খেলার টুকরো খবর

জয়ী কাজি একাদশ
পাড়ুইয়ের তাহালা যুব গোষ্ঠী পরিচালিত ৬ দলীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল স্থানীয় অবিনাশপুর কাজি একাদশ। ৬ মে গ্রামের মাঠে ওই খেলা হয়। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারের খেলায় ইলামবাজারের এমজি রয়্যালস ৪ উইকেটে ৯৫ রান তোলে। পরে কাজি একাদশ ৪ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। কাজি একাদশের ঘনশ্যাম মাহারা ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন এমজি রয়্যালসের আরশাদ খান। তাহালা অ্যাসপেন গ্রুপের কচি মল্লিক সেরা বোলার এবং এমজি রয়্যালসের রাজু খান সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন। ছিলেন বনশঙ্কা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আনোয়ার আলি।

তাঁতপুকুরে ক্রিকেট
বোলপুর আর্য সঙ্ঘ পরিচালিত ১৬ দলের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কলকাতা অ্যানেক্স। ২৪ ও ২৬ এপ্রিল মিস্ত্রিপাড়া তাঁতপুকুর সংলগ্ন মাঠে ওই খেলা হয়। প্রথমে ব্যাট করে কলকাতা অ্যানেক্স নির্ধারিত ৫ ওভারে ১০২ রান করে। জবাবে মেদিনীপুরের বঙ্গশ্রী অ্যাথলেটিক্স ক্লাব ৫ উইকেট হারিয়ে ৮৬ রান করে। ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, এসআরডি-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, স্থানীয় পুরপ্রধান সুশান্ত ভকত, আইপিএল আম্পিয়ার প্রেমজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ। উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ৩০ এবং ১৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।

জিতল মাঝিগ্রাম
নওয়াডাঙাল যুবকল্যাণ সমিতি আয়োজিত অধীরকুমার মণ্ডল স্মৃতি দিনরাতের ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল স্থানীয় মাঝিগ্রাম যুব সঙ্ঘ। ৫ মে ক্লাবের মাঠে ৮ দলীয় ওই প্রতিযোগিতাটি হয়। ফাইনালে ৩-০ সেটে বোলপুর টাউন ক্লাবকে হারিয়ে জেতে মাঝিগ্রাম। ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ হন মাঝিগ্রামের তন্ময় ধীবর এবং বাপ্পা ঘোষ। আয়োজক সংস্থার সম্পাদক তুষার মণ্ডল জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ৩০০০ ও ২০০০ টাকা করে পুরস্কার দেওয়া হয়।

প্রশিক্ষণ শিবির
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর উদ্যোগে বাঁকুড়া জেলার তিনটি মহকুমাতে শুরু হতে চলেছে ক্রিকেট প্রশিক্ষণ শিবির। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেবপ্রসাদ সেনগুপ্ত বলেন, “সিএবি রাজ্যের সব মহকুমাতেই ১৫ দিনের ক্রিকেট প্রশিক্ষণ শিবির করছে। আগামী ২১ মে থেকে বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে, বিষ্ণুপুর স্টেডিয়ামে ও খাতড়ার কংসাবতী মাঠে এই শিবির শুরু হবে। শিবিরে ১৬ বছর পর্যন্ত বয়সের ছেলেরা বিনামূল্যে যোগ দিতে পারবেন।”

খাতড়ায় ক্রিকেট
খাতড়া বিদ্যাসাগর পল্লি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত অমিতাভ মিত্র স্মৃতিকাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল বক্সিডি বীণাপাণি সঙ্ঘ। রবিবার খাতড়ার এটিম ময়দানে অনুষ্ঠিত ফাইনালে বীণাপানি সঙ্ঘ ৮ উইকেটে স্থানীয় মেধাবী সঙ্ঘকে হারায়। টুর্নামেণ্ট কমিটির সম্পাদক সঞ্জীব কুমার চৌধুরী জানান, প্রথমে ব্যাট করে মেধাবী সঙ্ঘ ১২ ওভারে সব উইকেট হারিয়ে ৯৬ রান করে। জবাবে বীণাপানি সঙ্ঘ ১০.৩ ওভারে ২ উইকেট খুইয়ে ওই রান টপকে যায়। ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন বক্সিডির অরুণ লোহার। ওই দলেরই মিলন পণ্ডা ‘ম্যান অব দ্য সিরিজ’ হন। প্রতিযোগিতায় ১৬ টি দল যোগ দিয়েছিল।

টি-২০ ক্রিকেট
আজ বুধবার, বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে ‘অরুনাংশু স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’-এর চূড়ান্ত পর্বের ম্যাচ হতে চলেছে। উদ্যোক্তা বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, টুর্নামেন্টে মোট ১৪টি দল যোগ দিয়েছিল। খেলাগুলি দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। চুড়ান্ত পর্যায়ের খেলা দেখতে উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা।

বেহাল গোলপোস্ট। বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.