টুকরো খবর |
টি-টোয়েন্টিতে জয়ী পূর্ব রেল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত গায়েত্রীদেবী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় আসানসোল রেল মাঠের প্রথম সেমিফাইনালে বিজয়ী হল পূর্ব রেল আসানসোল স্পোটর্স। তারা রাধানগর এসি-কে ৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে পূর্ব রেল ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। জবাবে রাধানগর নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি তুলতে পারেনি। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল সেইল আইএসপি। তারা হিরাপুর সিএ-কে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর সিএ সব উইকেট হারিয়ে ১০০ রান করে। জবাবে সেইল আইএসপি ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
উন্নয়নের দাবি, ক্ষোভ পুরবাসীর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এলাকায় উন্নয়নের দাবিতে আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখালেন ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিক্ষোভ দেখানোর পরে বুধবার তাঁরা মেয়রকে একটি স্মারকলিপিও দেন। দাবিগুলি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। নেতৃত্ব দেন ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিমুল হক। তাঁর অভিযোগ, ওয়ার্ডের অধিকাংশ অঞ্চলেই নিয়মিত পানীয় জল মেলে না। দু’-তিন দিন পরে অল্প সময়ের জন্য জল আসে। কিন্তু তা পর্যাপ্ত নয়। পাশাপাশি এলাকায় নিকাশি ব্যবস্থাও বেহাল। ওয়ার্ড কাউন্সিলর আরও অভিযোগ করেন, বিপিএল তালিকাভুক্তের জন্য ওয়ার্ডের গরিব বাসিন্দারা নাম নথিভুক্ত করেছেন। কিন্তু সেই তালিকা এখনও প্রকাশিত হয়নি। অবিলম্বে সেই তালিকা প্রকাশেরও দাবি করেছেন কাউন্সিলর।
|
জামুড়িয়ায় নিখোঁজ যুবক
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চার দিন ধরে নিখোঁজ জামুড়িয়ার নিউ কেন্দা গ্রামের যুবক আশিস রায়। ৭ মে কেন্দা ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেছেন তাঁর বাবা উমাপদ রায়। উমাপদবাবু অভিযোগ, ৫ মে রাত ১১টা নাগাদ তাঁর ছেলে আশিসকে কোনও বন্ধু ফোন করলে সে বাড়ি থেকে বের হয়। তার পর আর বাড়ি ফেরেনি। পুলিশ জানিয়েছে, সংলগ্ন সমস্ত থানা, রেল পুলিশ এবং হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অন্য দিকে, অন্ডালের খাস কাজোড়া কোলিয়ারির খনিকর্মী গোবিন্দকুমার নুনিয়া সাত দিন ধরে নিখোঁজ। তাঁর কাকা প্রাণকৃষ্ণ নুনিয়া অন্ডাল থানায় ৮ মে নিখোঁজ ডায়েরি করেন। প্রাণকৃষ্ণবাবু অভিযোগ করেন, ২ মে সকাল ৮টায় বাড়ি থেকে বেরোন তাঁর ভাইপো গোবিন্দ। কোথাও তাঁর খোঁজ না মেলায় ৮ মে থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে, নিখোঁজের খোঁজে তল্লাশি চলছে।
|
স্টেশনে ছাউনি নির্মাণের দাবি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রূপনারায়ণপুর রেল স্টেশনে যাত্রীদের জন্য দ্রুত ছাউনি নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, স্টেশনের আপ প্লাটফর্মে ছাউনি তৈরির জন্য একটি লোহার কাঠামো বানানো হয়েছে মাস কয়েক আগেই। কিন্তু ছাউনি তা তৈরি হয়নি। এই অবস্থায় যাত্রীরা রোদ-বৃষ্টির মধ্যে ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে বাধ্য হন। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত এই স্টেশনটি গুরুত্বপূণ দাবি করে সম্প্রতি স্টেশন ম্যানেজারের কাছে দ্রুত সম্ভব ছাউনি নির্মাণের জন্য বিক্ষোভ দেখায় রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতি। সংগঠনের সভাপতি বিশ্বনাথ রুজের অভিযোগ, এ বিষয়ে বহু বার স্টেশন ম্যানেজারকে বলা হলেও ফল মেলেনি। রেল সূত্রে জানা গিয়েছে, এই রাস্তায় প্রতিদিন প্রায় ২০টি লোকাল ও একপ্রেস ট্রেন চলে। লক্ষাধিক যাত্রী ওঠানামা করেন। স্টেশন ম্যানেজার শ্যামসুন্দর সালোনি জানান,বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
|
টি-টোয়েন্টিতে জয়ী পূর্ব রেল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত গায়েত্রীদেবী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় আসানসোল রেল মাঠের প্রথম সেমিফাইনালে বিজয়ী হল পূর্ব রেল আসানসোল স্পোটর্স। তারা রাধানগর এসি-কে ৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে পূর্ব রেল ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। জবাবে রাধানগর নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি তুলতে পারেনি। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল সেইল আইএসপি। তারা হিরাপুর সিএ-কে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর সিএ সব উইকেট হারিয়ে ১০০ রান করে। জবাবে সেইল আইএসপি ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
রাস্তায় জলের দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চাকদোলা থেকে বাহাদুরপুর পর্যন্ত রাস্তায় জল ছেটানোর দাবিতে দেড় ঘণ্টা একটি স্পঞ্জ আয়রন কারখানার পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখাল তৃণমূল। দলের স্থানীয় নেতা অনুপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কারখানাটি তৈরি হওয়ার আগে নিয়মিত রাস্তায় জল ছেটানোর প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। কার্যক্ষেত্রে কারখানা চালু হলেও জল ছেটানো হয় না। ফলে আকরিক এবং কয়লার গুড়োয় রাস্তা ভরে যাচ্ছে। এতে শ্বাসকষ্ট বাড়ছে বাসিন্দাদের। কর্তৃপক্ষ জানান, নিয়মিত জল ছেটানোর ব্যবস্থা করা হবে।
|
বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ঝালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কর্মীর। বুধবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ইকড়া শিল্পতালুকের একটি স্পঞ্জ আয়রন কারখানায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাসিম আনসারি (৪২)। খবর ছড়িয়ে পড়তেই মৃতের পোষ্যকে চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাল সিটু। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সব রকম ব্যবস্থা করা হবে।
|
জলের দাবি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এখনও পর্যন্ত পিএইচই-এর পাইপলাইন বসানো হয়নি। কুয়ো, পুকুরই ভরসা। বুধবার অবিলম্বে পরিশ্রুত পানীয় জলের দাবিতে পরাশিয়া পঞ্চায়েত কার্যালয়ে প্রধানের হাতে দাবিপত্র তুলে দিল তৃণমূল। তৃণমূলের যুব নেতা উদিত সিংহের অভিযোগ, “পিএইচই পাইপলাইন বসেনি। গ্রীষ্মকালে কুয়ো, পুকুরের জল শুকিয়ে যায়। দূর থেকে জল বয়ে আনতে হয়।” প্রধান নমিতা বাউরি জানান, বিডিওকে কাছে বিষয়টি জানানো হবে।
|
জলসঙ্কট, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জনস্বাস্থ্য কারিগরি দফতরের জলের পাইপলাইন ফেটে যাওয়ায় অসুবিধায় পড়েছেন জামুড়িয়ার শিবপুর মোতিবাজার এলাকার বাসিন্দারা। বুধবার স্থানীয় সিপিএম কাউন্সিলর সুবোধ দাসের নেতৃত্বে জামুড়িয়া-দোমহানি রাস্তা চার ঘণ্টা অবরোধ করলেন তাঁরা। সুবোধবাবুর দাবি, ৪ দিন আগে দুষ্কৃতীরা পাইপলাইন ফাটিয়ে দেওয়ায় জল সরবরাহ বন্ধ। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির দ্রুত নিষ্পত্তি করা হবে।
|
আলোচনাসভা |
স্কুলের ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের পদ্ধতি এবং তাদের জন্য বরাদ্দ নানাবিধ সরকারি অনুদান ও বৃত্তির বিষয়ে জানানোর জন্য বুধবার আসানসোলে জেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। |
|