হাতির পাল এ বার হামলা চালাল বিষ্ণুপুরের লালগড় প্রকৃতি উদ্যান। একটি বাচ্চা-সহ দশটি হাতি সোমবার রাতে কাঁটাতারের বেড়া টপকে বিষ্ণুপুর শহর লাগোয়া ওই পর্যটন কেন্দ্রে ঢুকে পড়ে। ওই উদ্যানের কলা ও আম গাছ ভেঙে দেয়। শেষে স্থানীয় বাসিন্দারা দৌড়ে গিয়ে হাতিদের সরিয়ে দেন। এ দিকে জঙ্গল ছেড়ে শহরের কাছে হাতির পাল চলে আসায় আতঙ্ক ছড়ায় বিষ্ণুপুর শহরে। ওই পর্যটন কেন্দ্রের নৈশপ্রহরী নাড়ু লোহার বলেন, “একটি বাচ্চা-সহ দশটি হাতি তারকাঁটার ঘেরা টপকে মাঝ রাতে ঢুকে ভোর পর্যন্ত কলা ও আমবাগানে হামলা চালায়। পাশের চৌকান গ্রামের বাসিন্দাদের ডেকে বহু চেষ্টায় হাতিগুলিকে তাড়ানো হয়।” বিষ্ণূপুরের রেঞ্জ অফিসার প্রকাশ ওঝা জানান, বাঁকাদহের কাঠগুড়ার জঙ্গলে রবিবার রাতে এক বৃদ্ধাকে আছড়ে মারার পর হাতির দলটি বাসুদেবপুর হয়ে সোমবার রাতে চৌকান গ্রামে ঢোকে। সেখান থেকে লালগড় প্রকৃতি উদ্যানের আম-কলা খেয়ে জয়পুর জঙ্গলের দিকে চলে গিয়েছে। তিনি বলেন, “বিষ্ণুপুর শহরের ভেতরে হাতি যাতে না ঢুকতে পারে, সে জন্য বনকর্মীদের সতর্ক করা হয়েছে।”
|
চিতাবাঘ খাঁচাবন্দি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
চা বাগানে একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করলেন বনকর্মীরা। আজ ভোরে যোরহাটের টিওক এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও বনদফতর সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে টিওক চা বাগানে হানা দিচ্ছিল চিতাবাঘটি। বাঘের সামনে পড়ে এক শ্রমিক জখম হন। ভয়ে খনিকর ডিভিশনে কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। |