ইস্তফা দিচ্ছেন পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ক্যামেরন মুন্টার। ‘ব্যক্তিগত’ কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দূতাবাস। সম্প্রতি মুন্টার বলেন, লস্কর-ই-তইবা নেতা হাফিজ সইদের মাথার দাম ঘোষণা করেনি আমেরিকা। পরে সাফাই দিতে গিয়ে মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন বলেন, মুন্টারের বক্তব্য বিকৃত করা হয়েছে। তার পরেই ইস্তফার কথা জানালেন মুন্টার।
|
গ্রামীণ ব্যাঙ্ক নিয়ে হিলারির মন্তব্য অবাঞ্ছিত: ঢাকা
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
গ্রামীণ ব্যাঙ্ক নিয়ে মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনের মন্তব্যের কড়া সমালোচনা করলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ। ৭ মে বাংলাদেশ সফরের সময় হিলারি বলেছিলেন, গ্রামীণ ব্যাঙ্কের সঙ্গে বাংলাদেশ সরকারের বিরোধের বিষয়টি তিনি ওয়াশিংটন থেকেই নজর রেখেছেন। তাঁর আশা, দেশের সরকার এমন কিছু করবে না, যাতে গ্রামীণ ব্যাঙ্কের উন্নতি বাধা পায়। মঙ্গলবার অর্থ মন্ত্রকের এক বৈঠকের পর মুহিদকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হিলারির ওই মন্তব্য অবাঞ্ছিত। তাঁর কথায়, “গ্রামীণ ব্যাঙ্ক বাংলাদেশের সরকারের তৈরি করা একটি প্রতিষ্ঠান। ইউনুস সাহেব যে এত দূর যেতে পেরেছেন, তা সরকারের কারণেই।” |