পাহাড়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের বাসিন্দাদের নিয়ে ঘটা করে পালিত হল রবীন্দ্রজয়ন্তী। মঙ্গলবার কার্শিয়াঙে রাজরাজেশ্বরী হলে ওই অনুষ্ঠান হয়। আয়োজন করা হয়েছিল মহকুমার তথ্য সংস্কৃতি দফতর এবং কার্শিয়াঙের বাঙালি সঙ্ঘের উদ্যোগে। উপস্থিত ছিলেন কার্শিয়াঙের মহকুমাশাসক রঞ্জন ঝা, গর্ভমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষিকা সুজাতারানি রায়-সহ অনেকেই। বাঙালি সঙ্ঘের অন্যতম তথা এ দিন উৎসব আয়োজক কমিটির সভাপতি অলকা দে’র পরিচালনায় সেন্ট যোসেফ স্কুলের পড়ুয়ারা ‘বাল্মীকি প্রতিভা’ নাটকটি মঞ্চস্থ করেন। স্থানীয় নৃপেন্দ্র মেমোরিয়াল প্রাথমিক স্কুল, রামকৃষ্ণ গার্লস হাই স্কুল-সহ অন্যান্য স্কুলের পড়ুয়ারা অংশ নেন। নাচ, গান, আবৃত্তিতে জমে ওঠে অনুষ্ঠান। সোনালী প্রধান, সুতপা নিয়োগীরা রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন। অলকাদেবী জানান, পাহাড়ে বসবাসকারী নানা সম্প্রদায়ের বাসিন্দাদের নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়েছে। স্কুল, কলেজের পড়ুয়ারাও তাতে অংশ নিয়েছেন।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটানটি ঘটে আলিপুরদুয়ার থানার বক্সা ফিডার রোডোরে উপর অসম গেটের কাছে। মৃতের নাম মনোজ সাহা (৫০)। তাঁর বাড়ি অসমের বিলাসী পাড়ায়। জখম অবস্থায় আলিপুদুয়ার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। থানার আইসি স্বপন ঘোষ বলেন, “প্রাথমিক ভাবে জানা যায় কোনও গাড়ি তাঁকে ধাক্কা দিয়েছে।”
|
চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারার ঘটনার নিন্দা করে মোমবাতি মিছিল করলেন ডুয়ার্সের হ্যামিলটনগঞ্জের বাসিন্দারা। মঙ্গলবার সন্ধ্যায় হ্যামিলটনগঞ্জের বাসিন্দারা মোমবাতি নিয়ে মিছিল করে বাসস্ট্যান্ডের নেতাজির মূর্তির পাদদেশে জমায়েত হন। গত রবিবার হ্যামিলটনগঞ্জের হাটের পাশে এক বাড়িতে ঢুকে চুরি করার অভিযোগে কিছু লোক হাসিমারার মিয়াঁপট্টির বাসিন্দা পিন্টু দাস (২৩) নামে এক যুবককে পিটিয়ে মারে। দোষীর শাস্তি দাবি করে পোষ্টারও দেওয়া হয়। |