাপুর গ্রামের এক বধূর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই থানার পাখুরিয়া গ্রামের বাসিন্দা বিউটি বাগদির সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয় মহুরাপুরের নবকুমার বাগদির। তাঁদের দুই ছেলে-মেয়ে আছে। বিউটিদেবীর বাবা কার্তিক বাগদির অভিযোগ, “গত ২৬ এপ্রিল রাতে জামাইয়ের সঙ্গে মেয়ের অশান্তি হয়। তার পর থেকেই মেয়ের খোঁজ মিলছে না।“ অশান্তির কথা স্বীকার করে নিয়েছেন নবকুমারবাবু। তিনি বলেন, “সব জায়গায় খোঁজ করেও স্ত্রীর সন্ধান পাইনি।” পুলিশ জানায়, ২৮ এপ্রিল কার্তিকবাবু ময়ূরেশ্বর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। ওই বধূর খোঁজ চলছে।
|
অবিলম্বে রামপুরহাট স্টেশনে ৪ ও ৫ নম্বর প্লাটফর্ম তৈরির দাবি জানাল মহকুমা যাত্রী সঙ্ঘের সদস্যরা। ওই সঙ্ঘের তরফে বুধবার ৪ দফা দাবিতে রামপুরহাট স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি দিয়েছে। তাদের দাবি, ওই দু’টি প্লাটফর্ম তৈরি না হলে দূরপাল্লা-সহ লোকাল ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে স্টেশনে ঢুকতে পারে না। ভোগান্তি হয় যাত্রীদের। এ ছাড়াও তাঁরা বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ফুটওভার ব্রিজ নির্মাণ শুরু করার দাবি জানিয়েছেন। তাঁদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন স্টেশন ম্যানেজার দেবাশিস মুখোপাধ্যায়।
|
সিউড়ির ফকিরপাড়ার বাসিন্দা রমজান শেখকে ‘খুনে’র ঘটনায় ধৃত লালা শেখকে বুধবার আদালতে হাজির করানো হলে বিচারক দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে, এই অভিযোগে লালা শেখ রমজান শেখকে মঙ্গলবার সকালে ছুরি দিয়ে ‘খুন’ করেন। |