টুকরো খবর
বন্দিদের সংঘর্ষ, জখম ১
সংশোধনাগারের মধ্যে বন্দিদের দু’পক্ষের হাতাহাতিতে এক জন জখম হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দমদম সেন্ট্রাল জেলে। জেল সূত্রে খবর, এ দিন দমদম জেলে দীপক দাস, শঙ্কর দাস, অতনু প্রসাদ ও সুব্রত বিশ্বাস নামের চার জন বন্দির সঙ্গে ঝগড়া বাধে তারক সিংহরায় নামে আর এক বন্দির। চার জন মিলে বেধড়ক মারধর করে তারককে। খবর পেয়ে জেলার-সহ রক্ষীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। ওই ঘটনায় গুরুতর জখম তারককে প্রথমে দমদমের জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নিয়ে যাওয়া হয় আরজিকরে। রাজ্য পুলিশের আইজি (কারা) রণবীর কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “খবর পাওয়ার পরে বিষয়টি নিয়ে দমদম থানায় এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।” দমদম থানা সূত্রে খবর, জেলের তরফে বিকেলে অভিযুক্ত চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পুলিশের একটি তদন্তকারী দল জেলে যায়। কিন্তু ততক্ষণে বন্দিদের জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেনি। আজ, বুধবার পুলিশ জেলে গিয়ে ফের তদন্ত করবে বলে দমদম থানা সূত্রে খবর।

ফের মেট্রোয় ‘ঝাঁপ’
মেট্রোর লাইনে ‘ঝাঁপ’ দিয়েও চালকের তৎপরতায় বেঁচে গেলেন এক ব্যক্তি। মঙ্গলবার, যতীন দাস পার্ক স্টেশনে। পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে কবি সুভাষগামী একটি ট্রেন স্টেশনে ঢোকার সময়ে ওই ব্যক্তি ‘ঝাঁপ’ দেন। তাঁকে উদ্ধার করে এসএসকেএমে ভর্তি করা হয়। ওই ব্যক্তির বাড়ি টালিগঞ্জে। মেট্রো কর্তৃপক্ষ জানান, দুর্ঘটনার জেরে এ দিন সন্ধ্যায় কিছুক্ষণের জন্য ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। তবে দমদম থেকে ময়দান ও কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত ট্রেন চলে। রাত সওয়া আটটা নাগাদ মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

বরাতজোরে
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বন্ধ করে দেওয়া হয়েছিল রবীন্দ্র সদনের লাগোয়া রাস্তার একাংশ।
ফলে তৈরি হয়েছিল যানজট। যানজট এড়িয়ে তড়িঘড়ি বেরোতে গিয়েই ঘটতে চলেছিল বিপত্তি।
আচার্য জগদীশচন্দ্র বসু রোড ও হরিশ মুখার্জি রোডের মোড়ে মঙ্গলবার। ছবি: বিশ্বনাথ বণিক।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.